ETV Bharat / technology

ঘণ্টা খানেক বিভ্রাটের পর চালু ফেসবুক-ইনস্টা - Facebook faces problem

Facebook and Instagram: হঠাই বন্ধ গিয়েছিল ফেসবুক, ইনস্টা ৷ নিজে থেকেই লগ-আউট হয়ে যাচ্ছিল ফেসবুক, ইনস্টাগ্রাম ৷ শুধু যে দেশে তা নয়, বিশ্বজুড়ে এই সমস্যায় পড়েছিলেন গ্রাহকরা ৷ প্রায় এক ঘণ্টা পর ফেসবুক, ইনস্টাগ্রামে চালু হল ৷

আপন ইচ্ছাই লগ-আউট ফেসবুক-ইন্সটা
Facebook and Instagram
author img

By ETV Bharat Bangla Team

Published : Mar 5, 2024, 9:40 PM IST

Updated : Mar 5, 2024, 10:48 PM IST

হায়দরাবাদ, 5 মার্চ: এক ঘণ্টা পর্যন্ত থমকে ফেসবুক-ইনস্টগ্রাম। বিশ্বজুড়ে একেবারে হইচই অবস্থা। পরে, ফেসবুক ও ইনস্টাগ্রাম ফিরে এল। ঠিক কী হয়েছিল মঙ্গলের সন্ধ্যায় ..

মঙ্গলবার সন্ধেয় আচমকাই বন্ধ হয়ে যায় ফেসবুক, ইনস্টাগ্রাম ৷ ফেসবুক খুলতে গেলেই দেখা যাচ্ছে সেশন এক্সপায়ার্ড ৷ তারপরই লগ-আউট হয়ে যাচ্ছে ৷ এরপর যে লগ-ইন করতে হবে তারও অপশন দেখা যাচ্ছে না ৷ শুধু যে ভারতবাসী এই সম্যাসার সম্মুখীন হচ্ছেন তা নয়, দুনিয়াজুড়ে একই সমস্যা দেখা যাচ্ছে ৷ সমস্যার কারণ জানা যায়নি।

ভারত-সহ নেপাল, আমেরিকা, ব্রিটেন, ব্রাজিল, অস্ট্রেলিয়ার মতো একাধিক দেশে ফেসবুক থেকে ইনস্টাগ্রাম কাজ করা বন্ধ করে দেয় । জানা যায়, কমপক্ষে 14 হাজার 857 জন গ্রাহক ফেসবুক ব্য়বহার করতে পারছিলেন না, সেইসঙ্গে 32 হাজার 518 গ্রাহক ইনস্টাগ্রাম ব্যবহার করতে পারছিলেন না ৷ একাধিক সোশাল মিডিয়া ব্য়াবহারকারীরা লিখছেন, তাঁরা ফেসবুকের স্টোরি দেখতে, কমেন্ট, নিউজ ফিড স্ক্রোল করতে পারছেন না ৷ ফেসবুক, ইনস্টাগ্রাম বন্ধ থাকায় নেটাগরিকরা ঝুঁকেছেন এক্সে। সেখানেই ক্ষোভপ্রকাশ করছেন তাঁরা। তাঁরা লিখছেন, "ফেসবুক তো বন্ধ। তাহলে এখানেই আজ খোঁজখবর নেওয়া যাক ৷

ইতিমধ্যেই এলন মাস্ক তাঁর এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করেন ৷ তাতে তিনি লিখেছেন, "যদি আপনি এই পোস্টটি পড়ছেন, এর কারণ আমাদের সার্ভারগুলি কাজ করছে ৷" এরইমাঝে মেটা মুখপাত্র অ্যান্ডি স্টোনও কাউকে এনিয়ে ঘাবড়ে যেতে বারণ করেছেন ৷ তিনি এক্সে লিখেছেন, "আমরা সচেতন মানুষ ৷ আমাদের পরিষেবা অ্যাক্সেস করতে সমস্যা হচ্ছে। আমরা এনিয়ে কাজ করছি ৷" অন্যদিকে, একই অবস্থা ফেসবুকের আরেক সোশাল প্ল্যাটফর্ম ইনস্টাগ্রামেরও। মেসেঞ্জারেও মেসেজ পাঠানো যাচ্ছে না। তবে তাদের মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ ঠিকঠাক কাজ করছে। তাতে কোনও সমস্যা দেখা যায়নি ৷

অন্তত ফেসবুক, ইনস্টা, ম্যাসেঞ্জারের মতো হোয়াটসঅ্যাপকে নিয়ে কোনও সমস্যা হচ্ছে না ৷ তবে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, প্রযুক্তিগত ত্রুটির কারণেই হয়তো সমস্ত অ্যাকাউন্ট লগ আউট হয়ে গিয়েছে। তবে, প্রায় এক ঘণ্টা পর ফেসবুক, ইনস্টাগ্রামে চালু হল ৷

আরও পড়ুন:

