পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Abortion Case: লালসার শিকার কিশোরী 24 সপ্তাহের অন্তঃসত্ত্বা, গর্ভপাতের অনুমতি চাইল বম্বে হাইকোর্টের কাছে - গর্ভপাতের অনুমতি

Pregnant girl rape victim wants abortion: ছয় মাস আগে এক যুবকের লালসার শিকার হয়ে এক কিশোরী গর্ভবতী হয়ে পড়ে ৷ তার 24 সপ্তাহের গর্ভাবস্থায় গর্ভপাতের অনুমতি চেয়ে সে বম্বে হাইকোর্টের দ্বারস্থ হয়েছে ৷

Abortion Case
গর্ভপাতের অনুমতি চাইল বম্বে হাইকোর্টে

By ETV Bharat Bangla Team

Published : Nov 3, 2023, 5:59 PM IST

মুম্বই, 3 নভেম্বর: ছয় মাস আগে ওয়ার্ধা জেলায় 25 বছর বয়সি এক যুবকের লালসার শিকার হয় 17 বছরের কিশোরী ৷ তার ফলে সে গর্ভবতী হয়ে পড়ে ৷ গর্ভপাতের অনুমোদন চেয়ে এ বার বম্বে হাইকোর্টের দ্বারস্থ হয়েছে নিগৃহীতা ৷ বম্বে হাইকোর্টের নাগপুর বেঞ্চের বিচারপতি অভয় মন্ত্রী, বিচারপতি অতুল চান্দুরকার নির্দেশ দিয়েছেন যে, বিশেষজ্ঞ ডাক্তারের রিপোর্ট দেখে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে । অবিলম্বে ওই কিশোরীর শারীরিক পরীক্ষা-নীরিক্ষা করে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে হিঙ্গানঘাট সরকারি চিকিত্সক কমিটিকে ।

ছয় মাস আগে 17 বছরের ওই কিশোরীকে যৌন নির্যাতনের অভিযোগ উঠেছিল 25 বছরের এক যুবকের বিরুদ্ধে ৷ সেই ঘটনার কিছুদিন পরই গর্ভবতী হয়ে পড়ে সেই কিশোরী । তাঁর পরিবার সংশ্লিষ্ট থানায় ধর্ষণের অভিযোগ দায়ের করেন । এ ব্যাপারে পুলিশ পকসো আইনে মামলাও করেছে । কিশোরীর গর্ভপাতের জন্য চিকিৎসকের দ্বারস্থ হয় তার পরিবার ৷ কিন্তু চিকিৎসক জানিয়ে দেন যে, হাইকোর্টের অনুমতি ছাড়া এমন অবস্থায় গর্ভপাত করা যাবে না ।

চিকিৎসকের পরামর্শে নির্যাতিতার আত্মীয়রা তখন বম্বে হাইকোর্টের নাগপুর বেঞ্চের দ্বারস্থ হন । আইনজীবীরা তাঁদের পক্ষে বক্তব্য রাখেন । সরকার পক্ষের আইনজীবী যুক্তি দিয়েছিলেন যে, 25 বছর বয়সি এক যুবক কিশোরীর যৌন হেনস্থা করার পরে সে গর্ভবতী হয়েছে । তাকে সরকারি হিঙ্গনঘাট হাসপাতালে ভর্তি করা হয়েছে । পরীক্ষা করে দেখা গিয়েছে মেয়েটি 24 সপ্তাহের গর্ভবতী । তাই হাইকোর্টের অনুমতি ছাড়া গর্ভপাত করা যাবে না বলে আদালতের দ্বারস্থ হয়েছে ওই কিশোরী ৷ ওই আইনজীবী আরও জানান, মেয়েটির অবস্থা গুরুতর। এ জন্য হাইকোর্টের অনুমতি প্রয়োজন । তাই উচ্চ আদালত এ বিষয়ে আদেশ দিলে গর্ভপাত হতে পারে ।

আরও পড়ুন:26 সপ্তাহের অন্তঃসত্ত্বার ভ্রূণে অস্বাভাবিকতা আছে ? দিল্লি এইমসের রিপোর্ট তলব সুপ্রিম কোর্টের

তবে উভয়পক্ষের শুনানি শেষে হাইকোর্টের বেঞ্চ এ বিষয়ে বিশেষজ্ঞ চিকিৎসকের রিপোর্ট পেলেই সঠিক সিদ্ধান্ত নেওয়া যাবে বলে জানায় । বিচারপতি অভয় মন্ত্রীর নেতৃত্বে বিচারপতি অতুল চান্দুরকারের বেঞ্চ হিঙ্গানঘাট সরকারি হাসপাতালের মেডিক্যাল অফিসারদের নির্দেশ দেন অবিলম্বে পরীক্ষা করা উচিত এবং এ বিষয়ে আদালতে রিপোর্ট দাখিল করা উচিত। এরপর রিপোর্টের ভিত্তিতে সিদ্ধান্ত দেবেন আদালত।

এ প্রসঙ্গে সমাজকর্মী বর্ষা বিদ্যা বিলাস বলেন, "ছোট মেয়েদের উপর অত্যাচার খুবই ভয়ানক । সমাজে সচেতনতা তৈরি করা প্রয়োজন । তবে এ ধরনের ঘটনায় পুলিশ ও ভিজিল্যান্স কমিটির দ্রুত পদক্ষেপ করা উচিত ।"

ABOUT THE AUTHOR

...view details