তিরুবনন্তপুরম, 27 ডিসেম্বর:সদ্যোজাত শিশুর দেহ মিলল কুয়োর ভেতরে ৷ মর্মান্তিক এই ঘটনা তিরুবনন্তপুরমের ৷ আজ ভোরে তিরুবনন্তপুরমের পোথানকোড়ের একটি কুয়ো থেকে পাওয়া গিয়েছে 36 দিনের এক শিশুর মৃতদেহ ৷ তার মাকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ ৷
কুরাভান ভিলাকাম হাউসের মঞ্জুমালা এলাকার দম্পতি সুরিতা ও সাজি ৷ তাঁদের দ্বিতীয় সন্তান শ্রীদেব কয়েকদিন আগেই পৃথিবীর আলো দেখেছে ৷ মঙ্গলবার রাত থেকে পাওয়া যাচ্ছিল না সেই শিশুকে ৷ নিখোঁজ শিশুটির খোঁজে কয়েক ঘণ্টা ধরে তল্লাশি চলে ৷ অনেক খোঁজাখুঁজির পর বাড়িরই কুয়োয় মেলে শিশুটির দেহ ৷ সুরিতাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে ৷ পুলিশের আধিকারিকরা তাঁকে জিজ্ঞাসাবাদ করছেন ।
সন্তান প্রসবের পর থেকে সুরিতা মঞ্জুমালায় তাঁর বাড়িতেই থাকেন । তিনি তাঁর স্বামী সাজিকে জানিয়েছিলেন যে, শিশুটি গতকাল রাতে নিখোঁজ হয়েছে । অনেক খুঁজেও সন্তানকে না পেয়ে সাজি পুলিশে খবর দেন । পুলিশ ঘটনাস্থলে এসে শুরু করে চিরুনি তল্লাশি ৷ সেই সময় হঠাৎ বাড়ির কুয়োর কাছে একটি তোয়ালে দেখতে পায় পুলিশ ৷ সাজির থেকে পুলিশ জানতে পারে, ওই তোয়ালে তাঁদের ৷ তাঁদের একরত্তি সন্তানকে ঢেকে রাখা হয় ওই তোয়ালে দিয়ে ৷ তোয়ালের হদিশ পাওয়ার পর কুয়োর ভেতরে খোঁজাখুঁজি শুরু করেন দমকল বিভাগের আধিকারিক ও উদ্ধারকারী দল ৷
কয়েক ঘণ্টা ধরে খোঁজ চালানোর পর অবশেষে আজ ভোরে কুয়োর মধ্যে থেকে উদ্ধার হয় ছোট্ট শিশুটির দেহ ৷ পুলিশ অপমৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে । শিশুটির আত্মীয়-স্বজনদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে । শিশুটিকে কে কুয়োর ধারে নিয়ে গেল, আর তাকে কে কুয়োয় ফেলে দিল, এই ঘটনার পেছনে কী কারণ থাকতে পারে, এই সব প্রশ্নেরই উত্তর জানতে চাইছে পুলিশ ৷
আরও পড়ুন:
- মহিলাকে পুড়িয়ে মারার একদিনের মাথায় ফের তেজপুরেই ডাইনি অপবাদ! এবার বৃদ্ধ দম্পতিকে গ্রামছাড়া করার অভিযোগ
- অন্য 'শোলে'! 2700 কোটি টাকার প্রতারণার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে জলের ট্যাঙ্কে চড়ে বসলেন প্রতারিতরা
- ক্লাসরুমে কথা-কাটাকাটি, ব্লেড নিয়ে বন্ধুকে আক্রমণ প্রথম শ্রেণির পড়ুয়ার