পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

জয়পুরের সরকারি হাসপাতাল থেকে চুরি কোভ্যাকসিনের 320 ডোজ়

গত রবিবার 200 ডোজ় কোভ্যাকসিন স্টোরেজে রেখেছিল হাসপাতাল কর্তৃপক্ষ ৷ সোমবার সেখানে আরও 489 ডোজ় কোভ্যাকসিন আসে ৷ পরবর্তী সময় সেই স্টোরেজে ভ্যাকসিনের স্টক মেলাতে গেলে গরমিল ধরা পড়ে ৷

320-doses-of-covaxin-stolen-from-government-hospital-storage-in-jaipur
জয়পুরের সরকারি হাসপাতালের স্টোরেজ থেকে চুরি কোভ্যাক্সিনের 320 ডোজ়

By

Published : Apr 14, 2021, 6:53 PM IST

জয়পুর, 14 এপ্রিল : রাজস্থানের জয়পুরের এক সরকারি হাসপাতালের মেডিসিন কোল্ড স্টোরেজ থেকে 320 ডোজ় করোনা ভ্যাকসিন চুরি হয়ে যাওয়ার অভিযোগ ৷ ভারত বায়োটেকের তৈরি কোভ্যাকসিন রাখা ছিল ওই হাসপাতালের মেডিসিন কোল্ড স্টোরেজে ৷ এইচ বি কানওয়াতিয়া হাসপাতালের ঘটনায় পুলিশে অভিযোগ দায়ের করেছে কর্তৃপক্ষ ৷

হাসপাতাল সূত্রে খবর, গত রবিবার 200 ডোজ় কোভ্যাকসিন স্টোরেজে রেখেছিল হাসপাতাল কর্তৃপক্ষ ৷ সোমবার সেখানে আরও 489 ডোজ় কোভ্যাকসিন আসে ৷ পরবর্তী সময় সেই স্টোরেজে ভ্যাকসিনের স্টক মেলাতে গেলে গরমিল ধরা পড়ে ৷ দেখা যায় 320 ডোজ় কোভ্যাকসিন সেখান থেকে চুরি হয়ে গেছে ৷ হাসপাতালের তরফে জানানো হয়েছে, ওই কোল্ড স্টোরেজের সামনে সবসময় নিরাপত্তারক্ষী মোতায়েন করা থাকে ৷ এমনকি সবার সেখানে প্রবেশের অনুমতিও নেই ৷ তা সত্ত্বেও ওই হাসপাতালের সুরক্ষিত কোল্ড স্টোরেজ থেকে কীভাবে ভ্যাকসিন চুরি হল তা নিয়ে প্রশ্ন উঠেছে ৷

আরও পড়ুন :কোভিড 19 অতিমারী শেষ হতে এখনও ঢের দেরি, সতর্ক করল হু

হাসপাতাল কর্তৃপক্ষ ইতিমধ্যে পুলিশে অভিযোগ জানিয়েছে ৷ কীভাবে নিরাপত্তারক্ষীদের উপস্থিতি সত্ত্বেও ভ্যাকসিন চুরি গেল তার তদন্ত শুরু করেছে পুলিশ ৷ হাসপাতালের এবং ওই কোল্ড স্টোরেজের বাইরের সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে দেখছেন তদন্তকারীরা ৷ এই ঘটনায় হাসাপাতালের ভিতরের কেউ জড়িত থাকতে পারে বলে সন্দেহ করছে পুলিশ ৷ ভ্য়াকসিনের স্টোরেজে যাঁদের প্রবেশের অনুমতি ছিল তাঁদেরও জিজ্ঞাসাবাদ করছেন তদন্তকারীরা ৷

ABOUT THE AUTHOR

...view details