মাইলাদুতুরাই (তামিলনাড়ু), 12 মে: পথ দুর্ঘটনায় তামিলনাড়ুতে মৃত্যু হল চারজনের ৷ মৃতদের মধ্যে তিনজন একটি বাইকে যাচ্ছিলেন ৷ আর চতুর্থজন একটি সরকারি বাসের কন্ডাক্টর ৷ এই দুর্ঘটনায় আহত হয়েছেন 26 জন ৷ বৃহস্পতিবার রাতে তামিলনাড়ুর মাইলাদুতুরাই জেলার সিরকাজি এলাকায় ওই দুর্ঘটনাটি ঘটে ৷ পুলিশ জানিয়েছে, আহতরা সকলেই বাসে ছিলেন ৷ আহতদের তালিকায় বাসের চালকও রয়েছেন ৷
পুলিশ আরও জানিয়েছে, দুর্ঘটনাগ্রস্ত বাসটি তামিলনাড়ু স্টেট ট্রান্সপোর্ট কর্পোরেশনের ৷ ওই সরকারি বাসটি তামিলনাড়ুর তিরুভারুর জেলার তিরুতুরাইপুন্ডি থেকে চেন্নাইয়ের দিকে যাচ্ছিল । গন্তব্যে যাওয়ার পথে সিরকাজি বাইপাস রোডে পাসের সামনে চলে আসে একটি বাইক ৷ সেই বাইকটিকে বাঁচাতে গিয়ে চালক বাসের মুখ ঘোরানোর চেষ্টা করে ৷ তার জেরেই বাসটি নিয়ন্ত্রণ হারায় ৷
দুর্ঘটনাস্থলে রাস্তার পাশে একটি ট্যাঙ্কার ট্রাক দাঁড় করানো ছিল ৷ নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি ওই ট্যাঙ্কার ট্রাকে ধাক্কা মারে ৷ সেই সময় ওই বাইকটিও বাসের সামনে চলে আসে ৷ ফলে তিন সওয়ারিকে বাইকেটি বাসের তলায় চলে যায় ৷ তার জেরে বাইকের তিন সওয়ারি পদ্মনাপন, অরুলরাজ ও বলমুরুগানের মৃত্যু হয় ৷ এই তিনজনই তামিলনাড়ুর চিদম্বরম পাল্লিপড়াই গ্রামের বাসিন্দা ৷