ETV Bharat / technology

চালু হতে চলেছে 'প্রিমিয়াম লাইট সাবস্ক্রিপশন', কমবে বিজ্ঞাপন

প্রিমিয়াম লাইট সাবস্ক্রিপশন আনতে চলেছে ইউটিউব । প্রিমিয়াম সাবসস্ক্রিকশনের থেকে হাফ দামে পাওয়া যাবে এই সাবসস্ক্রিপশন ৷

youtube premium lite subscription
ইউটিউবে প্রিমিয়াম লাইট সাবস্ক্রিপশন (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Tech Team

Published : Oct 24, 2024, 1:43 PM IST

হায়দরাবাদ: ফের নতুন আপডেট জনপ্রিয় ভিডিয়ো স্ট্রিমিং প্ল্যাটফর্ম ইউটিউবের ৷ কয়েকদিন আগেই চালু করেছিল প্রিমিয়াম সাবক্রিমশন ৷ এবার চালু করল প্রিমিয়াম লাইট সাবস্ক্রিপশন ৷ তবে এটি পরীক্ষামূলক পর্যায়ে আছে ৷ এই সাবক্রিমশনে গ্রাহকরা কম বিজ্ঞাপন দেখতে পাবেন ৷ এটি নতুন প্রিমিয়াম লাইট সাবস্ক্রিপশন নামে পরিচিত ৷ যার মূল্য প্রিমিয়াম সাবস্ক্রিপশনের অর্ধেক মূল্য ৷

সহজে বাতিল হবে অবাঞ্ছিত সাবস্ক্রিপশন, শীঘ্রই চালু হচ্ছে 'ক্লিক-টু-ক্যান্সেল' নীতি

সম্প্রতি Jonahmanzano নামের একজন গ্রাহক থ্রেড অ্যাকাউন্টে পোস্ট করেছেন YouTube Premium Lite-এর খরচ প্রতি মাসে $8.99 মার্কিন ডলার ৷ এটি নিয়মিত প্রিমিয়াম প্ল্যানের তুলনায় প্রায় 50 শতাংশ সস্তা ৷ ইউটিউব প্রিমিয়াম প্ল্যাটফর্মর দাম $16.99 (মার্কিন ডলার) ৷ YouTube Premium Lite বার্ষিক সাবস্ক্রিপশন প্ল্যান সম্পর্কে যদিও নিশ্চিত করে জানানো হয়নি কবে থেকে এটি চালু হবেন ৷

নতুন রূপে Google Play Store, আরও সহজ অ্যাপ ইনস্টল

সাবস্ক্রিপশন কি ভারতে সস্তা হবে: এখন পর্যন্ত ভারতে YouTube প্রিমিয়াম লাইট সাবস্ক্রিপশন পাওয়া যাবে কিনা সে বিষয়ে কোনও তথ্য উল্লেখ করা হয়নি ৷ নিয়মিত প্রিমিয়াম প্ল্যান প্রতি মাসে 149 টাকা। YouTube Premium Lite দেশে চালু হলে এটি প্রায় 75 টাকায় পাওয়া যাবে, বলে মনে করা হচ্ছে ।

অনিচ্ছা সত্ত্বেও দেখতে হবে ইউটিউবের বিজ্ঞাপন

সাবস্ক্রিপশনে কম বিজ্ঞাপন: প্রিমিয়াম সাবস্ক্রিপশনে দামের কথা বিবেচনা করেই YouTube প্রিমিয়াম লাইট সাবস্ক্রিপশন চালু করেছে ৷ উল্লেখ্য, প্রিমিয়াম সাবস্ক্রিপশনের ক্ষেত্রে গ্রাহকদের কাছে বিজ্ঞাপন আসে না ৷ এই প্রিমিয়াম লাইট সাবসস্ক্রিপশনের ক্ষেত্রে বিজ্ঞাপণ কম আসবে বলেই মনে করা হচ্ছে ৷ দ্য ভার্জের প্রতিবেদন অনুসারে, ইউটিউবের এই সাবস্ক্রিপশনটি বর্তমানে জার্মানি, থাইল্যান্ড এবং অস্ট্রেলিয়াতে চালু করা হবে ৷

YouTube Premium Lite বেশিরভাগ ভিডিয়ো বিজ্ঞাপন ছাড়া দেখার অভিজ্ঞতা তুলে ধরে ব্যবহারকারীদের কাছে ৷ যাইহোক, ব্যবহারকারীরা গান বিষয়বস্তু এবং ছোট ভিডিয়োতে বিজ্ঞাপন দেখতে পান। যাইহোক, YouTube Premium Lite সাবস্ক্রাইবাররা YouTube Music-এ বিজ্ঞাপন-মুক্ত স্ট্রিমিং, অফলাইন ডাউনলোড এবং ব্যাকগ্রাউন্ড প্লের মতো সুবিধাগুলি নাও পেতে পারেন ৷ ইউটিউব ইউরোপীয় বাজারের জন্য 2021 সালে একটি প্রিমিয়াম লাইট সাবস্ক্রিপশন পরীক্ষা শুরু করেছিল ৷ আনুষ্ঠানিকভাবে চালু হওয়ার আগেই বন্ধ করে দেওয়া হয়েছিল।

