পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Covid Case in Gaya: গয়ায় করোনা আক্রান্ত বিদেশির সংখ্যা বেড়ে 11 - Omicron Sub Variant

29 ডিসেম্বর থেকে তিনদি0ন গয়ায় দলাই লামার ধর্মীয় ভাষণ (Dalai Lama Event) রয়েছে ৷ সেই অনুষ্ঠানে যোগ দিতে আসা 11 জন বিদেশি পুণ্যার্থীর শরীরে হানা দিয়েছে করোনা (4 Foreigners Tested Positive for Covid 19) ৷ তাঁদের আইসোলেশনে রাখা হয়েছে ৷

4 Foreigners Tested Positive for Covid-19 in Gaya ETV BHARAT
গয়ায় করোনা আক্রান্ত 4 বিদেশি

By

Published : Dec 26, 2022, 12:28 PM IST

Updated : Dec 26, 2022, 7:42 PM IST

পাটনা, 26 ডিসেম্বর: বিহারের গয়ায় 11 জন বিদেশি করোনায় আক্রান্ত হয়েছেন (4 Foreigners Tested Positive for Covid 19) ৷ প্রত্যেককেই আইসোলেশনে পাঠানো হয়েছে বিহার প্রশাসনের তরফে ৷ দলাই লামা (Dalai Lama Event)-র একটি ধর্মীয় ভাষণের অনুষ্ঠানে যোগ দিতে এসেছিলেন ওই চারজন ৷ এদের মধ্যে কেউ কেউ থাইল্যান্ড এবং মায়নমারের বলে জানা গিয়েছে ৷ আগামী 29 ডিসেম্বর থেকে শুরু হওয়া দলাই লামার ধর্মী ভাষণের (Religious speech of the Dalai Lama) এই অনুষ্ঠান তিনদিন, অর্থাৎ 31 ডিসেম্বর পর্যন্ত চলবে ৷ গয়ার কলাচক্র টিচিং গ্রাউন্ডে এই বিশাল সমাবেশ বসবে ৷ যেখানে 50টি দেশ থেকে 60 হাজারের বেশি পুণ্যার্থী অংশ নেবেন বলে জানা গিয়েছে ৷ সেই ধর্মীয় সমাবেশে যোগ দিতে এসে 11 জন বিদেশি নাগরিকের শরীরে করোনার সংক্রমণ ধরা পড়ায় আতঙ্ক তৈরি হয়েছে ৷

গয়ার জেলাশাসক ডক্টর ত্যাগরাজন এসএম জানিয়েছেন, গত 20 ডিসেম্বর ওই গয়া বিমানবন্দরে ব্যাংকক থেকে আসা সকল যাত্রীর আরটি-পিসিআর টেস্ট করানো হয় ৷ সেই টেস্টে প্রাথমিকভাবে 4 জনের শরীরে সংক্রমণ ধরা পড়ে ৷ ওই 4 জনের মধ্যে 3 জন ইংল্যান্ডের বাসিন্দা ৷ তাঁদের বুদ্ধ গয়ার হোটেলে আইসোলেশনে রাখা হয়েছে ৷ অন্যজন মায়ানমারের বাসিন্দা ৷

প্রসঙ্গত, ওমিক্রনের সাব-ভ্যারিয়েন্ট বিএফ 7 (Omicron Sub Variant BF 7)-এর সংক্রমণের বিরুদ্ধে আগাম সুরক্ষা ব্যবস্থা হিসেবে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক থেকে সব রাজ্যগুলিকে নির্দেশিকা পাঠানো হয়েছে ৷ যেখানে বলা হয়েছে, করোনার চিকিৎসার সবরকম পরিকাঠামো তৈরি রাখতে হবে রাজ্য সরকারগুলিকে ৷ পাশাপাশি, মেডিক্যাল অক্সিজেনের যোগান প্রস্তুত রাখতে বলা হয়েছে ৷ বিদেশ থেকে আসা সব যাত্রীদের আরটি-পিসিআর টেস্ট বাধ্যতামূলক করা হয়েছে ৷ শুধু টেস্ট নয়, সব যাত্রীদের স্বাস্থ্যের উপর নজর রাখতেও নির্দেশ দিয়েছে স্বাস্থ্যমন্ত্রক ৷ এনিয়ে গত সপ্তাহে জরুরি বৈঠক করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷

আরও পড়ুন:কেন্দ্রের অক্সিজেন ম্যানেজমেন্ট অ্যাডভাইসরি লাগু করল নবান্ন

পরবর্তী সময়ে সব রাজ্যগুলিকে অক্সিজেন ম্যানেজমেন্ট নিয়ে একটি অ্যাডভাইসরি পাঠানো হয় কেন্দ্রের তরফে ৷ পশ্চিমবঙ্গেও সেই সংক্রান্ত নির্দেশিকা পাঠানো হয়েছে ৷ সেই মতো রাজ্য সরকারও প্রতিটি জেলায় অক্সিজেন ম্যানেজমেন্ট অ্যাডভাইসরি (Oxygen Management Advisory) জারি করা হয়েছে ৷ বিশেষ করে করোনাকালে যে প্লান্টগুলি তৈরি করা হয়েছিল ৷ তা সচল আছে কিনা, তা পরীক্ষা করে তৈরি রাখার কথা বলা হয়েছে ৷ সেই নির্দেশিকাতে দ্রুত সব হাসপাতাল এবং মেডিক্যাল অক্সিজেন প্লান্টগুলি (Medical Oxygen Plant)-কে প্রস্তুত থাকতে বলা হয়েছে ৷

Last Updated : Dec 26, 2022, 7:42 PM IST

ABOUT THE AUTHOR

...view details