ETV Bharat / technology

বড়দিনের আগে বাজারে আসছে Honda Amaze-এর ফেসলিফট মডেল

Honda Cars কমপ্যাক্ট সেডান Honda Amaze-এর নতুন মডেল লঞ্চ করতে চলেছে ৷ সম্প্রতি ফেসলিফট মডেলের ছবি ও ফিচার প্রকাশ্যে এনেছে সংস্থাটি ৷

Etv Bharat
2024 Honda Amaze (ছবি Honda Cars India)
author img

By ETV Bharat Tech Team

Published : Nov 12, 2024, 3:03 PM IST

হায়দরাবাদ: সদ্য় ভারতীয় বাজারে Maruti Suzuki লঞ্চ করেছে তাদের নতুন Maruti Dzire ৷ তারপরই নেক্সস্ট জেনেরেশন কমপ্যাক্ট সেডান Honda Amaze বাজারে আনার দিন ঘোষণা করল Honda Cars India । জানানো হয়েছে, চলতি বছরের ডিসেম্বরের 4 তারিখে Honda Amaze-এর ফেসলিফ্ট মডেল বাজারে আসবে ৷ নতুন এই মডেলের বাহ্যিক এবং অভ্যন্তরীণ ডিজাইনের কিছু পরিবর্তন আনা হয়েছে। নতুন Honda Amaze--এর লেটেস্ট ডিজাইনের সঙ্গে সামঞ্জস্য রয়েছে সিটি সেডান এবং এলিভেট SUV-র ৷

গাড়ি প্রেমীদের জন্য় চারটি ভ্যারিয়েন্টে 2025 Jeep Meridian

নতুন Honda Amaze-এর এক্সটেরিয়র ডিজাইন
নতুন Honda Amaze-এর সামনের দিকটি হন্ডার Evate SUV-এর থেকে আকারে একটু ছোট ৷ নতুন হেডল্যাম্পগুলি বেঁকানো টাইপের ৷ LED ডে টাইম রানিং ল্যাম্প রয়েছে এতে ৷ মসৃণ ক্রোম ট্রিম হেডলাইট ব্যবহার করা হয়েছে, হন্ডার এলিভেটের মডেলে সাধারণত এই ধরনের হেড লাইট ব্যবহার করা হয়েছে ৷ Amaze-এ রয়েছে একটি ষড়ভুজাকার গ্রিল ৷ এটি হেড লাইটটিকে ক্ষতির হাত থেকে রক্ষা করবে ৷

এছাড়াও হন্ডার ফেসলিফট মডেলে রয়েছে ফগ লাইট ৷ হন্ডা অ্যামেজে রয়েছে মাল্টি-স্পোক অ্যালয় হুইল ৷ পিছনের অংশটি দেখতে হোন্ডা সিটির মতো ৷ নম্বর প্লেট হাউজিংয়ের পাশের টেল-ল্যাম্পগুলিও সিটির সঙ্গে সামঞ্জস্য রেখে দেওয়া হয়েছে ৷ নতুন হন্ডা অ্যামেজের পিছনের বাম্পারটি আলাদা আগের মডেলের থেকে ৷ নতুন Honda Amaze অত্যাধুনিক সেডান মডেলের গাড়ির মতোই ৷ এমনটাই জানানো হয়েছে Honda Cars India-র তরফে ৷

চলতি বছরের শেষে ভারতীয় বাজারে আসছে Triumph Tiger Sport 800

নতুন Honda Amaze-এর ইন্টেরিয়র ডিজাইন
ইন্টেরিয়র ডিজাইনেও পরিবর্তন আনা হয়েছে ৷ এটির ড্যাশবোর্ড ডিজাইন Honda Elevate-এর মতো ৷ ফ্রি-স্ট্যান্ডিং টাচস্ক্রিন ইনফোটেইনমেন্ট সিস্টেম, এইচভিএসি কন্ট্রোল, সেমি-ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার এবং মাল্টি-ফাংশন স্টিয়ারিং হুইল। এটার চার্জিং সেলফ, ইউএসবি পোর্ট এবং দুটি কাপ হোল্ডার রয়েছে। ড্যাশবোর্ডেও দেওয়া হয়েছে ডুয়েলটোন ফিনিশ ৷ কালো এবং বেইজ থিমের সঙ্গে রূপলী রঙের হাইলাইট করা হয়েছে ।

নতুন Honda Amaze-এর Powertrain
পাওয়ারট্রেনের কথা বলতে গেলে, নতুন Honda Amaze একটি 1.2-লিটার পেট্রোল ইঞ্জিন রয়েছে ৷ যা 5-স্পীড ম্যানুয়াল বা CVT স্বয়ংক্রিয় গিয়ারবক্সের সঙ্গে যুক্ত ৷ এছাড়াও, এটি সিএনজি চালানোর ব্য়বস্থা থাকতে পারে ৷ নতুন Honda Amaze সরাসরি Maruti Dzire-এর সঙ্গে পাল্লা দিতে পারবে বলে মনে করছে Honda Cars India । এছাড়াও, এটি Hyundai Aura এবং Tata Tigor-এর মতো গাড়ির সঙ্গে প্রতিযোগিতায় যোগ দিতে সক্ষম ৷

