রাজ্যসভায় বিদায়ী সাংসদদের উদ্দেশ্যে বক্তৃতা দিচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

By ETV Bharat Bangla Team

Published : Feb 8, 2024, 11:31 AM IST

Updated : May 8, 2024, 11:17 AM IST

thumbnail

আজ রাজ্যসভার 56 জন সাংসদের বিদায়ী পর্বে বক্তৃতা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ এই পর্বে কংগ্রেসের রাজ্যসভার সাংসদ প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং অবসর নিচ্ছেন ৷ গতকালও তিনি সংসদের উচ্চকক্ষে রাষ্ট্রপতির বক্তৃতার পরিপ্রেক্ষিতে ধন্যবাদ জ্ঞাপন বক্তৃতা দিয়েছেন ৷ এই অধিবেশন চলবে আগামী 10 ফেব্রুয়ারি পর্যন্ত ৷ এদিন তিনি কংগ্রেসকে ফের আক্রমণ করেন ৷ তিনি সাফ ঘোষণা করেন, 2024 সালের লোকসভা নির্বাচনে বিজেপি কমপক্ষে 370টি আসন পাবে ৷ আর এনডিএ জোট 400টিরও বেশি আসনে জয়ী হবে ৷ আবারও তৃতীয় বার ক্ষমতায় ফিরবে বিজেপি ৷ এর আগে 5 ফেব্রুয়ারি সোমবার প্রধানমন্ত্রী লোকসভায় ধন্যবাদ জ্ঞাপন বক্তৃতা দেন ৷ এবছরের বাজেট অধিবেশন শুরু হয় 31 জানুয়ারি ৷

Last Updated : May 8, 2024, 11:17 AM IST

ABOUT THE AUTHOR

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.