আগুনে ভষ্মীভূত চা শ্রমিকের বাড়ি, পাশে দাঁড়ালেন পদ্মশ্রী করিমূল হক - চা শ্রমিকের বাড়ি
🎬 Watch Now: Feature Video
Published : Feb 21, 2024, 12:25 PM IST
Massive Fire in Jalpaiguri: ভয়াবহ আগুনে ভষ্মীভূত হয়ে গেল এক চা-বাগান শ্রমিকের বাড়ি । ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে ক্রান্তি ব্লকের ধলাবাড়ি গ্রামে । মঙ্গলবার সন্ধ্যায় অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে আলেয়া খাতুন নামে ওই চা শ্রমিকের বাড়িতে । এ দিন সন্ধ্যায় রান্নার কাজ করছিলেন তিনি ৷ ঠিক সেই সময়ই শোওয়ার ঘরে আগুন লাগে বলে জানা গিয়েছে । আগুন দেখতে পেয়ে গ্রামবাসীরা ঘটনাস্থলে আসেন ৷ তারা জল এবং বালি ছিটিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন । কিন্তু আগুন নিয়ন্ত্রণে আসার আগেই শোওয়ার ঘরটি পুড়ে ছাই হয়ে যায় । খবর পেয়ে ঘটনাস্থলে আসেন ক্রান্তি থানার ওসি বুদ্ধদেব ঘোষ । তিনি পরিবারটিকে নিজস্ব উদ্যোগে কিছু আর্থিক সহায়তা করার আশ্বাস দেন ৷ পাশাপাশি প্রশাসনিকভাবে সরকারি সহায়তা পেতে সাহায্য করবেন বলেও পরিবারের সদস্যদের আশ্বস্ত করেছেন ওসি । খবর পেয়ে ঘটনাস্থলে আসেন পদ্মশ্রী পুরস্কারপ্রাপক সমাজসেবী করিমূল হকও । তিনিও ক্ষতিগ্রস্ত পরিবারটির পাশে থাকবেন বলে জানান ৷ একই সঙ্গে সংবাদমাধ্যমের দ্বারা মানুষকে ওই পরিবারের পাশে থাকার আবেদন করেন তিনি । তবে কী করে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল, তা এখনও স্পষ্ট নয় ।