আরজি করের নির্যাতিতার বিচার চেয়ে মোমবাতি মিছিল এইমসে - RG Kar Doctor Rape and Murder - RG KAR DOCTOR RAPE AND MURDER
🎬 Watch Now: Feature Video
Published : Sep 5, 2024, 10:47 PM IST
আরজি করে পড়ুয়া-চিকিৎসকের মৃত্যুর ঘটনায় 4 সেপ্টেম্বর রাত দখল কর্মসূচি করেছে বঙ্গবাসী ৷ তবে এই আন্দোলন ছড়িয়ে পড়েছে দেশেও ৷ নয়াদিল্লির এইমস হাসপাতালের চিকিৎসকরাও এদিন রাতে মোমবাতি নিয়ে মিছিল করেন ৷এইমস হাসপাতালের আরডিএ সভাপতি ডাঃ ইন্দ্রশেখর প্রসাদ বলেন, "খুব শান্তিপূর্ণভাবে এই মোমবাতি মিছিল হয়েছে ৷ এই ঘটনার পরেও যাঁরা ঘুমিয়ে রয়েছেন, তাঁদের জাগানোর জন্য আমাদের এই বিক্ষোভ ৷" বুধবার নির্যাতিতার বিচারের দাবিতে 9টা থেকে 10টা পর্যন্ত আলো নিভিয়ে প্রতিবাদ করেছে রাজ্যবাসী ৷ অন্ধকার হয়ে যায় কলকাতা থেকে শুরু করে রাজ্যের বিভিন্ন এলাকা । রাজভবনে আলো নিভিয়ে প্রতিবাদে সামিল হন রাজ্যের সাংবিধানিক প্রধান রাজ্যপাল সিভি আনন্দ বোস । আরজি কর হাসপাতালে প্রতিবাদে যোগ দিতে পৌঁছন নির্যাতিতার বাবা ও মা ।