ETV Bharat / technology

গুগল ম্যাপের দিন শেষ, ইন-হাউস নেভিগেশন চালু করল OLA - Ola Drops Google Maps - OLA DROPS GOOGLE MAPS

OLA Launches In-House Navigation: এবার Google Maps এবং Azure নয় নিজস্ব ম্যাপ আনল অ্যাপ ক্যাব পরিষেবা প্রদানকারী সংস্থা ওলা ৷ সংস্থার নিজস্ব প্রযুক্তিতে তৈরি এই ম্যাপ শুধু খরচই কমাবে না, ছোট-ছোট অলিগলিও খুঁজতে সাহায্য করবে চালককে ৷

OLA  MAP
ইন-হাউস নেভিগেশন চালু করল OLA (নিজস্ব ছবি)
author img

By ETV Bharat Bangla Team

Published : Jul 9, 2024, 4:54 PM IST

নয়াদিল্লি, 9 জুলাই: গুগল ম্যাপ নয়, এবার ওলা চড়লে ব্যবহার করতে হবে সংস্থার নিজস্ব অ্যাপ ৷ অ্যাপ ক্যাব পরিষেবা প্রদানকারী সংস্থার এই উদ্যোগ (Navigation Map) চালক এবং যাত্রী উভয়ের কথা ভেবেই ৷ এই অ্যাপ ব্যবহারের ফলে সংস্থার বছরে 100 কোটি টাকা সাশ্রয় হবে ৷ এতদিন পর্যন্ত এই অ্য়াপ ক্যাপ পরিষেবা প্রদানকারী সংস্থাটি গুগল ম্যাপ (Google Maps) ও মাইক্রোসফট আজুর ম্যাপ (Azure) ব্যবহার করত ৷ এবার থেকে এই তাদের নিজস্ব অ্যাপ ব্যবহারের ফলে সংস্থার খরচ বাঁচবে ৷

নতুন এই ম্যাপ সম্পর্কিত সমস্ত তথ্য ওলা সিইও ভাবিশ আগরওয়াল এক্স হ্যান্ডলে টুইট করে জানিয়েছেন ৷ ওই টুইটে তিনি লেখেন, "একমাস আগে আমার মাইক্রোসফটের আজুর ম্যাপ ব্যবহার বন্ধ করেছি, এবার পুরোপুরি গুগল ম্য়াপও ব্যবহারও বন্ধ হল ৷ ফলে সংস্থার সাশ্রয় হয়েছে অনেকটা ৷ বছরে 100 কোটি টাকা খরচ বাঁচবে ৷" যাত্রী ও চালকদেরও ওলার নিজস্ব অ্যাপ ব্য়বহারের পরামর্শ দিয়েছেন তিনি ৷ শীঘ্রই এই ম্যাপে স্ট্রিট ভিউ, এনইআরএফ, ইনডোর ইমেজ, 3ডি ম্যাপ, ড্রোন ম্যাপ ফিচারও আসবে ৷

ওলার এই নতুন ম্যাপের বিস্তারিত বর্ণনা প্রসঙ্গে অ্যাপ ক্যাব পরিষেবা প্রদানকারী সংস্থার সিইও আরও জানান, ওলার অ্যাপে রাস্তার দৃশ্য, অপিরিচিত ছোট-ছোট রাস্তার ছবি, 3D মানচিত্র এবং এমনকি ড্রোন মানচিত্র যুক্ত থাকবে । আগামিদিনে এই ম্যাপটির আরও উন্নত হবে আমজনতার সুবিধার্থে ৷ সাধারণ নাগরিকরা গুগল ম্যাপ বিনামূল্যে ব্যবহারের সুযোগ পেতেন ৷ কিন্তু ব্যবহার করতে গেলে টাকা লাগত ৷ এবার থেকে ওলা তার নিজস্ব অ্যাপ ব্যবহারের ফলে খরচ কমবে ৷ এই অ্যাপ আরও উন্নত করতে সংস্থাটি পরীক্ষা-নিরীক্ষা চালাবে ৷

