পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

দেশে অল্প বাড়ল দৈনিক সংক্রমণ - corona in india

দৈনিক আক্রান্তের সংখ্যা বাড়ল । গত 24 ঘণ্টায় আক্রান্তের সংখ্যা 12 হাজার 899 । বুধবার দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল 11 হাজার 39 ।

12899 new covid positive cases are found in india
12899 new covid positive cases are found in india

By

Published : Feb 4, 2021, 11:33 AM IST

দিল্লি, 4 ফেব্রুয়ারি : দেশে গত 24 ঘণ্টায় কোরোনায় আক্রান্ত 12 হাজার 899 জন । বুধবার দৈনিক সংক্রমণের সংখ্যা ছিল 11 হাজার 39 জন । এনিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল 1 কোটি 7 লাখ 90 হাজার 183 জন ।

এদিকে গত 24 ঘণ্টায় কোরোনায় আক্রান্ত হয়ে 107 জনের মৃত্যু হয়েছে । গতকাল মৃত্যু হয়েছিল 110 জনের । এনিয়ে এপর্যন্ত মৃত্যু হয়েছে মোট 1 লাখ 54 হাজার 703 জনের । গত 24 ঘণ্টায় 17 হাজার 824 জন সুস্থ হয়ে উঠেছে । এখনও পর্যন্ত সুস্থ হয়ে উঠেছে 1 কোটি 4 লাখ 80 হাজার 455 জন । মোট সক্রিয় আক্রান্তের সংখ্যা 1 লাখ 55 হাজার 25 ।

দেশে কোরোনায় আক্রান্তের নিরিখে এখনও শীর্ষে রয়েছে মহারাষ্ট্র । দিন দিন বেড়েই চলেছে আক্রান্তের সংখ্যা । মোট আক্রান্ত হয়েছে 20 লাখ 33 হাজার 266 জন । সুস্থ হয়ে উঠেছে 19 লাখ 43 হাজার 335 জন । দ্বিতীয় স্থানে রয়েছে কেরালা ও তৃতীয় স্থানে কর্নাটক । কেরালায় মোট আক্রান্ত 9 লাখ 44 হাজার 709 জন । সুস্থ হয়ে উঠেছে 8 লাখ 71 হাজার 548 জন । যেখানে কর্নাটকে মোট আক্রান্তের সংখ্যা 9 লাখ 40 হাজার 596 জন । সুস্থ হয়ে উঠেছে 9 লাখ 22 হাজার 437 জন ।

আরও পড়ুন : পুরুলিয়ায় টিকা নিলেন পুলিশ প্রশাসনের আধিকারিকরা

ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিকেল রিসার্চের দেওয়া তথ্য অনুসারে, বুধবার মোট 7 লাখ 42 হাজার 841টি সোয়াবের নমুনা পরীক্ষা করা হয়েছে । এপর্যন্ত মোট 19 কোটি 92 লাখ 16 হাজার 19টি সোয়াবের নমুনা পরীক্ষা করা হয়েছে । এপর্যন্ত 44 লাখ 49 হাজার 552 জনকে প্রতিষেধক দেওয়া হয়েছে ।

ABOUT THE AUTHOR

...view details