পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

করোনার উদ্বেগ কাটতে পুনেতে 12 ঘণ্টার কার্ফু - পুনেতে কার্ফু

মহারাষ্ট্রের করোনা পরিস্থিতি উদ্বেগজনক ৷ লাফিয়ে লাফিয়ে বাড়ছে সেখানে করোনা আক্রান্তের সংখ্য়া ৷ এরপর আজ মহারাষ্ট্র সরকারের তরফে কার্ফু ঘোষণা করে ৷ একটি নির্দেশিকায় জানানো হয়েছে, আগামী কাল সন্ধে 6 থেকে পরেরদিন সকাল 6টা পর্যন্ত কার্ফু জারি থাকবে ৷

night curfew
ছবিটি প্রতীকী

By

Published : Apr 2, 2021, 4:17 PM IST

পুনে, 2 এপ্রিল : আগামী কাল থেকে 12 ঘণ্টার কার্ফু লাগু হতে চলেছে পুনেতে ৷ মহারাষ্ট্র সরকারের তরফে এই খবর জানানো হয়েছে ৷ এক সপ্তাহ পর পরিস্থিতি পুনর্বিবেচনা করে ফের সিদ্ধান্ত নেওয়া হবে ৷

মহারাষ্ট্রের করোনা পরিস্থিতি উদ্বেগজনক ৷ লাফিয়ে লাফিয়ে বাড়ছে সেখানে করোনা আক্রান্তের সংখ্য়া ৷ এরপর আজ মহারাষ্ট্র সরকারের তরফে কার্ফু ঘোষণা করে ৷ একটি নির্দেশিকায় জানানো হয়েছে, আগামীকাল সন্ধে 6 থেকে পরেরদিন সকাল 6টা পর্যন্ত কার্ফু লাগু থাকবে ৷ আগামী শুক্রবার ফের একটি বৈঠক হবে ৷ সেখানে কার্ফু ও করোনা নিয়ে আলোচনা করা হবে ৷ তারপরে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে ৷

কী কী বন্ধ থাকবে

সন্ধে 6টা থেকে সমস্ত ধর্মীয় প্রতিষ্ঠান, বার, হোটেল, শপিং মল এবং সিনেমা হল বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে ৷ খাবারের হোম ডেলিভারি, ওষুধ এবং অত্য়াবশ্য়কীয় পণ্য় সামগ্রীর দোকান খোলা থাকবে ৷

আরও পড়ুন-প্রধানমন্ত্রীকে বলব, স্বরাষ্ট্রমন্ত্রীকে আগে নিয়ন্ত্রণ করুন : মমতা

গতকাল রাতে পুনের প্রশাসনের তরফে জানানো হয়েছে, সেখানে গত 24 ঘণ্টায় করোনা আক্রান্তের সংখ্য়া 8011 ৷ তারমধ্য়ে 4 হাজারের বেশি আক্রান্ত পুনের পুর এলাকায় ৷ এই পরিস্থিতিতে নাইট কার্ফু জারি করা অত্য়ন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করেছিলেন সেখানকার প্রশাসনিক আধিকারিকরা ৷

এদিকে করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হলেন সচিন তেন্ডুলকর ৷ 6 দিন আগে তিনি করোনায় আক্রান্ত হন ৷ ডাক্তারদের পরামর্শেই এবার হাসপাতালে ভর্তি হন তিনি ৷

দিন দিন করোনা পরিস্থিতি যে পর্যায়ে পৌঁছাচ্ছে তাতে চিন্তিত কেন্দ্রীয় সরকার ৷ কয়েকদিন আগে রাজ্য়গুলির সঙ্গে একটি বৈঠকও হয় ৷ কীভাবে কোভিড নিয়ন্ত্রণ করা হবে সে-নিয়ে একটি নির্দেশিকাও জারি করা হয়েছে ৷

ABOUT THE AUTHOR

...view details