  1. মানুষের মতোই বক্তৃতা দেবে, শব্দচয়নের ক্ষেত্রেও অত্যন্ত সচেতন এআই
  2. ভারত-আমেরিকায় নির্বাচন, সোশাল মিডিয়ায় 'ডিপ ফেক' নিয়ন্ত্রণে মেটা
  3. টিন্ডারে পাওয়া 5 হাজার প্রস্তাবের থেকে জীবনসঙ্গিনী বেছে নিলেন যুবক, সৌজন্যে চ্যাটজিপিটি

হায়দরাবাদ, 5 মার্চ: এক ঘণ্টা পর্যন্ত থমকে ফেসবুক-ইনস্টগ্রাম। বিশ্বজুড়ে একেবারে হইচই অবস্থা। পরে, ফেসবুক ও ইনস্টাগ্রাম ফিরে এল। ঠিক কী হয়েছিল মঙ্গলের সন্ধ্যায় ..

মঙ্গলবার সন্ধেয় আচমকাই বন্ধ হয়ে যায় ফেসবুক, ইনস্টাগ্রাম ৷ ফেসবুক খুলতে গেলেই দেখা যাচ্ছে সেশন এক্সপায়ার্ড ৷ তারপরই লগ-আউট হয়ে যাচ্ছে ৷ এরপর যে লগ-ইন করতে হবে তারও অপশন দেখা যাচ্ছে না ৷ শুধু যে ভারতবাসী এই সম্যাসার সম্মুখীন হচ্ছেন তা নয়, দুনিয়াজুড়ে একই সমস্যা দেখা যাচ্ছে ৷ সমস্যার কারণ জানা যায়নি।

ভারত-সহ নেপাল, আমেরিকা, ব্রিটেন, ব্রাজিল, অস্ট্রেলিয়ার মতো একাধিক দেশে ফেসবুক থেকে ইনস্টাগ্রাম কাজ করা বন্ধ করে দেয় । জানা যায়, কমপক্ষে 14 হাজার 857 জন গ্রাহক ফেসবুক ব্য়বহার করতে পারছিলেন না, সেইসঙ্গে 32 হাজার 518 গ্রাহক ইনস্টাগ্রাম ব্যবহার করতে পারছিলেন না ৷ একাধিক সোশাল মিডিয়া ব্য়াবহারকারীরা লিখছেন, তাঁরা ফেসবুকের স্টোরি দেখতে, কমেন্ট, নিউজ ফিড স্ক্রোল করতে পারছেন না ৷ ফেসবুক, ইনস্টাগ্রাম বন্ধ থাকায় নেটাগরিকরা ঝুঁকেছেন এক্সে। সেখানেই ক্ষোভপ্রকাশ করছেন তাঁরা। তাঁরা লিখছেন, "ফেসবুক তো বন্ধ। তাহলে এখানেই আজ খোঁজখবর নেওয়া যাক ৷

ইতিমধ্যেই এলন মাস্ক তাঁর এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করেন ৷ তাতে তিনি লিখেছেন, "যদি আপনি এই পোস্টটি পড়ছেন, এর কারণ আমাদের সার্ভারগুলি কাজ করছে ৷" এরইমাঝে মেটা মুখপাত্র অ্যান্ডি স্টোনও কাউকে এনিয়ে ঘাবড়ে যেতে বারণ করেছেন ৷ তিনি এক্সে লিখেছেন, "আমরা সচেতন মানুষ ৷ আমাদের পরিষেবা অ্যাক্সেস করতে সমস্যা হচ্ছে। আমরা এনিয়ে কাজ করছি ৷" অন্যদিকে, একই অবস্থা ফেসবুকের আরেক সোশাল প্ল্যাটফর্ম ইনস্টাগ্রামেরও। মেসেঞ্জারেও মেসেজ পাঠানো যাচ্ছে না। তবে তাদের মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ ঠিকঠাক কাজ করছে। তাতে কোনও সমস্যা দেখা যায়নি ৷

অন্তত ফেসবুক, ইনস্টা, ম্যাসেঞ্জারের মতো হোয়াটসঅ্যাপকে নিয়ে কোনও সমস্যা হচ্ছে না ৷ তবে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, প্রযুক্তিগত ত্রুটির কারণেই হয়তো সমস্ত অ্যাকাউন্ট লগ আউট হয়ে গিয়েছে। তবে, প্রায় এক ঘণ্টা পর ফেসবুক, ইনস্টাগ্রামে চালু হল ৷

আরও পড়ুন:

  1. মানুষের মতোই বক্তৃতা দেবে, শব্দচয়নের ক্ষেত্রেও অত্যন্ত সচেতন এআই
  2. ভারত-আমেরিকায় নির্বাচন, সোশাল মিডিয়ায় 'ডিপ ফেক' নিয়ন্ত্রণে মেটা
  3. টিন্ডারে পাওয়া 5 হাজার প্রস্তাবের থেকে জীবনসঙ্গিনী বেছে নিলেন যুবক, সৌজন্যে চ্যাটজিপিটি
Last Updated : Mar 5, 2024, 10:48 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.