ETV Bharat / state

Heavy rain to hit UP today

IMD said that heavy rain with lightning is likely to occur in various parts of UP during the next few hours on January 14.

rain to hit UP
Representative Image
author img

By

Published : Jan 14, 2020, 1:15 PM IST

Lucknow: Rain or thundershowers accompanied by lightning is very likely to take place during the next three hours at several parts of Uttar Pradesh on Tuesday.

The India Meteorological Department (IMD) said that rain or thundershowers are likely at a few places over Bareilly, Pilibhit, Lakhimpur Kheri, Sitapur, Hardoi, Kannauj, Barabanki, Bahraich, Gonda, Raebareli, Unnao, Lucknow districts and adjoining areas.

Also read: After J&K cop's arrest, Cong calls for fresh look into Pulwama attack

According to IMD, maximum and minimum temperatures recorded in Lucknow were 16 and 6.2 degrees Celsius respectively on Monday.

Lucknow: Rain or thundershowers accompanied by lightning is very likely to take place during the next three hours at several parts of Uttar Pradesh on Tuesday.

The India Meteorological Department (IMD) said that rain or thundershowers are likely at a few places over Bareilly, Pilibhit, Lakhimpur Kheri, Sitapur, Hardoi, Kannauj, Barabanki, Bahraich, Gonda, Raebareli, Unnao, Lucknow districts and adjoining areas.

Also read: After J&K cop's arrest, Cong calls for fresh look into Pulwama attack

According to IMD, maximum and minimum temperatures recorded in Lucknow were 16 and 6.2 degrees Celsius respectively on Monday.

Intro:স্কুলের বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতায় ছোঁড়া জ্যাভলিনের ফলা মাথায় ঢুকে গুরুতর আহত হল স্কুলেরই ষষ্ঠ শ্রেণীর ্ এক ছাত্র। সোমবার দুপুরে ঘটনাটি ঘটে শ্যামপুরের নওদা নয়নচন্দ্র বিদ্যাপীঠের স্কুল মাঠে। জ্যাভলিনের ফলাটি সৌরদীপ নামে ওই ছাত্রের মাথার ডানদিক থেকে ঢুকে যায় ও মাথার মধ্যেই আটকে থাকে। বর্তমানে এসএসকেএম হাসপাতালে তার চিকিৎসা চলছে।
Body:স্কুল কর্তৃপক্ষের দাবি জ্যাভলিন থ্রো ট্র্যাকের মধ্যে সৌরদীপ হঠাৎ ঢুকে পড়ায় এই দূর্ঘটনাটি আচমকাই ঘটে যায়। দ্রুত তাকে আনা হয় উলুবেড়িয়া মহকুমা হাসপাতালে। সেখানে তার প্রাথমিক চিকিৎসার পর কলকাতায় স্থানান্তরিত করেন চিকিৎসকরা। তাকে নিয়ে যাওয়া হয় কলকাতার এস এস কে এম হাসপাতালে। সেখানে সে ভর্তি রয়েছে। শ্যামপুর উত্তর চক্রের স্কুল পরিদর্শক অমিত দাস বলেন আমরা উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। তাদের নির্দেশ মত ব্যবস্থা নেওয়া হচ্ছে। স্কুল কর্তৃপক্ষের কোনো গাফিলতি রয়েছে কিনা সেটা ও খতিয়ে দেখা হচ্ছে।
স্কুল সূত্রে জানা গিয়েছে গত কয়েক দিন ধরে ওই স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা চলছে। আজ সোমবার ছিল শেষ দিন। প্রতিযোগিতা চলছিল স্কুলেরই মাঠে। সেখানে অন্যান্য ক্রীড়া প্রতিযোগিতা ও চলছিল। মাঠের একদিকে হচ্ছিল জ্যাভলিন প্রতিযোগিতা। সে জন্য জ্যাভলিন প্রতিযোগিতার ট্র্যাক রীতিমতো নিরাপত্তার ঘেরাটোপে রাখা ছিল বলেই স্কুল কর্তৃপক্ষের দাবি। তাদের বক্তব্য জ্যাভলিন ট্র্যাকটি যথেষ্ট দূরত্বের মধ্যে ছিল। স্বেচ্ছাসেবীরা ট্রা্কটি ঘিরে রেখেছিল। স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অরুণাভ বাজানি বলেন, জ্যাভলিন প্রতিযোগিতা চলছিল দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদের। এক প্রতিযোগী জ্যাভলিন ছোঁড়ে। তখনই সৌরদীপ ট্র্যাকের মধ্যে হঠাৎই ঢুকে পড়ে ও জ্যাভলিনের ফলাটি সৌরদীপের মাথার ডান দিকে ঢুকে যায়। স্কুলেরই ষষ্ঠ শ্রেণীর ছাত্র সৌরদীপ মাটিতে লুটিয়ে পড়ে। বন্ধ হয়ে যায় প্রতিযোগিতা। দ্রুত নিয়ে আসা হয় উলুবেড়িয়া মহকুমা হাসপাতালে। সেখান থেকে নিয়ে যাওয়া হয় কলকাতা। সৌরদীপের বাড়ি বাগনান থানার হাল্লান গ্রাম পঞ্চায়েতের ভবানীপুর। সৌরদীপের বাবা সতীশ বেরা বেরা খবর পেয়ে আসেন। তিনিও যান এসএসকেএমে। সতীশবাবু পেশায় কাঠের আসবাবপত্রের পালিশ মিস্ত্রি।Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.