ক্যালিফোর্নিয়া, 7 ফেব্রুয়ারি: প্রযুক্তি যত আধুনিক হয়েছে, সোশাল মিডিয়ায় ততই মানুষ ঠকানোর নতুন নতুন উপায় বেরিয়েছে ৷ আর তার জেরে নাস্তানাবুদ সাধারণ মানুষ থেকে প্রশাসন ৷ এর মধ্যেই 2024 সালে বিশ্বের বহু দেশে নির্বাচন ৷ বিশেষত বিশ্বের সবচেয়ে বড় গণতান্ত্রিক রাষ্ট্র ভারত এবং প্রাচীনতম গণতান্ত্রিক দেশ আমেরিকায় নির্বাচন হবে এবছর ৷ তার আগে সোশাল মিডিয়ায় ডিপফেক বা আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স ব্যবহৃত ছবি চিহ্নিত করার পদক্ষেপ করবে মেটা ৷
মঙ্গলবার এই প্ল্যাটফর্মের এআই সার্ভিস এই কথা জানিয়েছে ৷ এই ধরপাকড়ের জন্য অদৃশ্য কিছু টুল তৈরি করা হয়েছে ৷ সেগুলিই সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়া এআই ছবি, ডিপফেক ছবিগুলিকে চিহ্নিত করবে ৷ তবে গ্রাহক যদি আগেভাগে জানিয়ে দেয় যে তিনি এআই জেনারেটেড ছবি, ভিডিয়ো, অডিয়ো ব্যবহার করছেন, তাহলে সমস্যা অনেকটাই কমে যাবে ৷
মেটা জানিয়েছে, আগামী মাসগুলিতে ভারত আর আমেরিকায় নির্বাচন ৷ এই অবস্থায় কোম্পানির নীতি প্রণয়নকারীরা উঠেপড়ে লেগেছেন, ফেসবুক, ইনস্টাগ্রাম, থ্রেডসের মতো সোশাল মিডিয়া সাইটগুলিতে বহু গ্রাহক এআই-জেনারেটেড ছবি পোস্ট করেন ৷ এক বছরের মধ্যে ডিপফেক-সহ এই ধরনের ছবিগুলিকে চিহ্নিত করবে মেটা ৷
গ্রাহকদের সুবিধার্থে মেটা একটি নতুন ফিচারও আনছে ৷ ইউজাররা এআই জেনারেটেড ছবি, ভিডিয়ো, অডিয়ো পোস্ট করার সময় তা সংশ্লিষ্ট সোশাল মিডিয়া সাইটে জানাতে পারে ৷ এর ফলে তাদের ওই পোস্টগুলিতে আলাদা করে লেবেল করে দেবে মেটা ৷ একটি বিবৃতিতে গ্লোবাল অ্যাফেয়ার্সের প্রেসিডেন্ট নিক ক্লেগ জানিয়েছেন, "মানুষ নিজে থেকে ডিসক্লোজার এবং লেবেল টুল দু'টি ব্যবহার করুক ৷ তারা যখন ডিজিটাল মাধ্যমে তৈরি অরগ্যানিক ফোটোরিয়্যালিস্টিক ভিডিয়ো বা রিয়্যালিস্টিক-সাউন্ডিং অডিয়ো কনটেন্ট, বা কোনও ছবি বদলে সেটি পোস্ট করছে, তখন এই টুল দু'টি ব্যবহার করুক, আমরা সেটা চাই ৷ আর যদি তা না করে, তাহলে আমরা তাকে জরিমানা করতে পারি ৷"
মেটা যদি বুঝতে পারে, এই ধরনের কনটেন্ট দিয়ে কোনও বিষয়ের গুরুত্বকে খাটো করা হচ্ছে ৷ অথবা কোনও একটি বিশেষ বিষয়ে মানুষকে ঠকানোর ঝুঁকি থাকে, তাহলে আরও যথার্থ কোনও লেবেল নিয়ে আসবে মেটা ৷ বিশ্বজুড়ে প্রতিদিন মেটা পরিবারের ফেসবুক, ইনস্টাগ্রাম, মেসেনজার এবং হোয়াটসঅ্যাপ ব্যবহার করে 314 কোটি মানুষ ৷
আরও পড়ুন: