ETV Bharat / technology

স্মৃতি হবে অমলিন, ছবি তুলতে ভরসা নতুন Redmi Note 14 সিরিজ - REDMI NOTE 14 SERIES

জলের মধ্যেও ছবি হবে ঝকঝকে ৷ চিন্তার কারণ নেই স্মার্টফোনের কোনও ক্ষতি হবে না ৷ তবে স্মার্টফোনের Redmi Note 14 সিরিজের হতে হবে ৷

Redmi Note 14
Redmi Note 14 সিরিজ (ছবি Redmi)
author img

By ETV Bharat Tech Team

Published : Dec 9, 2024, 3:03 PM IST

হায়দরাবাদ: ভারতীয় বাজারে লঞ্চ করল Redmi Note 14 সিরিজ ৷ চলতি বছরের সেপ্টেম্বরে চিনে বাজারে লঞ্চ করেছিল রেডমি নোট 14 সিরিজ ৷ এবার ভারতীয় বাজারে লঞ্চ করল Redmi Note 14, Redmi Note 14 Pro, এবং Redmi Note 14 Pro+ ৷ দাম শুরু হচ্ছে 24 হাজার থেকে ৷ এই সিরিজে AI-এর সুবিধাও রয়েছে ৷ এবার জেনে নেওয়া যাক রেডমির এই সিরিজে আর কি সুবিধা রয়েছে ৷

Redmi Note 14 স্পেসিফিকেশন: Redmi Note 14-এ রয়েছে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) ফিচার ৷ এই সিরিজে 50MP Sony LYT-600 প্রাইমারি ক্যামেরা দিয়েছে কোম্পানি । এছাড়াও রয়েছে 2MP ডেপথ সেন্সর এবং 16MP সেলফি শ্যুটার । আগের সিরিজের থেকে নতুন Redmi Note 14-এর ক্যামেরার কোয়ালিটিও অনেকটাই উন্নত ৷

ভারতে এল iQOO 13, রয়েছে ইনফ্রারেড ট্রান্সমিটার ও ট্রিপল ক্যামেরা

MediaTek Dimensity 7025 Ultra SoC প্রসেসর: নতুন Redmi Note 14 সিরিজে -এ রয়েছে AI-এর সুবিধা ৷ ডিসপ্লে সাইজও আগের থেকে বেশ বড় ৷ এই সিরিজের দেওয়া হয়েছে 6.67-ইঞ্চি ফুল-HD+ AMOLED স্ক্রিন ৷ ডিসপ্লেতে রয়েছে 120Hz রিফ্রেশ রেট ও 2,100 নিট পিক ব্রাইটনেস ৷ এছাড়াও কর্নিং গরিলা গ্লাস রয়েছে ৷ পড়ে গেলেও কোনও ক্ষতি হবে না স্ক্রিনের ৷

প্রসেসর: ফোনটিতে MediaTek Dimensity 7025 Ultra SoC প্রসেসর দেওয়া হয়েছে ৷ IP64 রেটিং থাকায় এটি জল ও ধুলো-বালি প্রতিরোধক ৷ রিয়েল মি 14 সিরিজে ব্যাটারিও আগের থেকে আপগ্রেটেড ৷ এতে 5,110 mAh ব্যাটারি দেওয়া হয়েছে ৷ এই ফোনটি 45W ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। এটিতে Android 15-এর HyperOS 2.0 অপারেটিং সিস্টেম রয়েছে ৷ এছাড়াও 4 বছর সফটওয়্যার আপডেটের সুবিধা আছে ৷

হোয়াটসঅ্যাপে নতুন, এবার সরাসরি শেয়ার করা যাবে স্টিকার প্যাক

দাম: রিপোর্ট অনুসারে, 6GB RAM এবং 128GB স্টোরেজ-সহ Redmi Note 14 5G-এর বেস ভেরিয়েন্টের দাম 18 হাজার 999টাকা থেকে শুরু হয়েছে । 128GB এবং 256GB স্টোরেজ-সহ 8GB RAM মডেল দু’টির দাম যথাক্রমে 19,999 এবং 21,999 টাকা হতে পারে । টাইটেনিয়াম ব্ল্যাক, মিসটিক হোয়াইট ও ফ্যান্টম পার্পেল এই তিনটি রঙে পাওয়া যাবে ৷ 13 ডিসেম্বর থেকে বিক্রি শুরু হবে এই সিরিজের ৷ অ্যামাজন, ফ্লিপকার্ট ও সংস্থার নিজস্ব সাইট থেকে কিনতে পারবেন এই মোবাইল ৷ Redmi Buds 6 এবং Xiaomi Sound Outdoor Speaker এদিন লঞ্চ করা হয়েছে ।

