গায়ত্রী মন্ত্র জপ করেছিলেন, বুদ্ধদেবের স্মৃতিতে ডুব দিলেন রামকৃষ্ণ আশ্রমের স্বামীজি - Buddhadeb Bhattacharjee - BUDDHADEB BHATTACHARJEE

🎬 Watch Now: Feature Video

thumbnail

By ETV Bharat Bangla Team

Published : Aug 10, 2024, 3:16 PM IST

Buddhadeb Bhattacharjee Recited Gayatri Mantra: বুদ্ধদেব ভট্টাচার্যের প্রয়াণে আবেগপ্রবণ হয়ে পড়লেন নিমপীঠ রামকৃষ্ণ আশ্রমের স্বামী অমৃতানন্দ। আজীবন বামপন্থী ভাবধারার বিশ্বাস করতেন বুদ্ধদেব ভট্টাচার্য। তবে জয়নগরের নিমপীঠের শ্রী রামকৃষ্ণ আশ্রমে এসে ঘটিয়েছিলেন এক ব্যতিক্রমী ঘটনা। 2003 সালে আশ্রমে এসে পাঠ করেছিলেন গায়ত্রী মন্ত্র। তাঁকে মন্ত্র পাঠ করতে দেখে সেদিন অবাক হয়েছিলেন আশ্রমের মহারাজরা। সুন্দরবনের কুলতলিতে এসেছিলেন তৎকালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। ফেরার পথে জয়নগরের নিমপীঠে শ্রীরামকৃষ্ণ আশ্রমে যান। ঠাকুর শ্রী রামকৃষ্ণ, বিবেকানন্দ ও সারদা মায়ের মূর্তি দর্শন করতে মন্দিরগৃহে প্রবেশও করেছিলেন তিনি।

সেখানেই দেব-দেবীকে প্রণাম করেই গায়ত্রী মন্ত্র পাঠ করেছিলেন। অতীতে ওই ভূমিকায় কখনও দেখা যায়নি বুদ্ধদেব ভট্টাচার্যকে। জুতো খুলে সন্তানের সঙ্গে পরমহংসদেবের মূর্তির কাছে গিয়েছিলেন বুদ্ধবাবু। আর সেদিনের সেই ব্যতিক্রমী ঘটনা বৃহস্পতিবার স্মৃতিচারণ করলেন নিমপীঠ শ্রী রামকৃষ্ণ আশ্রমের মহারাজ স্বামী অমৃতানন্দজী মহারাজ। তিনি বলেন, "ভালো মনের মানুষ চলে গেলেন। ওঁকে সেই সময় খুব কাছ থেকে দেখেছিলাম। ওঁর মৃত্যু সংবাদ শুনে মনটা ভারাক্রান্ত হয়ে গেল। সেদিনের ছবিগুলো আজ শুধু চোখের সামনে ভেসে উঠছে।

ABOUT THE AUTHOR

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.