হাওয়া মহল দেখতে উপচে পড়া ভিড় দুর্গাপুরে - DURGA PUJA 2024

🎬 Watch Now: Feature Video

thumbnail

By ETV Bharat Bangla Team

Published : Oct 7, 2024, 5:45 PM IST

Updated : Oct 7, 2024, 5:57 PM IST

রাজস্থানের হাওয়া মহল দেখতে এখন দুর্গাপুরে মানুষের ঢল । দুর্গাপুরের বেনাচিতি অগ্রণী সাংস্কৃতিক পরিষদের 57তম বর্ষের আকর্ষণ রাজস্থানের হাওয়া মহলের আদলে মণ্ডপ । রাজস্থানের জয়পুরে অবস্থিত বায়ুর প্রাসাদ নামে পরিচিত এই হাওয়ামহল । 1799 সালে মহারাজা সওয়াই প্রতাপ সিং এই প্রাসাদ তৈরি করেন । তিন মাসের উপর সময় নিয়ে অগ্রণীর মণ্ডপ তৈরি হয়েছে বাঁশ, কাপড়, ফাইবার, থার্মোকল ও জরি দিয়ে ৷ মণ্ডপের ভিতরের আকর্ষণ সাবেক দুর্গাপ্রতিমা ৷ তবে এবার ক্লাব প্রাঙ্গণে নয়, অগ্রণী সাংস্কৃতিক পরিষদ এই সুবিশাল মণ্ডপ তৈরি করেছে স্থানীয় মহিষ্কাপুর উচ্চ মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে ৷ তৃতীয়ার সন্ধ্যায় 70 লক্ষ টাকা বাজেটের এই পুজো মণ্ডপের আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাজ্যের পঞ্চায়েত, গ্রাম উন্নয়ন ও সমবায় দফতরের মন্ত্রী প্রদীপ মজুমদার, সাংসদ কীর্তি আজাদ, বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী, পশ্চিম বর্ধমানের জেলাশাসক পুন্নবালাম এস-সহ অন্যান্য অতিথিরা । 

Last Updated : Oct 7, 2024, 5:57 PM IST

ABOUT THE AUTHOR

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.