ETV Bharat / state

Villagers turn artisans, paint their houses as part of festival

Residents in West Bengal's Purulia village has painted their houses as part of a festival. The colours are prepared from plant derived colours.

Villagers turn artisans, paint their houses as part of festival
author img

By

Published : Aug 12, 2019, 5:04 PM IST

Updated : Aug 12, 2019, 5:24 PM IST

Purulia: Home to self-made artisans, the Sugnibasa village residents come together every year to beautify their homes by simply painting their walls.

As part of a festival celebration, along with a cleaning drive, people paint their home walls as well.

Here, the residents aim to keep their houses 'colourful' and 'clean'.

Unfortunately, this village lacks sanitation facilities with no toilets even in one household.

One of the residents, Ashtami Kisku says, "This is an annual ritual and we basically do this to beautify our houses."

These self-made artists, receive no special allowance but gather resources with the little money they own.

Another female resident, Ramani Kisku says, "We make various colours and paint the walls ourselves without any external help."

She also said that the paintings typically depict folklores and fables from legends.

The coloured paintings along with clean surroundings provides a pictureque view of the village.

READ: Google Doodle celebrates Vikram Sarabhai's 100th birthday

Purulia: Home to self-made artisans, the Sugnibasa village residents come together every year to beautify their homes by simply painting their walls.

As part of a festival celebration, along with a cleaning drive, people paint their home walls as well.

Here, the residents aim to keep their houses 'colourful' and 'clean'.

Unfortunately, this village lacks sanitation facilities with no toilets even in one household.

One of the residents, Ashtami Kisku says, "This is an annual ritual and we basically do this to beautify our houses."

These self-made artists, receive no special allowance but gather resources with the little money they own.

Another female resident, Ramani Kisku says, "We make various colours and paint the walls ourselves without any external help."

She also said that the paintings typically depict folklores and fables from legends.

The coloured paintings along with clean surroundings provides a pictureque view of the village.

READ: Google Doodle celebrates Vikram Sarabhai's 100th birthday

Intro:পুরুলিয়া : একসময় গ্রামের নাম ছিল সুখনিবাস l এখন অপভ্ৰংশে নাম হয়েছে সুগনিবাসা l যে নামেই ডাকা হোক না কেন এগ্রামে বাস করা যে সুখের তা গ্রামে গেলেই বোঝা যায় l কোনো শিল্পী নন, শিল্পী ভাতাও পান না তারা l স্বচ্ছ ভারত মিশন বা মিশন নির্মল বাংলার নাম শোনার দরকার হয়নি তাঁদের l এমনিতেই ঝাঁ চকচকে রাস্তাঘাট, পুরুলিয়ার প্রাকৃতিক সৌন্দর্য্য, প্রাচীন ঐতিহ্য, দেওয়ালে মন ভালো করে দেওয়া ছবি আর সুন্দর সাজানো ঘরবাড়ি lBody:জঙ্গলমহলের প্রান্তিক পুরুলিয়া জেলার হুড়া থানার এই গ্রামে পুরোপুরি আদিবাসী সাঁওতালদের বসবাস l গ্রামে রয়েছে একটি প্রাথমিক বিদ্যালয়, অঙ্গনওয়াড়ি কেন্দ্র এবং একটি ক্লাব l গ্রামবাসীদের দাবি বংশানুক্রমে তারা গ্রামকে সাজানোর পাঠ পেয়েছেন ফলে এখন আর কাউকে বলতে হয় না কিভাবে দেওয়াল রাঙাতে হবে l আবার এই দেওয়াল চিত্রে কোনো রাসায়নিক রংও ব্যবহার হয় না l খড় পুড়িয়ে, গিরি মাটি দিয়ে, গোবর, পাতার সবুজ রং বার করে এবং নানা রঙের সিরামিক যুক্ত মাটি থেকে ঘর রাঙান তারা l দারিদ্রতা আছে কিন্তু সদিচ্ছার অভাব নেই l তাই রাস্তা এমনভাবে তৈরী করেছেন তারা যাতে বর্ষায় রাস্তায় জল না জমে যায় l গ্রামের দাওয়াই আড্ডা হয় l কিন্তু সেখান থেকেও কেউ এঁটো থালাপাতা ফেলে দেন না রাস্তায় l তার জন্য পৃথক গোবর কুঁড় (আবর্জনা ফেলার জায়গা) আছে l অবশ্যই একটি জিনিস খারাপ লাগবে তা হল ওই গ্রামের অধিকাংশ বাড়িতেই শৌচালয় নেই l জঙ্গলের প্রান্তে পুকুরপাড়ে সেই একটিমাত্র কাজ সারতে হয় তাঁদের l তবে সেখানেও যত্রতত্র নয় l Conclusion:এ বিষয়ে গ্রামের বাসিন্দা সুখু মান্ডি, অষ্টমী কিস্কু, রমণী কিস্কুরা জানান, "প্রাকৃতিক রং, গোবর এবং খড়িমাটির রং দিয়ে সাজানো হয় দেওয়াল l পূর্বপুরুষদের আমল থেকে এভাবেই গ্রামকে সাজিয়ে তোলা হয় l এর জন্য নিজেদের ট্যাঁকের সামান্য পয়সা আর পরিশ্রম l গ্রামের কেউই যত্রতত্র নোংরা আবর্জনা ফেলে না l আবর্জনা ফেলার জন্য নির্দিষ্ট জায়গা আছে l এর মূল কারণ হল গ্রাম স্বচ্ছ থাকলে গ্রামের মানুষের মনটাও স্বচ্ছ থাকবে l তবে সরকারি সহযোগিতা পেলে আরও ভালো কিছু করে দেখাতে পারতাম l"

অন্যদিকে পুরুলিয়া জেলা পরিষদের সভাধিপতি সুজয় বন্দোপাধ্যায় বলেছেন "ওদের কাছ থেকে অনেক কিছু শেখার আছে l ওরা যা পারে আমরা তা পারি না l আদিবাসীদের একটা বৈশিষ্ট হল ওরা সাধারণের থেকে অনেক বেশি স্বচ্ছ থাকে l সরকারি প্রচার ওদের স্বচ্ছতার দৃষ্টিভঙ্গিকে উন্মত করেছে l"

এবছর ভালো বৃষ্টি হয়নি বৃষ্টি হলে মেটে দেওয়ালের উপর লেখা সুন্দর ছবিগুলি ধুয়ে যায় l তাতে অবশ্য আফসোস নেই আদিবাসীদের কারণ বর্ষা পেরোলেই আসে বাঁদনা পরব l আর তখন ঘরকে তো নতুন করে সাজিয়ে তুলতেই হয় l
Last Updated : Aug 12, 2019, 5:24 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.