কৃত্রিম বুদ্ধিমত্তার সুবিধা দিতে গুগলের সঙ্গে গাঁটছড়া ভোডাফোনের

হায়দরাবাদ: ফের নতুন আপডেট জনপ্রিয় ভিডিয়ো স্ট্রিমিং প্ল্যাটফর্ম ইউটিউবের ৷ কয়েকদিন আগেই চালু করেছিল প্রিমিয়াম সাবক্রিমশন ৷ এবার চালু করল প্রিমিয়াম লাইট সাবস্ক্রিপশন ৷ তবে এটি পরীক্ষামূলক পর্যায়ে আছে ৷ এই সাবক্রিমশনে গ্রাহকরা কম বিজ্ঞাপন দেখতে পাবেন ৷ এটি নতুন প্রিমিয়াম লাইট সাবস্ক্রিপশন নামে পরিচিত ৷ যার মূল্য প্রিমিয়াম সাবস্ক্রিপশনের অর্ধেক মূল্য ৷

সহজে বাতিল হবে অবাঞ্ছিত সাবস্ক্রিপশন, শীঘ্রই চালু হচ্ছে 'ক্লিক-টু-ক্যান্সেল' নীতি

সম্প্রতি Jonahmanzano নামের একজন গ্রাহক থ্রেড অ্যাকাউন্টে পোস্ট করেছেন YouTube Premium Lite-এর খরচ প্রতি মাসে $8.99 মার্কিন ডলার ৷ এটি নিয়মিত প্রিমিয়াম প্ল্যানের তুলনায় প্রায় 50 শতাংশ সস্তা ৷ ইউটিউব প্রিমিয়াম প্ল্যাটফর্মর দাম $16.99 (মার্কিন ডলার) ৷ YouTube Premium Lite বার্ষিক সাবস্ক্রিপশন প্ল্যান সম্পর্কে যদিও নিশ্চিত করে জানানো হয়নি কবে থেকে এটি চালু হবেন ৷

নতুন রূপে Google Play Store, আরও সহজ অ্যাপ ইনস্টল

সাবস্ক্রিপশন কি ভারতে সস্তা হবে: এখন পর্যন্ত ভারতে YouTube প্রিমিয়াম লাইট সাবস্ক্রিপশন পাওয়া যাবে কিনা সে বিষয়ে কোনও তথ্য উল্লেখ করা হয়নি ৷ নিয়মিত প্রিমিয়াম প্ল্যান প্রতি মাসে 149 টাকা। YouTube Premium Lite দেশে চালু হলে এটি প্রায় 75 টাকায় পাওয়া যাবে, বলে মনে করা হচ্ছে ।

অনিচ্ছা সত্ত্বেও দেখতে হবে ইউটিউবের বিজ্ঞাপন

সাবস্ক্রিপশনে কম বিজ্ঞাপন: প্রিমিয়াম সাবস্ক্রিপশনে দামের কথা বিবেচনা করেই YouTube প্রিমিয়াম লাইট সাবস্ক্রিপশন চালু করেছে ৷ উল্লেখ্য, প্রিমিয়াম সাবস্ক্রিপশনের ক্ষেত্রে গ্রাহকদের কাছে বিজ্ঞাপন আসে না ৷ এই প্রিমিয়াম লাইট সাবসস্ক্রিপশনের ক্ষেত্রে বিজ্ঞাপণ কম আসবে বলেই মনে করা হচ্ছে ৷ দ্য ভার্জের প্রতিবেদন অনুসারে, ইউটিউবের এই সাবস্ক্রিপশনটি বর্তমানে জার্মানি, থাইল্যান্ড এবং অস্ট্রেলিয়াতে চালু করা হবে ৷

YouTube Premium Lite বেশিরভাগ ভিডিয়ো বিজ্ঞাপন ছাড়া দেখার অভিজ্ঞতা তুলে ধরে ব্যবহারকারীদের কাছে ৷ যাইহোক, ব্যবহারকারীরা গান বিষয়বস্তু এবং ছোট ভিডিয়োতে বিজ্ঞাপন দেখতে পান। যাইহোক, YouTube Premium Lite সাবস্ক্রাইবাররা YouTube Music-এ বিজ্ঞাপন-মুক্ত স্ট্রিমিং, অফলাইন ডাউনলোড এবং ব্যাকগ্রাউন্ড প্লের মতো সুবিধাগুলি নাও পেতে পারেন ৷ ইউটিউব ইউরোপীয় বাজারের জন্য 2021 সালে একটি প্রিমিয়াম লাইট সাবস্ক্রিপশন পরীক্ষা শুরু করেছিল ৷ আনুষ্ঠানিকভাবে চালু হওয়ার আগেই বন্ধ করে দেওয়া হয়েছিল।

কৃত্রিম বুদ্ধিমত্তার সুবিধা দিতে গুগলের সঙ্গে গাঁটছড়া ভোডাফোনের

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.