পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Covid-19 Vaccination: করোনার লড়াইয়ে ভ্যাকসিনের 220 কোটি ডোজ দেওয়া হয়েছে, দাবি জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার

করোনা অতিমারির সঙ্গে লড়াইয়ে এখনও পর্যন্ত 220 কোটি ভ্যাকসিনের ডোজ দেওয়া হয়েছে (220 Crore Doses Administered till Monday says Jyotiraditya Scindia) ৷ আজ এমনটাই জানালেন অসামরিক বিমান পরিবহণমন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া ৷

Jyotiraditya Scindia File Image
করোনা প্রতিরোধ নিয়ে বক্তব্য পেশ জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার

By

Published : Dec 23, 2022, 12:18 PM IST

নয়াদিল্লি, 23 ডিসেম্বর: চিন-সহ বিভিন্ন দেশে করোনা অতিমারির সংক্রমণ ফের বাড়তে শুরু করেছে ৷ এই পরিস্থিতিতে আগাম সতর্কতা নেওয়া শুরু করেছে কেন্দ্র ৷ এনিয়ে শুক্রবার অসামরিক বিমান পরিবহণমন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া জানালেন, গত সোমবার পর্যন্ত দেশে 220 কোটি করোনার ভ্যাকসিনের ডোজ দেওয়া হয়েছে (220 Crore Doses Administered till Monday says Jyotiraditya Scindia) ৷ আর এই অতিমারির বিরুদ্ধে সমগ্র দেশ একত্রিত হয়ে লড়াই করেছে এবং করবে ৷ তিনি এও জানান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)-র নেতৃত্বে ‘এক দেশ এক স্বাস্থ্য’, এই লক্ষ্যে স্বাস্থ্য পরিচর্যাকে সামগ্রিক স্বাস্থ্য পরিচর্যায় পরিণত করা হচ্ছে ৷

প্রসঙ্গত, গত কয়েকদিনে যেভাবে বিদেশে করোনা সংক্রমণ বাড়তে শুরু করেছে, তাতে নতুন করে চিন্তার কালো মেঘ ঘনিয়েছে ৷ তাই গতকাল জরুরি ভিত্তিতে উচ্চপর্যায়ের বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ যে বৈঠকে তিনি দেশের সব বিমানবন্দরে বিদেশ থেকে আসা যাত্রীদের স্বাস্থ্য পরীক্ষার নির্দেশ দিয়েছেন ৷ সেই সঙ্গে নজরদারি বাড়ানোর কথাও বলেছেন ৷ এ নিয়ে শুক্রবার সাংবাদিক বৈঠকে অসামরিক বিমান পরিবহণ মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া বলেন, "আমাদের সরকারের প্রধান লক্ষ্য হল, স্বাস্থ্য পরিচর্যাকে সামগ্রিক স্বাস্থ্য পরিচর্যায় পরিণত করা ৷ আর প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা ‘এক দেশ এক স্বাস্থ্য’ ব্য়বস্থায় করোনাকে সম্মিলিতভাবে নিয়ন্ত্রণ করব ৷"

আরও পড়ুন:করোনা সংক্রমণ নিয়ে সব রাজ্যের স্বাস্থ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক মনসুখ মাণ্ডব্যর

তিনি আরও বলেন, "গত সোমবার পর্যন্ত ভারতে মোট 220টি করোনার ভ্যাকসিনের ডোজ দেওয়া হয়েছে ৷ আর এটা করোনার মতো ভয়াবহ ভাইরাসের বিরুদ্ধে দেশের লড়াইয়ের একটা অংশ ৷ প্রত্যন্ত এলাকায় রক্ত সরবরাহের জন্য ড্রোনের ব্যবহার করা হচ্ছে ৷ এমনকি ভ্যাকসিন এবং ওষুধও সরবরাহ করা হচ্ছে ড্রোনের মাধ্যমে ৷" আর স্বাস্থ্য পরিকাঠামো নিয়ে কেন্দ্রীয় মন্ত্রী জানিয়েছেন, 2014 সালে যেখানে ভারতে 6টি এইম হাসপাতাল ছিল ৷ বর্তমানে সেই সংখ্যাটা 22 হয়েছে ৷ আর এমবিবিএস-এর আসন সংখ্যা আগের থেকে 90 শতাংশ বেশি বেড়েছে ৷

ABOUT THE AUTHOR

...view details