জয়পুর, 14 এপ্রিল : রাজস্থানের জয়পুরের এক সরকারি হাসপাতালের মেডিসিন কোল্ড স্টোরেজ থেকে 320 ডোজ় করোনা ভ্যাকসিন চুরি হয়ে যাওয়ার অভিযোগ ৷ ভারত বায়োটেকের তৈরি কোভ্যাকসিন রাখা ছিল ওই হাসপাতালের মেডিসিন কোল্ড স্টোরেজে ৷ এইচ বি কানওয়াতিয়া হাসপাতালের ঘটনায় পুলিশে অভিযোগ দায়ের করেছে কর্তৃপক্ষ ৷
হাসপাতাল সূত্রে খবর, গত রবিবার 200 ডোজ় কোভ্যাকসিন স্টোরেজে রেখেছিল হাসপাতাল কর্তৃপক্ষ ৷ সোমবার সেখানে আরও 489 ডোজ় কোভ্যাকসিন আসে ৷ পরবর্তী সময় সেই স্টোরেজে ভ্যাকসিনের স্টক মেলাতে গেলে গরমিল ধরা পড়ে ৷ দেখা যায় 320 ডোজ় কোভ্যাকসিন সেখান থেকে চুরি হয়ে গেছে ৷ হাসপাতালের তরফে জানানো হয়েছে, ওই কোল্ড স্টোরেজের সামনে সবসময় নিরাপত্তারক্ষী মোতায়েন করা থাকে ৷ এমনকি সবার সেখানে প্রবেশের অনুমতিও নেই ৷ তা সত্ত্বেও ওই হাসপাতালের সুরক্ষিত কোল্ড স্টোরেজ থেকে কীভাবে ভ্যাকসিন চুরি হল তা নিয়ে প্রশ্ন উঠেছে ৷