চেন্নাই, 18 মে : তামিলনাড়ুর সালেমে ভয়াবহ দুর্ঘটনা । দু'টি বেসরকারি বাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষে আহত হয়েছেন প্রায় 30 জন সওয়ারি ৷ তাঁদের মধ্যে 3 জনের অবস্থা আশঙ্কাজনক । আহতদের সালেম ও ইদাপ্পাদির হাসপাতালে ভর্তি করা হয়েছে (Head-On Collision Between Buses In Tamil Nadu) ।
প্রাথমিকভাবে জানা গিয়েছে, একটি বাস ভুল লেনে ঢুকে পড়ে ৷ একটি বাসে লাগানো সিসিটিভিতে গোটা ঘটনাটি ধরা পড়েছে । ভিডিওতে দেখা যাচ্ছে যে বাসচালক স্বাভাবিক গতিতেই বাসটি চালাচ্ছিলেন ৷ ঠিক তখনই উলটোদিক থেকে আসা আরেকটি বাস এসে চালকের আসনের দিকে ধাক্কা মারে । নিজের আসন থেকে ছিটকে পাশের আসনে বসা যাত্রীর উপর গিয়ে পড়েন চালক ৷ আসন থেকে ছিটকে বেরিয়ে যান অন্য যাত্রীরাও ৷ চালক শেষমুহূর্তে সংঘর্ষ এড়ানোর চেষ্টা করলেও তা সম্ভব হয়নি ৷