‘থালা ফর আ রিসন’, ভোট দিলেন মাহি; মুহূর্তেই ভাইরাল ভিডিয়ো - MS Dhoni Casts Vote - MS DHONI CASTS VOTE

🎬 Watch Now: Feature Video

thumbnail

By ETV Bharat Bangla Team

Published : May 25, 2024, 4:07 PM IST

Updated : May 25, 2024, 4:51 PM IST

দেশকে বিশ্বকাপ এনে দিয়েছেন, 5 বার আইপিএল সেরা করেছেন দলকে ৷ অধিনায়কত্বের দায়ভার মুক্ত হলেও মাহির মূর্ছনা এখনও উচ্চগ্রামে বাজে ৷ চেন্নাইয়ের জার্সিতে তিনি মাঠে নামলেই উচ্ছ্বাসে ফেটে পড়ত দর্শকরা ৷ লোকসভা ভোটের ষষ্ঠ দফাতে এবার এমএস ধোনির ‘জাদু’ দেখল জাতীয় নির্বাচন কমিশন ৷ এদিন ঝাড়খণ্ডের রাঁচিতে ভোটাধিকার প্রয়োগ করলেন প্রাক্তন ভারতীয় ক্যাপ্টেন ৷ 

সামাজিক মাধ্যমে ভাইরাল ‘থালা ফর আ রিসন’ ট্যাগ ৷ এক্স হ্যান্ডেলে ধোনির ভোটদানের ছবি শেয়ার করে সেই ট্যাগ লাইনকেই হাতিয়ার করেছে নির্বাচন কমিশন ৷ ইলেকশন কমিশন লিখেছে, ‘‘থালা ফর আ রিসন ৷ পরিবারে সঙ্গে ভোটদান করলেন মহেন্দ্র সিং ধোনি ৷ ভোটদানে অংশ নিয়ে গণতন্ত্রের জন্য ছক্কা হাঁকিয়েছেন ধোনি ৷’’ 

দেশে লোকসভা নির্বাচন প্রায় শেষের পথে ৷ আজ 8টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের 58টি লোকসভা আসনে ভোট গ্রহণ চলছে ৷ ষষ্ঠ দফায় ভোট রয়েছে ঝাড়খণ্ড কেন্দ্রেও ৷ সেখানকারই ভোটার বিশ্বকাপজয়ী অধিনায়ক ৷ ধোনিকে দেখতে পেয়ে মুহূর্তের মধ্যে ভিড় জমান লাইনে থাকা অন্যান্য ভোটার ৷ উৎসাহ দেখা গিয়েছে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের মধ্যেও ৷

Last Updated : May 25, 2024, 4:51 PM IST

ABOUT THE AUTHOR

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.