উৎসবে টয়োটা! অতিরিক্ত 20 হাজার দিলেই গাড়ির সঙ্গে অ্যাক্সেসরিজ

হায়দরাবাদ: সদ্য় ভারতীয় বাজারে Maruti Suzuki লঞ্চ করেছে তাদের নতুন Maruti Dzire ৷ তারপরই নেক্সস্ট জেনেরেশন কমপ্যাক্ট সেডান Honda Amaze বাজারে আনার দিন ঘোষণা করল Honda Cars India । জানানো হয়েছে, চলতি বছরের ডিসেম্বরের 4 তারিখে Honda Amaze-এর ফেসলিফ্ট মডেল বাজারে আসবে ৷ নতুন এই মডেলের বাহ্যিক এবং অভ্যন্তরীণ ডিজাইনের কিছু পরিবর্তন আনা হয়েছে। নতুন Honda Amaze--এর লেটেস্ট ডিজাইনের সঙ্গে সামঞ্জস্য রয়েছে সিটি সেডান এবং এলিভেট SUV-র ৷

গাড়ি প্রেমীদের জন্য় চারটি ভ্যারিয়েন্টে 2025 Jeep Meridian

নতুন Honda Amaze-এর এক্সটেরিয়র ডিজাইন
নতুন Honda Amaze-এর সামনের দিকটি হন্ডার Evate SUV-এর থেকে আকারে একটু ছোট ৷ নতুন হেডল্যাম্পগুলি বেঁকানো টাইপের ৷ LED ডে টাইম রানিং ল্যাম্প রয়েছে এতে ৷ মসৃণ ক্রোম ট্রিম হেডলাইট ব্যবহার করা হয়েছে, হন্ডার এলিভেটের মডেলে সাধারণত এই ধরনের হেড লাইট ব্যবহার করা হয়েছে ৷ Amaze-এ রয়েছে একটি ষড়ভুজাকার গ্রিল ৷ এটি হেড লাইটটিকে ক্ষতির হাত থেকে রক্ষা করবে ৷

এছাড়াও হন্ডার ফেসলিফট মডেলে রয়েছে ফগ লাইট ৷ হন্ডা অ্যামেজে রয়েছে মাল্টি-স্পোক অ্যালয় হুইল ৷ পিছনের অংশটি দেখতে হোন্ডা সিটির মতো ৷ নম্বর প্লেট হাউজিংয়ের পাশের টেল-ল্যাম্পগুলিও সিটির সঙ্গে সামঞ্জস্য রেখে দেওয়া হয়েছে ৷ নতুন হন্ডা অ্যামেজের পিছনের বাম্পারটি আলাদা আগের মডেলের থেকে ৷ নতুন Honda Amaze অত্যাধুনিক সেডান মডেলের গাড়ির মতোই ৷ এমনটাই জানানো হয়েছে Honda Cars India-র তরফে ৷

চলতি বছরের শেষে ভারতীয় বাজারে আসছে Triumph Tiger Sport 800

নতুন Honda Amaze-এর ইন্টেরিয়র ডিজাইন
ইন্টেরিয়র ডিজাইনেও পরিবর্তন আনা হয়েছে ৷ এটির ড্যাশবোর্ড ডিজাইন Honda Elevate-এর মতো ৷ ফ্রি-স্ট্যান্ডিং টাচস্ক্রিন ইনফোটেইনমেন্ট সিস্টেম, এইচভিএসি কন্ট্রোল, সেমি-ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার এবং মাল্টি-ফাংশন স্টিয়ারিং হুইল। এটার চার্জিং সেলফ, ইউএসবি পোর্ট এবং দুটি কাপ হোল্ডার রয়েছে। ড্যাশবোর্ডেও দেওয়া হয়েছে ডুয়েলটোন ফিনিশ ৷ কালো এবং বেইজ থিমের সঙ্গে রূপলী রঙের হাইলাইট করা হয়েছে ।

নতুন Honda Amaze-এর Powertrain
পাওয়ারট্রেনের কথা বলতে গেলে, নতুন Honda Amaze একটি 1.2-লিটার পেট্রোল ইঞ্জিন রয়েছে ৷ যা 5-স্পীড ম্যানুয়াল বা CVT স্বয়ংক্রিয় গিয়ারবক্সের সঙ্গে যুক্ত ৷ এছাড়াও, এটি সিএনজি চালানোর ব্য়বস্থা থাকতে পারে ৷ নতুন Honda Amaze সরাসরি Maruti Dzire-এর সঙ্গে পাল্লা দিতে পারবে বলে মনে করছে Honda Cars India । এছাড়াও, এটি Hyundai Aura এবং Tata Tigor-এর মতো গাড়ির সঙ্গে প্রতিযোগিতায় যোগ দিতে সক্ষম ৷

উৎসবে টয়োটা! অতিরিক্ত 20 হাজার দিলেই গাড়ির সঙ্গে অ্যাক্সেসরিজ

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.