দোল যাত্রা উপলক্ষ্যে মায়াপুরের ইসকন মন্দিরে ভক্তদের ঢল - ISKCON temple - ISKCON TEMPLE
🎬 Watch Now: Feature Video
Published : Mar 25, 2024, 2:30 PM IST
Holi 2024: রাজ্য জুড়ে পালিত হচ্ছে দোল উৎসব ৷ নদিয়ার মায়াপুরের ইসকন মন্দিরের দোল উৎসব জনপ্রিয় ৷ মহাপ্রভুর 538তম আবির্ভাব দিবস উপলক্ষে সোমবার দোলের দিন সকাল থেকেই কৃষ্ণ নামে মেতে উঠল নদিয়ার মায়াপুর ইসকনের ভক্তরা। বেলা বাড়তেই হাজার হাজার ভক্তদের ঢল নেমেছে ৷ কৃষ্ণ নামে মেতে উঠেছেন ভক্তরা।
এই মন্দিরের বিশেষ আকর্ষণ হল একমাস আগে থেকেই অনুষ্ঠান শুরু হয়েছিল। মণ্ডল পরিক্রমা থেকে শুরু করে প্রভাতফেরি-সহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল । প্রথা মেনে মূল অনুষ্ঠান দোল পূণিমার দিনই পালিত হয় ৷ এই বছর সেই অনুষ্ঠান সম্পন্ন হয়েছে ৷ এই বছর প্রায় 5 হাজারেরও বেশি বিদেশি ভক্তও অংশগ্রহণ করেন এদিনের অনুষ্ঠানে। এদিন সকাল থেকেই বিভিন্ন ভাষায় গীতা পাঠ করা হয়। শুধু তাই নয়, দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার ভক্ত উপস্থিত হয়েছিলেন প্রভুর জন্মস্থানে। এ বিষয়ে মায়াপুর ইসকনের জনসংযোগ আধিকারিক রসিক গৌরাঙ্গ দাস বলেন, "দেশজুড়ে এবং বিদেশি ভক্তরাও মায়াপুরে এসে উপস্থিত হন। তিনি ইসকনের ভিতরে কোন বাহ্যিক রঙের ব্যবহার হয় না ৷ মহাপ্রভু যে কৃষ্ণ নাম জাতির উদ্দেশ্যে ছড়িয়ে দিতে চেয়ে ছিলেন সেই চিন্তা ভাবনাকে সামনে রেখেই এই অনুষ্ঠান করা হয়।"