ভোট শেষ, কড়া নিরাপত্তায় ইভিএম পৌঁছল স্ট্রং রুমে - Lok Sabha Election 2024 - LOK SABHA ELECTION 2024
🎬 Watch Now: Feature Video
Published : Apr 27, 2024, 11:03 PM IST
Darjeeling Lok Sabha Constituency: শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে লোকসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোট ৷ এর সঙ্গেই গোটা উত্তরবঙ্গের ভোট শেষ হয়ে গিয়েছে। ভোট শেষে এবার স্ট্রং রুমে আনা হল ইভিএম মেশিনগুলি ৷ 1 হাজার 999টি বুথের ইভিএম ও ভিভিপ্যাড শনিবার সকালে একটি সরকারি কলেজের সেন্টার স্ট্রং রুমে আনা হয় ৷ কড়া নিরাপত্তা ব্যবস্থায় ইভিএম ও ভিভিপ্যাড রাখা হয়েছে ৷ শুক্রবার নির্বাচন শেষ হওয়ার পরে প্রাথমিকভাবে সরকারি কলেজের স্টোর রুমে রাখা হয় ৷ 4 জুন বেরোবে ভোটের ফলাফল ৷ এই সরকারি কলেজেই হবে ভোট গণনা ৷ স্ট্রং রুমকে কেন্দ্র কড়া নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে ৷ একদিকে যেমন রয়েছে কেন্দ্রীয় বাহিনী তেমনই রয়েছে সিসিটিভির নজরদারি ৷ পাহাড় এবং তাঁর আশাপাশে নির্বাচনের আয়োজন করা নির্বাচন কমিশনের পক্ষে বেশ কঠিন। দুর্গম এলাকায় ভোট করাতে নানা ধরনের ব্যবস্থা করে রেখেছিল কমিশন। শেষমেশ নির্বিঘ্নেই সম্পন্ন হয়েছে ভোট। এবার অপেক্ষা 4 জুনের।