পুনে, 2 এপ্রিল : আগামী কাল থেকে 12 ঘণ্টার কার্ফু লাগু হতে চলেছে পুনেতে ৷ মহারাষ্ট্র সরকারের তরফে এই খবর জানানো হয়েছে ৷ এক সপ্তাহ পর পরিস্থিতি পুনর্বিবেচনা করে ফের সিদ্ধান্ত নেওয়া হবে ৷
মহারাষ্ট্রের করোনা পরিস্থিতি উদ্বেগজনক ৷ লাফিয়ে লাফিয়ে বাড়ছে সেখানে করোনা আক্রান্তের সংখ্য়া ৷ এরপর আজ মহারাষ্ট্র সরকারের তরফে কার্ফু ঘোষণা করে ৷ একটি নির্দেশিকায় জানানো হয়েছে, আগামীকাল সন্ধে 6 থেকে পরেরদিন সকাল 6টা পর্যন্ত কার্ফু লাগু থাকবে ৷ আগামী শুক্রবার ফের একটি বৈঠক হবে ৷ সেখানে কার্ফু ও করোনা নিয়ে আলোচনা করা হবে ৷ তারপরে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে ৷
কী কী বন্ধ থাকবে
সন্ধে 6টা থেকে সমস্ত ধর্মীয় প্রতিষ্ঠান, বার, হোটেল, শপিং মল এবং সিনেমা হল বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে ৷ খাবারের হোম ডেলিভারি, ওষুধ এবং অত্য়াবশ্য়কীয় পণ্য় সামগ্রীর দোকান খোলা থাকবে ৷