আরজি কর-কাণ্ডে সুবিচারের দাবিতে পথে জুনিয়র ডাক্তাররা, বুধের রাতে প্রদীপ হাতে প্রতিবাদের ডাক - RG Kar Doctor Rape and Murder
🎬 Watch Now: Feature Video
Published : Sep 4, 2024, 11:20 AM IST
RG Kar Protest Rally: আরজি কর-কাণ্ডে সুবিচারের দাবিতে দুর্গাপুরবাসীকে সামিল হওয়ার ডাক জুনিয়র ডাক্তারদের ৷ বুধবার রাত 9টা থেকে 10টা পর্যন্ত ঘরের আলো বন্ধ করে মোমবাতি বা প্রদীপ নিয়ে প্রতিবাদ করার আহবান করা হয়েছে ৷ আরজি করে চিকিৎসক পড়ুয়া ধর্ষণ ও খুনের সুবিচারের দাবিতে দুর্গাপুরে ফের পথে নামেন বিভিন্ন বেসরকারি হাসপাতালের জুনিয়র ডাক্তাররা ৷ মঙ্গলবার সন্ধ্যায় দুর্গাপুরের ভগৎ সিং মোড় থেকে চন্ডিদাস পর্যন্ত প্রতিবাদ মিছিল করলেন তাঁরা । পাশাপাশি মিছিল থেকে লিফলেট বিলি করে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডাক্টর ফ্রন্ট ৷ মিছিল শেষে মানববন্ধন করে সকল মানুষকে একত্রিত হওয়ার ডাক দেওয়া হয় ৷
এই প্রতিবাদ মিছিলে জুনিয়র ডাক্তারদের পাশাপাশি সামিল হন সিনিয়র চিকিৎসক এবং সাধারণ মানুষও ৷ দুর্গাপুরের এক বেসরকারি হাসপাতালের চিকিৎসক ইন্দ্রণীল দত্ত বলেন, "আমরা ভাবতেও পারিনি এই ধরনের ঘটনার শিকার হতে হবে আমাদের বাড়ির মেয়েদের ৷ দ্রুত আরজি করের ঘটনার বিচার চাইছি ৷ মেয়েদের কলেজে পাঠানোর নিরাপত্তা, সমস্ত চিকিৎসকদের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে । এই দাবিতে আমরা রাস্তায় নেমেছি । যতদিন না পর্যন্ত নির্যাতিতা বিচার পাচ্ছে ততদিন পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব ।"