ETV Bharat / state

'Life first, money later' – horrified migrant labourers rush back to Bengal from Kashmir

The killing of five labourers from West Bengal in south Kashmir's Kulgam area has sent shivers down the spine of many other labourers and daily wage earners in the hilly Union Territory, and most of them are making their way back home as "life comes first, money later".

'Life first, money later' – horror-stricken migrant labourers rush back to Bengal from Kashmir
author img

By

Published : Nov 4, 2019, 11:30 PM IST

Malda (West Bengal): Sitting outside his house in Nayabasti area of Malda district in West Bengal, Ataul Sheikh recounted the ordeal he and several others like him had gone through as migrant labourers in Kashmir Valley after the murder of five daily wagers from the same district in south Kashmir's Kulgam area on the fateful night of October 29.

'Life first, money later' – horrified migrant labourers rush back to Bengal from Kashmir

"I and my son had to hide in another person's house a day after the incident happened in Kulgam until we made our way back home. The site of the killings was barely six kilometres away from our rented accommodation. Even the security forces were asking us to leave. Life comes first, money later," said Sheikh.

The visibly shaken labourer added, "Words were doing rounds that those who were renting out rooms to migrant labourers, will be penalised with five years of imprisonment and a fine of Rs 21 lakh if any of their tenants died. Since then, even the landlords wanted us to leave. We cannot go back to Kashmir.”

A migrant worker in Kashmir earns anywhere between Rs. 700 and 800 per day, an amount that is nowhere close to what they earn back home. It is this financial opportunity that drives hundreds of casual labourers from remote rural areas of West Bengal to the Valley, which make their home for around ten months every year.

"We are losing out on a lot of money. We are unable to understand the reason behind the murders. We came back out of fear, otherwise, we would have gotten work for another three to four months," said Sheikh.

Sheikh is just one among several other workers who headed back home after the October 29 killings.

As many as 131 labourers are returning from Jammu and Kashmir to West Bengal after the West Bengal government agreed to facilitate their return following the violence. Most of the labourers are from Malda and Murshidabad districts.

The fear is so deep-rooted now that some of these workers didn't even wait for the government to take an initiative.

Around 400 migrant workers from the Nayabasti area of Nowda-Jadupur gram panchayat in Kaliachak -1 block of Malda district have started returning from Kashmir.

Saherul Sheikh, Asidur Sheikh and others from Malda have similar stories to share.

Also read: Devotees flout NGT order, enter lake premises for Chhath Puja

Asidur was attacked by robbers recently and he is carrying that trauma with him along with the recent incidents.

“First is life. Money comes later. This time we will try our luck in Kerala. No more of Kashmir,” he said.

When asked if they have tried working in their state, Asidur said, “What are the options here? And even if we get something here, who would pay the amount we get outside? Moreover, to get a job in West Bengal, we need to shell out a portion from our earnings to the middlemen. At least that is not the case, outside."

Malda (West Bengal): Sitting outside his house in Nayabasti area of Malda district in West Bengal, Ataul Sheikh recounted the ordeal he and several others like him had gone through as migrant labourers in Kashmir Valley after the murder of five daily wagers from the same district in south Kashmir's Kulgam area on the fateful night of October 29.

'Life first, money later' – horrified migrant labourers rush back to Bengal from Kashmir

"I and my son had to hide in another person's house a day after the incident happened in Kulgam until we made our way back home. The site of the killings was barely six kilometres away from our rented accommodation. Even the security forces were asking us to leave. Life comes first, money later," said Sheikh.

The visibly shaken labourer added, "Words were doing rounds that those who were renting out rooms to migrant labourers, will be penalised with five years of imprisonment and a fine of Rs 21 lakh if any of their tenants died. Since then, even the landlords wanted us to leave. We cannot go back to Kashmir.”

A migrant worker in Kashmir earns anywhere between Rs. 700 and 800 per day, an amount that is nowhere close to what they earn back home. It is this financial opportunity that drives hundreds of casual labourers from remote rural areas of West Bengal to the Valley, which make their home for around ten months every year.

