দহন জ্বালায় প্রলেপ, স্বস্তির বৃষ্টিতে ভিজল ইস্পাতনগরী - Rain in Durgapur

By ETV Bharat Bangla Team

Published : Jun 11, 2024, 8:13 PM IST

thumbnail
দুর্গাপুরে ঝমঝমিয়ে বৃষ্টি (নিজস্ব ভিডিয়ো)

বেশ কয়েকদিন ধরেই কাঠফাটা গরমে হাঁসফাঁস করছিল জনজীবন । তাপপ্রবাহের জেরে একরকম ওষ্ঠাগত হয়ে উঠেছিল প্রাণ ৷ সকাল হতে না হতেই প্রবল খরতাপে দুর্গাপুরের রাস্তাঘাট একেবারে শুনশান হয়ে পড়ছিল । তেমনই সন্ধ্যার পরে রাতেও তাপমাত্রার পারদ যেন নামছিল না ৷ এহেন দগ্ধ আবহাওয়াতে নাজেহাল দশায় দীর্ঘ বেশ কয়েকদিন কাটার পর অবশেষে মঙ্গলবার বিকেলে ঘন কালো মেঘে ঢেকে যায় আকাশ । প্রবল বজ্রবিদ্যুৎ-সহ শুরু হয় মুষলধারে বৃষ্টি । তার সঙ্গে পাল্লা দিয়ে বইতে শুরু করে ঝোড়ো হাওয়া ৷ যার জেরে দুর্গাপুর স্টিল টাউনশিপের বেশ কয়েকটি রাস্তার উপর উপড়ে পড়ে গাছ । তবে দীর্ঘ গরম শেষে এদিনের বৃষ্টিতে স্বস্তি ফিরেছে ইস্পাতনগরীতে ৷ 

ABOUT THE AUTHOR

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.