পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Yangtse Face-Off: ইয়াংজে ফেস-অফ, চিনকে সবক শেখাল ভারতীয় সেনার তিন ব্যাটেলিয়ন!

9 ডিসেম্বর কাঁটা লাগানো বিশেষ একপ্রকার অস্ত্র, লাঠি নিয়ে ভারতীয় সেনার উপর হামলা চালায় চিন সেনা ৷ ঘটনায় কোনও ভারতীয় সেনা জওয়ানের আহত হওয়ার খবর না-পাওয়া গেলেও মোক্ষম জবাব পেয়েছে চিন ৷ আর চিন সেনার তাওয়াং দখলের প্রয়াস ব্যর্থ করার পিছনে রয়েছে ভারতীয় সেনার তিনটি ভিন্ন ব্য়াটেলিয়নের ভূমিকা (3 Indian Army units involved in Yangtse face-off) ৷

Yangtse Face-Off
ইয়াংজে ফেস-অফ, চিনকে সবক শেখাল ভারতীয় সেনার তিন ব্যাটেলিয়ন!

By

Published : Dec 13, 2022, 10:22 PM IST

তাওয়াং, 13 ডিসেম্বর:লাদাখের পর অরুণাচল প্রদেশের তাওয়াং ৷ ফের সীমান্তে চিন সেনার আগ্রাসন পরখ করল ভারতীয় সেনা ৷ তাওয়াং'য়ে ভারত এবং চিনের সেনাবাহিনীর ব্যাটলকে অভিহিত করা হচ্ছে পাশেই বয়ে চলা ইয়াংজে নদীর নামানুসারে ৷ ওই অঞ্চলে ভারতীয় সেনার যে ছাউনি, তা অবিলম্বে সরিয়ে ফেলতে হবে ৷ চিন সেনার এই 'আবদার'-এর পরিপ্রেক্ষিতেই সম্প্রতি 'ইয়াংজে ফেস অফ'-এ (Yangtse Face-Off) জড়িয়ে পড়েছিল দুই দেশের সেনা ৷ যদিও ভারতীয় সেনার দাপটে তাওয়াং দখলের প্রয়াস ব্যর্থ রেখেই ফিরতে হয়েছে চিনকে ৷

9 ডিসেম্বর কাঁটা লাগানো বিশেষ একপ্রকার অস্ত্র, লাঠি নিয়ে ভারতীয় সেনার উপর হামলা চালায় চিনের পিপলস লিবারেশন আর্মি ৷ ঘটনায় কোনও ভারতীয় সেনা জওয়ানের শহিদ হওয়ার খবর না-পাওয়া গেলেও মোক্ষম জবাব পেয়েছে চিন ৷ আর চিন সেনার তাওয়াং দখলের প্রয়াস ব্যর্থ করার পিছনে রয়েছে ভারতীয় সেনার তিনটি ভিন্ন ব্য়াটেলিয়নের ভূমিকা (3 Indian Army units involved in Yangtse face-off) ৷ জম্মু অ্যান্ড কাশ্মীর রাইফেলস (Jammu and Kashmir Rifles), জাট রেজিমেন্ট (Jat Regiment) এবং শিখ লাইট ইনফ্যান্ট্রির (Sikh Light Infantry) জওয়ানদের দাপটে চিন সেনাকে তাওয়াং দখলের ইচ্ছেপূরণ অধরা রেখে ফিরতে হয় ৷

ওই তিন শতাধিক সেনা নিয়ে ভারতীয় সেনার উপর হামলা চালানো হয় বলে অভিযোগ ৷ প্রাথমিকভাবে পাথর ছুড়ে হামলার খবর পাওয়া গেলেও চিনা সেনাবাহিনীর সদস্যরা পরে কাঁটা লাগানো বিশেষ অস্ত্র, লাঠিসোটা নিয়ে হামলা চালায় বলে জানা গিয়েছে ৷ কিন্তু ভারতীয় সেনার দাপটে এলএসি থেকে পিছু হটে পিপলস লিবারেশন আর্মি ৷

আরও পড়ুন:তাওয়াং সেক্টরে ভারত-চিন সংঘর্ষে প্রাণহানি ঘটেনি, লোকসভায় বিবৃতি রাজনাথের

মঙ্গলবার তাওয়াং সেক্টর দু'দেশের সেনার সংঘর্ষ নিয়ে এদিন লোকসভায় বিবৃতি প্রদান করেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং (Rajnath Singh) ৷ তিনি জানান, ভারতীয় সেনা সাহসিকতার সঙ্গে 9 ডিসেম্বর চিনের আগ্রাসন রুখেছে ৷ ঘটনায় দু'পক্ষের কয়েকজন আহত হলেও কারও প্রাণহানি ঘটেনি ৷ আপাতত দু'তরফেই স্থিতাবস্থা বজায় রয়েছে ৷ 11 ডিসেম্বর চিনের সঙ্গে এ ব্যাপারে কূটনৈতিক স্তরে আলোচনা হয়েছে বলেও জানান প্রতিরক্ষা মন্ত্রী ৷

ABOUT THE AUTHOR

...view details