সংস্থার সিইও জানান, নিজস্ব প্রযুক্তি তৈরি করে, ওলা শুধু খরচ বাঁচাচ্ছে না, উদ্ভাবনে তাদের শক্তিও দেখাচ্ছে । OLA মানচিত্রের নতুন বৈশিষ্ট্য এবং ক্রুট্রিম ক্লাউডে এর API-এর উপলব্ধতার অর্থ হল সংস্থা ব্যবহারকারীদের ভবিষ্যতে আরও মসৃণ পরিষেবা দিতে প্রস্তুত ৷ ওলার এই পদক্ষেপ সংস্থার ব্যবসায়িক পরিষেবাগুলির ক্ষেত্রে নিজস্ব প্রযুক্তি ব্যবহারের ইতিবাচক দিকটি তুলে ধরেছে ।

নয়াদিল্লি, 9 জুলাই: গুগল ম্যাপ নয়, এবার ওলা চড়লে ব্যবহার করতে হবে সংস্থার নিজস্ব অ্যাপ ৷ অ্যাপ ক্যাব পরিষেবা প্রদানকারী সংস্থার এই উদ্যোগ (Navigation Map) চালক এবং যাত্রী উভয়ের কথা ভেবেই ৷ এই অ্যাপ ব্যবহারের ফলে সংস্থার বছরে 100 কোটি টাকা সাশ্রয় হবে ৷ এতদিন পর্যন্ত এই অ্য়াপ ক্যাপ পরিষেবা প্রদানকারী সংস্থাটি গুগল ম্যাপ (Google Maps) ও মাইক্রোসফট আজুর ম্যাপ (Azure) ব্যবহার করত ৷ এবার থেকে এই তাদের নিজস্ব অ্যাপ ব্যবহারের ফলে সংস্থার খরচ বাঁচবে ৷

নতুন এই ম্যাপ সম্পর্কিত সমস্ত তথ্য ওলা সিইও ভাবিশ আগরওয়াল এক্স হ্যান্ডলে টুইট করে জানিয়েছেন ৷ ওই টুইটে তিনি লেখেন, "একমাস আগে আমার মাইক্রোসফটের আজুর ম্যাপ ব্যবহার বন্ধ করেছি, এবার পুরোপুরি গুগল ম্য়াপও ব্যবহারও বন্ধ হল ৷ ফলে সংস্থার সাশ্রয় হয়েছে অনেকটা ৷ বছরে 100 কোটি টাকা খরচ বাঁচবে ৷" যাত্রী ও চালকদেরও ওলার নিজস্ব অ্যাপ ব্য়বহারের পরামর্শ দিয়েছেন তিনি ৷ শীঘ্রই এই ম্যাপে স্ট্রিট ভিউ, এনইআরএফ, ইনডোর ইমেজ, 3ডি ম্যাপ, ড্রোন ম্যাপ ফিচারও আসবে ৷

ওলার এই নতুন ম্যাপের বিস্তারিত বর্ণনা প্রসঙ্গে অ্যাপ ক্যাব পরিষেবা প্রদানকারী সংস্থার সিইও আরও জানান, ওলার অ্যাপে রাস্তার দৃশ্য, অপিরিচিত ছোট-ছোট রাস্তার ছবি, 3D মানচিত্র এবং এমনকি ড্রোন মানচিত্র যুক্ত থাকবে । আগামিদিনে এই ম্যাপটির আরও উন্নত হবে আমজনতার সুবিধার্থে ৷ সাধারণ নাগরিকরা গুগল ম্যাপ বিনামূল্যে ব্যবহারের সুযোগ পেতেন ৷ কিন্তু ব্যবহার করতে গেলে টাকা লাগত ৷ এবার থেকে ওলা তার নিজস্ব অ্যাপ ব্যবহারের ফলে খরচ কমবে ৷ এই অ্যাপ আরও উন্নত করতে সংস্থাটি পরীক্ষা-নিরীক্ষা চালাবে ৷

সংস্থার সিইও জানান, নিজস্ব প্রযুক্তি তৈরি করে, ওলা শুধু খরচ বাঁচাচ্ছে না, উদ্ভাবনে তাদের শক্তিও দেখাচ্ছে । OLA মানচিত্রের নতুন বৈশিষ্ট্য এবং ক্রুট্রিম ক্লাউডে এর API-এর উপলব্ধতার অর্থ হল সংস্থা ব্যবহারকারীদের ভবিষ্যতে আরও মসৃণ পরিষেবা দিতে প্রস্তুত ৷ ওলার এই পদক্ষেপ সংস্থার ব্যবসায়িক পরিষেবাগুলির ক্ষেত্রে নিজস্ব প্রযুক্তি ব্যবহারের ইতিবাচক দিকটি তুলে ধরেছে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.