জয়পুর, 25 মার্চ : মাঝরাতের প্রশিক্ষণ চলাকালীন অগ্নিদগ্ধ হয়ে মারা গেলেন 3 জওয়ান ৷ সেই সঙ্গে আরও 5 জওয়ান আগুনে পুড়ে হাসাপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৷ রাজস্থানের শ্রী গঙ্গানগর জেলায় বৃহস্পতিবার ভোররাতে ঘটনাটি ঘটে ৷ জানা গিয়েছে তাঁদের গাড়িতে আগুন ধরে গিয়েছিল ৷
এই ঘটনা নিয়ে প্রতিরক্ষা জনসংযোগ আধিকারিক লেফটেন্যান্ট কর্নেল অমিতাভ শর্মা জানিয়েছেন, রাত একটা নাগাদ ক্যাম্পের জওয়ানদের যখন রাতের ট্রেনিং টাস্ক দেওয়া হচ্ছিল, ঠিক তখনই এই দুর্ঘটনা ঘটে ৷ আহতদের স্থানীয় এমএইচ সুরাতগড় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে ৷ নিহত ও আহত জওয়ানরা সবাই 47-এডি ভাটিন্ডা উইনিটের সদস্য ছিলেন ৷ এই ঘটনা কীভাবে ঘটল তা জানতে তদন্ত শুরু হয়েছে ৷