নয়াদিল্লি, 7 নভেম্বর: দিল্লি সংলগ্ন ছাওয়ালায় অপহরণ, ধর্ষণ এবং খুনের মামলায় (2012 Chhawala Rape Case) মৃত্যুদণ্ডের সাজাপ্রাপ্ত তিনজনকে বেকসুর খালাস করল সুপ্রিম কোর্ট (Supreme Court Acquits All Three Convicts) ৷ 2012 সালের ফেব্রুয়ারি মাসের ওই ঘটনায় 3 অভিযুক্ত রবি কুমার, রাহুল এবং বিনোদকে 2014 সালের অগস্ট মাসে দিল্লি হাইকোর্ট মৃত্যুদণ্ডের সাজা (Death Penalty) দিয়েছিল ৷ সেই নির্দেশের বিরুদ্ধে অভিযুক্তরা সুপ্রিম কোর্টে আবেদন করেন ৷ সেই আবেদনের শুনানির পর, আজ অভিযুক্তদের বেকসুর খালাস করেছে শীর্ষ আদালত ৷
সংবাদ সংস্থা এএনআই-এ প্রকাশিত খবর অনুযায়ী, হরিয়ানার ছাওয়ালায় 19 বছরের এক তরুণীর রক্তাক্ত দেহ উদ্ধার হয়েছিল ৷ সেই ঘটনায় দিল্লি সংলগ্ন নজফগড়ের ছাওয়ালা থানায় একটি অভিযোগ দায়ের হয় ৷ সেই মামলায় পুলিশ অপহরণ, ধর্ষণ এবং খুনের অভিযোগে তিন অভিযুক্ত রবি কুমার, রাহুল এবং বিনোদকে গ্রেফতার করে ৷