মাকে নিয়ে বুথের প্রথম ভোটার পুরুলিয়ার বিজেপি প্রার্থী - Lok Sabha Election 2024 - LOK SABHA ELECTION 2024
🎬 Watch Now: Feature Video
Published : May 25, 2024, 12:25 PM IST
Purulia BJP Candidate Jyotirmay Singh Mahato: শনিবার ষষ্ঠ দফার নির্বাচনে সকাল সকাল নিজের ভোটদান করলেন পুরুলিয়ার বিজেপি প্রার্থী জ্যোতির্ময় সিং মাহাতো। এ দিন ওই বুথে প্রথম ভোট দেন প্রার্থী নিজেই । সঙ্গে ছিলেন তাঁর মা অম্বিকা মহাপাত্র ৷ এ দিন পুরুলিয়ার বাঘমুণ্ডি বিধানসভার পুস্তি গ্রামে মাকে সঙ্গে নিয়ে ভোট দিতে আসেন গত লোকসভা নির্বাচনে জয়ী তথা বিদায়ী সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো ৷ সকলের সঙ্গে লাইনে দাঁড়িয়েই 120 নম্বর বুথে ভোট দেন এই বিজেপি প্রার্থী ৷ প্রথমে তিনি তারপর তাঁর মা ভোটদান করেন ৷
জ্যোতির্ময় সিং মাহাতো ভোট দিয়ে বেরিয়ে এসে জানান, গণতন্ত্রের পক্ষে ভোট দিয়েছেন ৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ডাকে 400 আসন পার হয়ে যাবে বিজেপি-র ৷ জেলায় 3 লক্ষের বেশি ভোট পাবে বিজেপি বলেও আশাবাদী তিনি ৷ সারাদিনে বুথে বুথে ঘুরে বেরান ৷ কোন গণ্ডগোলের অভিযোগ পেলে সেখানেও যাবেন বলে জানান প্রার্থী ৷