"We are losing out on a lot of money. We are unable to understand the reason behind the murders. We came back out of fear, otherwise, we would have gotten work for another three to four months," said Sheikh.

Sheikh is just one among several other workers who headed back home after the October 29 killings.

As many as 131 labourers are returning from Jammu and Kashmir to West Bengal after the West Bengal government agreed to facilitate their return following the violence. Most of the labourers are from Malda and Murshidabad districts.

The fear is so deep-rooted now that some of these workers didn't even wait for the government to take an initiative.

Around 400 migrant workers from the Nayabasti area of Nowda-Jadupur gram panchayat in Kaliachak -1 block of Malda district have started returning from Kashmir.

Saherul Sheikh, Asidur Sheikh and others from Malda have similar stories to share.

Also read: Devotees flout NGT order, enter lake premises for Chhath Puja

Asidur was attacked by robbers recently and he is carrying that trauma with him along with the recent incidents.

“First is life. Money comes later. This time we will try our luck in Kerala. No more of Kashmir,” he said.

When asked if they have tried working in their state, Asidur said, “What are the options here? And even if we get something here, who would pay the amount we get outside? Moreover, to get a job in West Bengal, we need to shell out a portion from our earnings to the middlemen. At least that is not the case, outside."

Intro:মালদা, ০৪ নভেম্বর : দৈনিক রোজগার ৭০০ থেকে ৮০০ টাকা৷ কিন্তু এই রাজ্যে তার কিছুই জোটে না৷ তাই মালদা জেলার কয়েক হাজার পরিযায়ী শ্রমিকের কাজের ঠিকানা কাশ্মীর৷ বছরের প্রায় ১০ মাস সেখানেই চলে তাদের জীবনযাপন৷ কিন্তু এখন পরিস্থিতি আলাদা৷ গত ২৯ অক্টোবর দক্ষিণ কাশ্মীরের কুলগামে জঙ্গিদের এলোপাতাড়ি গুলি প্রাণ কেড়ে নেয় পাশের মুর্শিদাবাদ জেলার ৫ শ্রমিকের৷ এরপরেই কাশ্মীর ছেড়ে পালাতে শুরু করে এই রাজ্যের পরিযায়ী শ্রমিকরা৷ রাজ্য সরকারও সেই শ্রমিকদের ঘরে ফিরিয়ে আনতে উদ্যোগ নেয়৷ গত শনিবার রাজ্য সরকার দাবি করে, সরকারি উদ্যোগে কাশ্মীর থেকে ফিরিয়ে নিয়ে আসা হয়েছে ১৩৮ জন পরিযায়ী শ্রমিককে৷ তবে তাদের মধ্যে মালদার কোনও শ্রমিক ছিল কিনা তা জানা যায়নি৷


