ETV Bharat / state

Lightning kills four, injures two in Malda

author img

By

Published : Sep 22, 2019, 11:50 PM IST

Four persons were killed and two injured in different incidents of the lightning strike in West Bengal's Malda district on Sunday. The two injured persons were admitted to Malda Medical College and Hospital.

Lightning kills four, injures two in Malda

Malda(WB): Four persons were killed and two injured in separate incidents of the lightning strike in West Bengal's Malda district on Sunday, a senior police officer said.

Lightning kills four and injures two in Malda

Superintendent of Police (SP) Alok Rajoria said that Hussain Alia (33) of Paranpur Uportola village, Anarul Haque (34) of Chunakhali Parampur village, Sk Hassain (17) of Chandpur Karbala village and Kisan Das(17) of Chanchal town died when lightning struck them while they were working in the field.

Two persons were injured in Chandpur village when lightning struck them, the SP said.

The two injured persons were admitted to Malda Medical College and Hospital, police said.

Also Read: NRC won't come to Bengal, nobody will be pushed out: Mamata

Malda(WB): Four persons were killed and two injured in separate incidents of the lightning strike in West Bengal's Malda district on Sunday, a senior police officer said.

Lightning kills four and injures two in Malda

Superintendent of Police (SP) Alok Rajoria said that Hussain Alia (33) of Paranpur Uportola village, Anarul Haque (34) of Chunakhali Parampur village, Sk Hassain (17) of Chandpur Karbala village and Kisan Das(17) of Chanchal town died when lightning struck them while they were working in the field.

Two persons were injured in Chandpur village when lightning struck them, the SP said.

The two injured persons were admitted to Malda Medical College and Hospital, police said.

Also Read: NRC won't come to Bengal, nobody will be pushed out: Mamata

Intro:মালদা, ২২ সেপ্টেম্বরঃ বজ্রাঘাতে মৃত্যু হল এক কিশোর সহ চারজনের। গুরুতর আহত অবস্থায় মালদা মেডিকেলে ও চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন আরও ৮ জন। গোটা ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে চাঁচল ও রতুয়ায়।Body:আজ দুপুরে রতুয়া ২ ব্লকের পরাণপুরের ইদগাহ সংলগ্ন জমিতে টম্যাটো চাষ করছিলেন কিছু কৃষক। হঠাৎ বজ্রপাতের সঙ্গে মুষলধারে বৃষ্টি শুরু হয়। বৃষ্টি থেকে বাঁচতে কৃষকেরা আশ্রয় নেন স্থানীয় একটি কুটির ঘরে। কিছু সময়ের মধ্যেই সেখানে বজ্রপাত হয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় হাসান আলির (৩০)। আহতদের উদ্ধার করে রতুয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা আনারুল হক (৩০) ও সেখ হোসেনকে (২৫) মৃত বলে ঘোষণা করেন। আশঙ্কাজনক অবস্থায় দুজনকে রেফার করা হয় মালদা মেডিকেলে।
স্থানীয় এক বাসিন্দা মহঃ আলিকুল আলম জানান, “আজ দুপুরে পরাণপুর ইদগাহের মাঠে চাষাবাদ করছিল কিছু কৃষক। হঠাৎ মুষলধারে বৃষ্টিপাত শুরু হলে সকলেই স্থানীয় একটি কুটিরে আশ্রয় নেয়। কিছুক্ষণের মধ্যেই ওই কুটিরে বজ্রপাত হলে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা হলে আরও দুজনের মৃত্যু হয়। আশঙ্কাজনক অবস্থায় দুজনকে মালদা মেডিকেলে রেফার করা হয়েছে।”
অন্যদিকে, চাঁচলের শ্রীরামপুরে বজ্রাঘাতে মৃত্যু হয়েছে এক কিশোরের। মৃত কিশোরের নাম কিষাণ দাস (১৭)। জানা গিয়েছে, শ্রীরামপুরের একটি জমিতে চাষ করছিলেন কিছু কৃষক। মুষলধারে বৃষ্টি শুরু হলে তাঁরা স্থানীয় একটি মন্দিরে আশ্রয় নেয়। হঠাৎ সেখানে বজ্রপাত হলে ৫ জন গুরুতর আহত হয়। আহতদের চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে আসা হলে কিষাণ দাস নামে এক কিশোরকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। আশঙ্কাজনক অবস্থায় রহিম আলি ও শুক্রু মহম্মদকে মালদা মেডিকেলে রেফার করা হয়েছে।
Conclusion:স্থানীয় এক বাসিন্দা জানান, “দুপুর ৩টে নাগাদ বজ্রপাত সহ বৃষ্টিপাত শুরু হয়। মাঠে কর্মরত কৃষকেরা সেই সময় স্থানীয় একটি মন্দিরে আশ্রয় নেয়। হঠাৎ সেখানে বজ্রপাত হওয়ায় ৫-৬জন গুরুতর আহত হয়। তাঁদের চাঁচলসুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসক এক কিশোরকে মৃত বলে ঘোষণা করেন। আশঙ্কাজনক অবস্থায় দুজনকে মালদায় রেফার করা হয়েছে।”
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.