মানববৈচিত্র্য বোঝাতে জোকার থেকে গিরগিটি, থিমে মুখোশ মানুষের কথা বলবে আসানসোলের পুজো

🎬 Watch Now: Feature Video

thumbnail

থিমের পুজোয় চিরকালই নজর কাড়ে আসানসোল কল্যাণপুর আদি দুর্গাপুজো । এ বছর 44তম বর্ষে তাদের থিম অন্তরালে ৷ থিমের বিষয়ে পুজো উদ্যোক্তারা জানান, মানুষ সারা জীবন দুঃখ-কষ্ট ঘাত-প্রতিঘাতের মধ্য দিয়ে এগিয়ে যায় । তবু বহু মানুষ আছে যারা যন্ত্রণাতেও মুখের হাসি ভোলে না । কল্যাণপুর আদি দুর্গাপুজোর থিম এবার সেই সমস্ত মানুষদের নিয়ে । অন্যদিকে, বেশ কিছু মানুষের মুখ এবং মুখোশ একেবারেই আলাদা । থিমে উঠে এসেছে সেই চিত্রও । গোটা মণ্ডপজুড়েই নানান ধরনের মাস্ক বা মুখোশের মডেলে সেজে উঠেছে ।

মণ্ডপে ঢোকার মুখে রয়েছে বিরাট বড় একটি ক্লাউন । পুজো উদ্যোক্তাদের বক্তব্য, একজন ক্লাউন বা জোকার নিজের জীবনের সমস্ত দুঃখ কষ্টকে ঢাকা দিয়েই মানুষজনকে মনোরঞ্জন করে । তেমনি বহু মানুষ রয়েছেন যারা নিজেদের দুঃখ কষ্ট বাইরে প্রকাশ করতে চান না । হাসিমুখেই সবার সঙ্গে জীবন কাটিয়ে দেন । আবার মণ্ডপে ঢুকলেই দেখা যাবে তার উপরে রয়েছে একটি গিরগিটির মডেল । যে ক্ষণে ক্ষণে রং বদলাচ্ছে । এই গিরগিটির সঙ্গেও বহু মানুষের দৈনন্দিন রং বদলানোকে সামনে নিয়ে আসা হয়েছে ৷ এককথায় মানুষের জীবনের চরিত্রের যে ভিন্ন বৈচিত্র্য রয়েছে তাই উঠে এসেছে কল্যাণপুর আদি দুর্গাপুজোর থিমে ।

ABOUT THE AUTHOR

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.