জানুয়ারিতে ভারতের বাজারে লঞ্চ করছে onePlus 13 ও onePlus 13R

হায়দরাবাদ: ভারতীয় বাজারে লঞ্চ করল Redmi Note 14 সিরিজ ৷ চলতি বছরের সেপ্টেম্বরে চিনে বাজারে লঞ্চ করেছিল রেডমি নোট 14 সিরিজ ৷ এবার ভারতীয় বাজারে লঞ্চ করল Redmi Note 14, Redmi Note 14 Pro, এবং Redmi Note 14 Pro+ ৷ দাম শুরু হচ্ছে 24 হাজার থেকে ৷ এই সিরিজে AI-এর সুবিধাও রয়েছে ৷ এবার জেনে নেওয়া যাক রেডমির এই সিরিজে আর কি সুবিধা রয়েছে ৷

Redmi Note 14 স্পেসিফিকেশন: Redmi Note 14-এ রয়েছে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) ফিচার ৷ এই সিরিজে 50MP Sony LYT-600 প্রাইমারি ক্যামেরা দিয়েছে কোম্পানি । এছাড়াও রয়েছে 2MP ডেপথ সেন্সর এবং 16MP সেলফি শ্যুটার । আগের সিরিজের থেকে নতুন Redmi Note 14-এর ক্যামেরার কোয়ালিটিও অনেকটাই উন্নত ৷

ভারতে এল iQOO 13, রয়েছে ইনফ্রারেড ট্রান্সমিটার ও ট্রিপল ক্যামেরা

MediaTek Dimensity 7025 Ultra SoC প্রসেসর: নতুন Redmi Note 14 সিরিজে -এ রয়েছে AI-এর সুবিধা ৷ ডিসপ্লে সাইজও আগের থেকে বেশ বড় ৷ এই সিরিজের দেওয়া হয়েছে 6.67-ইঞ্চি ফুল-HD+ AMOLED স্ক্রিন ৷ ডিসপ্লেতে রয়েছে 120Hz রিফ্রেশ রেট ও 2,100 নিট পিক ব্রাইটনেস ৷ এছাড়াও কর্নিং গরিলা গ্লাস রয়েছে ৷ পড়ে গেলেও কোনও ক্ষতি হবে না স্ক্রিনের ৷

প্রসেসর: ফোনটিতে MediaTek Dimensity 7025 Ultra SoC প্রসেসর দেওয়া হয়েছে ৷ IP64 রেটিং থাকায় এটি জল ও ধুলো-বালি প্রতিরোধক ৷ রিয়েল মি 14 সিরিজে ব্যাটারিও আগের থেকে আপগ্রেটেড ৷ এতে 5,110 mAh ব্যাটারি দেওয়া হয়েছে ৷ এই ফোনটি 45W ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। এটিতে Android 15-এর HyperOS 2.0 অপারেটিং সিস্টেম রয়েছে ৷ এছাড়াও 4 বছর সফটওয়্যার আপডেটের সুবিধা আছে ৷

হোয়াটসঅ্যাপে নতুন, এবার সরাসরি শেয়ার করা যাবে স্টিকার প্যাক

দাম: রিপোর্ট অনুসারে, 6GB RAM এবং 128GB স্টোরেজ-সহ Redmi Note 14 5G-এর বেস ভেরিয়েন্টের দাম 18 হাজার 999টাকা থেকে শুরু হয়েছে । 128GB এবং 256GB স্টোরেজ-সহ 8GB RAM মডেল দু’টির দাম যথাক্রমে 19,999 এবং 21,999 টাকা হতে পারে । টাইটেনিয়াম ব্ল্যাক, মিসটিক হোয়াইট ও ফ্যান্টম পার্পেল এই তিনটি রঙে পাওয়া যাবে ৷ 13 ডিসেম্বর থেকে বিক্রি শুরু হবে এই সিরিজের ৷ অ্যামাজন, ফ্লিপকার্ট ও সংস্থার নিজস্ব সাইট থেকে কিনতে পারবেন এই মোবাইল ৷ Redmi Buds 6 এবং Xiaomi Sound Outdoor Speaker এদিন লঞ্চ করা হয়েছে ।

জানুয়ারিতে ভারতের বাজারে লঞ্চ করছে onePlus 13 ও onePlus 13R

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.