নুয়াপদা (ওড়িশা), 25 অক্টোবর:দুর্গাপুজোয় সাংস্কৃতিক অনুষ্ঠান দেখে ফেরার পথে মর্মান্তিক পথ দুর্ঘটনা ৷ বিজু এক্সপ্রেসওয়েতে দু’টি বাইকের ধাক্কায় নিহত 4 ও আহত 3 জন ৷ মঙ্গলবার গভীর রাতে ওড়িশার নুয়াপদা জেলার বোডেন পুলিশ লিমিটের অন্তর্গত রাজপুর গ্রাম এলাকার ঘটনা ৷ আহত 3 ব্যক্তি হাসপাতালে চিকিৎসাধীন ৷ পুলিশ সূত্রে জানা গিয়েছে, নিহতদের মধ্যে দু’জন কমলামাল গ্রাম, একজন ভীমাপদর গ্রাম এবং চতুর্থজন জেলার ভৈনুষাদা গ্রামের বাসিন্দা ।
পুলিশ সূত্রে খবর, মঙ্গলবার ছিল বিজয়া দশমী ৷ এদিনই স্থানীয় একটি দুর্গাপুজো কমিটির পক্ষ থেকে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল ৷ সেই অনুষ্ঠান দেখে সিনাপালি থেকে ফিরছিল চার বাইক আরোহী ৷ রাতের বেলায় গাড়ির গতি বেশ বেশি ছিল সিনাপালি থেকে আসা বাইকটির ৷ সেইসময়ে বোডেন থেকে সিনাপালি যাচ্ছিল একটি বাইক ৷ তাতে চালক-সহ 3 আরোহী ছিলেন ৷ হঠাৎই বিজু এক্সপ্রেসওয়েতে রাজপুর গ্রামের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে দু’টি বাইকের মধ্যে মুখোমুখি ধাক্কা লাগে । গুরুতর আহত অবস্থায় সকলকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা জানান ঘটনাস্থলেই চার বাইক আরোহীর মৃত্যু হয়েছে ৷ তিন বাইক আরোহী বোডেন ও নুয়াপদা ব্লকের মেডিক্যাল সেন্টারে চিকিৎসাধীন ৷ মৃতদেহগুলি ময়নাতদন্তে পাঠানো হয়েছে ৷