Body:অবশ্য ঘরে ফিরে আসতে সরকারের উপর ভরসা করেনি কালিয়াচক ১ ব্লকের নওদা যদুপুর গ্রাম পঞ্চায়েতের নয়াবস্তি গ্রামের পরিযায়ী শ্রমিকরা৷ এই গ্রাম থেকে প্রায় ৪০০ শ্রমিক প্রতি বছর কাশ্মীরে কাজ করতে যায়৷ গত কয়েকদিন ধরে নিজেদের উদ্যোগেই সেখান থেকে গ্রামে ফিরতে শুরু করেছে তারা৷ তবে কাশ্মীরের বর্তমান পরিস্থিতি নিয়ে কেউ সংবাদমাধ্যমের সামনে মুখ খুলতে রাজি নয়৷ কেন? এক শ্রমিকের কথায়, “এই রাজ্যে কাজ নেই৷ কাজ থাকলেও মজুরি তেমন মেলে না৷ তাই আমাদের বাইরে কাজ করতে যেতেই হবে৷ এখন সংবাদমাধ্যমের সামনে মুখ খুললে সেই ছবি দেখতে পাবে সবাই৷ জঙ্গিরা তো শুধু কাশ্মীরে নেই, তাদের লোকজন ছড়িয়ে রয়েছে গোটা দেশেই৷ বাইরে কাজে গিয়ে যদি আক্রমণ নেমে আসে, তার দায়িত্ব কে নেবে? তাই ক্যামেরার সামনে আসব না৷”
অনেক সাধ্যসাধনার পর অবশেষে ক্যামেরার সামনে মুখ খুলতে রাজি হলেন আতাউল শেখ৷ ১৫ বছর ধরে কাশ্মীরে শ্রমিকের কাজ করতে যাচ্ছেন তিনি৷ মিনিট দশেক আগেই ছেলে মাসরুফকে নিয়ে বাড়ি ফিরেছেন তিনি৷ তাঁদের সঙ্গে ঘরে ফিরেছেন গ্রামের আরও দু’জন৷ দীর্ঘ যাত্রার শেষে স্নান করে মুখোমুখি হলেন ইটিভি ভারতের সামনে৷ তিনি বললেন, “প্রতিবারের মতো এবারও কাশ্মীরে কাজে গিয়েছিলাম৷ নিজের উদ্যোগেই আজ বাড়ি ফিরেছি৷ এই গ্রামের প্রায় ৪০০ জন কাশ্মীরে কাজে গিয়েছিল৷ কাশ্মীরে এখন যা পরিস্থিতি তাতে আমরা বাড়ি ফিরে আসতে বাধ্য হয়েছি৷ এতে আমাদের মতো শ্রমিকদের বিপুল পরিমাণ আর্থিক ক্ষতি হল৷ সেখানে একজন শ্রমিকের দিনে ৭০০-৮০০ টাকা উপার্জন হত৷ কিন্তু কী আর করা যাবে! আগে তো প্রাণ! ওই রাজ্যে পরিযায়ী শ্রমিকদের যেখানে সেখানে মেরে ফেলা হচ্ছে৷ প্রাণভয়ে আমরা বাড়ি ফিরে এসেছি৷ এখনও প্রায় দেড় মাস আমাদের কাজ ছিল৷ ঘটনার পরদিন রাতে অন্যজনের বাড়িতে লুকিয়ে ছিলাম৷ সেখান থেকে সকালে গাড়ি ধরে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম৷ কারণ, আমরা যেখানে ছিলাম, সেখান থেকে মাত্র ৬ কিলোমিটার দূরে ঘটনা ঘটেছিল৷ সেখানে ভারতীয় সেনারাও ভিন রাজ্যের শ্রমিকদের বাড়ি ফিরে যেতে বলছে৷ কোনও বাড়িতে ভাড়া থাকা বাঙালি কিংবা বিহারি এভাবে মারা গেলে বাড়ির মালিককে ২১ লক্ষ টাকা ক্ষতিপূরণ সহ ৫ বছরের কারাদণ্ডের নির্দেশের কথা ছড়িতে পড়লে বাড়িওয়ালারাও শ্রমিকদের ঘরে ফিরে যেতে বলেছে৷ আর কাশ্মীরে যাওয়া যাবে না৷”


Conclusion:একই বক্তব্য কাশ্মীর থেকে ঘরে ফিরে আসা সাহেরুল শেখ, আসিদুর শেখদেরও৷ জানা গেল, সম্প্রতি আসিদুরও একদিন দুষ্কৃতীদের খপ্পরে পড়েছিল৷ তারা তাকে মারধরও করে৷ বাড়ি ফিরে যাওয়ার নির্দেশ দেয়৷ সেই আতঙ্ক এখনও তাড়া করে বেড়াচ্ছে তাকে৷ তাই এবার সে কাশ্মীর থেকে কেরালার দিকে মুখ ঘুরিয়েছে৷ তার কথায়, আগে প্রাণ, তারপর অর্থ৷ তাই আর কাশ্মীর নয়, এবার কেরালা৷ কিন্তু এই রাজ্যেই নয় কেন? আরও অনেকের মতো আসিদুরেরও একই উত্তর৷ “এখানে কাজ কই? কাজ পেলেও ভিন রাজ্যের মতো মজুরি কে দেবে? এখানে মজুরির একাংশ তো দালালদের হাতে তুলে দিতে হবে৷ বাইরে অন্তত সেসব নেই৷”

For All Latest Updates

TAGGED:

malda
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.