প্রার্থীর সমর্থনে আলিপুরদুয়ারে নির্বাচনী সভায় মমতা, দেখুন সরাসরি - Lok Sabha Election 2024 - LOK SABHA ELECTION 2024
🎬 Watch Now: Feature Video
Published : Apr 15, 2024, 2:19 PM IST
|Updated : Apr 15, 2024, 2:38 PM IST
Mamata Banerjee LIVE: আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রে নির্বাচনী প্রচারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । তৃণমূল প্রার্থী প্রকাশ চিক বড়াইকের সমর্থনে জনসভায় বক্তব্য রাখছেন তিনি। সোমবার সকালে প্রথম সভা করেন কোচবিহারে রাসমেলা ময়দানে তৃণমূল কংগ্রেসের প্রার্থী জগদীশ বসুনিয়ার সমর্থনে ৷ সেই সভা শেষ করে আকাশপথে মাদারিহাট বীরপাড়া ব্লকের ডিমডিমাতে আসেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ৷ আলিপুরদুয়ারের সভা শেষ করে মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় ডিমডিমা থেকে হেলিকপ্টারে করে চালসার টিয়াবনে নামবেন । তারপর সড়কপথে তিনি চলে যাবেন মেটেলির এক বেসরকারি রিসর্টে । সেখানেই রাত্রিবাস করবেন ৷ 2014 সালে আলিপুরদুয়ারে লোকসভা আসনটি প্রথমবারের মতো তৃণমূল কংগ্রেস জিতলেও 2019 এর নির্বাচনে বিজেপির কাছে বিরাট ব্যবধানে হেরে যায় ৷ আর এবার এই লোকসভা আসনটি পুনরুদ্ধার করতে মরিয়া চেষ্টা চালাচ্ছে তৃণমূল ।
Last Updated : Apr 15, 2024, 2:38 PM IST