নয়াদিল্লি, 17 জুলাই: পাকিস্তান-সমর্থিত সন্ত্রাসবাদী সংগঠনের সঙ্গে কাজ করার অভিযোগে তিন রাজ্য সরকারি কর্মচারীকে বরখাস্ত করল জম্মু ও কাশ্মীর সরকার ৷ সূত্র সংবাদসংস্থা এএনআই-কে জানিয়েছে যে, ওই আধিকারিকরা জঙ্গিদের নানা রসদ সরবরাহ করতেন ও সন্ত্রাসের অর্থ জোগাড় করতেন বলে অভিযোগ রয়েছে ৷ পাশাপাশি বিচ্ছিন্নতাবাদী এজেন্ডাকে এগিয়ে নিয়ে যেতেও সন্ত্রাসবাদী সংগঠনগুলিকে ওই দুই আধিকারিক সাহায্য করতেন বলে অভিযোগ পাওয়া গিয়েছে ।
সরকার ভারতের সংবিধানের 311 (2) (সি) ধারা মেনে তিনজন সরকারি কর্মচারীকে বরখাস্ত করেছে ৷ তাঁরা হলেন, কাশ্মীর বিশ্ববিদ্যালয়ের পিআরও ফাহিম আসলাম, পুলিশ কনস্টেবল আরশিদ আহমেদ ঠোকার এবং রাজস্ব দফতরের আধিকারিক মুরাওয়াথ হুসেন মীর । সূত্র বলছে যে, তদন্তে স্পষ্টভাবে প্রমাণিত যে, তাঁরা পাক গুপ্তচর সংস্থা ইন্টার-সার্ভিস ইন্টেলিজেন্স (আইএসআই) এবং সন্ত্রাসবাদী সংগঠনের হয়ে কাজ করেছেন ।
অভিযুক্তদের মধ্যে অন্যতম ফাহিম আসলাম, যিনি কাশ্মীর বিশ্ববিদ্যালয়ে জনসংযোগ আধিকারিক হিসাবে কর্মরত ছিলেন, তিনি পাকিস্তানের আইএসআইয়ের কাছ থেকে টাকা নিয়ে ব্যবসা শুরু করার আগে জঙ্গি শাবির শাহের সহযোগী ছিলেন বলে জানা গিয়েছে ।