ETV Bharat / technology

সাইবার প্রতারণা ঠেকাতে মেটার 'স্ক্যাম সে বাঁচো' কর্মসূচি - SCAM SE BACHO CAMPAIGN

ভারত সরকারের সহযোগিতায়, মেটা অনলাইন স্ক্যাম থেকে কীভাবে নিরাপদ থাকতে হয় সে সম্পর্কে নাগরিকদের সচেতন করতে 'স্ক্যাম সে বাঁচো' সুরক্ষা প্রচারাভিযান চালু করেছে ৷

SCAM SE BACHO CAMPAIGN
মেটার 'স্ক্যাম সে বাঁচো' প্রচারাভিযান (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 19, 2024, 2:56 PM IST

নয়াদিল্লি: নাগরিক সুরক্ষার্থে এগিয়ে এল মেটা ৷ মেটার ইলেকট্রনিক্স -তথ্য প্রযুক্তি বিভাগ ও কেন্দ্রীয় সরকারের সাইবার ক্রাইম কোঅর্ডিনেশন সেন্টার (I4C) এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রক (MIB) যৌথ উদ্যোগে নাগরিক স্বার্থে 'স্ক্যাম সে বাঁচো' একটি প্রচার অভিযান শুরু করেছে ৷ অনলাইন স্ক্যাম সম্পর্কে দেশবাসীকে সচতেন করতেই এই উদ্যোগ ৷

গুগল ক্রোম ব্যবহার করছেন, তবে তথ্য চুরি থেকে সাবধান !

নাগরিকদের শিক্ষিত হবে: প্রযুক্তির উন্নয়নের সঙ্গে অনলাইন স্ক্যাম এবং সাইবার ক্রাইমের সংখ্যা ক্রমশ বাড়ছে ৷ সাইবার অপরাধ থেকে দেশবাসীকে সচেতন করতেই মেটা বৃহস্পতিবার দিল্লিতে তার দুই মাসের প্রচার পর্ব শুরু করেছে । 9টি ভাষায় প্রচার পর্ব চলবে ৷ কীভাবে অনলাইন স্ক্যাম সনাক্ত করা যায় সেটিও উল্লেখ করা হয়েছে এই প্রচার অভিযানে ৷

নতুন রূপে Google Play Store, আরও সহজ অ্যাপ ইনস্টল

স্ক্যাম সনাক্ত করণ: মেটার এই সচেতনতা মূলক প্রচার অভিযানে বলিউড তারকা আয়ুষ্মান খুরানা অভিনীত একটি শিক্ষামূলক চলচ্চিত্র দেখানো হয়েছে। যেখানে দেখানো হয়েছে ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপে অনেক নিরাপত্তার ফিচার আছে ৷ এই সমস্ত অ্যাপ প্রতিটি ব্য়াবহারকারীর ব্যক্তিগত তথ্য নিরাপদ রাখে ৷ এই অ্যাপগুলি সাবধানতার সঙ্গে ব্যবহার করা দরকার ৷

অনলাইন স্ক্যাম কীভাবে বাঁচবেন: মেটার 'স্ক্যাম সে বাঁচো' একটি প্রচার অভিযানে উল্লেখ করা হয়েছে হোয়াটঅ্যাপ, ইনস্টাগ্রাম, ফেসবুক-এর মতো সোশাল মিডিয়া হ্যান্ডেলগুলিতে 'টু-স্টেপ ভেরিফিকেশেন' অপশন অন রাখার পরমর্শ দেওয়া হয়েছে ৷ সেইসঙ্গে ব্লক, রিপোর্ট ও কিভাবে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট্র গোপনীয়তা বজায় রাখা যায় সেই ব্যাপারেও পরামর্শ দেওয়া হয়েছে ৷ Meta নাগরিক নিরাপত্তা রক্ষায় সর্বদা সচেতন ৷ ইনস্টাগ্রামে সচেতনতা চালানো হচ্ছে বলে উল্লেখ করা হয়েছে মেটার তরফে ৷

হোয়াটসঅ্যাপে নতুন ফিচার, ভিডিয়ো কলে ব্যাকগ্রাউন্ড পরিবর্তন থেকে লো লাইট মোড

এই সতচেতনা অভিযানেই কেন্দ্রীয় তথ্য ও প্রযুক্তি মন্ত্রকের সচিব এস. কৃষ্ণান বলেন, "অনলাইন স্ক্যাম এবং জালিয়াতির সমস্যা থেকে দেশেবাসীকে বাঁচাতে Meta-র সঙ্গে যৌথ উদ্যোগে এই সচেতনতা শিবিরের আয়োজন করা হয়েছে ৷ ডিজিটালি এগিয়ে যাচ্ছে এই দেশ ৷ নাগরিকদের নিরাপত্তা ব্যবস্থা সুনিশ্চিত করছে ৷ সাইবার অপরাধীদের হাত থেকে নাগরিকরা যাতে সুরক্ষিত রাখতে এই সচেতনতা কর্মসূচি ৷ আমাদের এই প্রচেষ্টা দেশবাসী নিরাপদে রাখবে বলে ৷"

পাশাপাশি তথ্য ও সম্প্রচার মন্ত্রকের সচিব সঞ্জয় জাজু বলেন, "ভারত 900 মিলিয়নেরও বেশি ইন্টারনেট ব্যবহারকারী ৷ বিশ্বব্যাপী ডিজিটাল বিপ্লবের সঙ্গে পাল্লা দিতে UPI লেনদেনে নজির সৃষ্টি করেছে ৷ নাগরিকদের ডিজিটাল নিরাপত্তা সুনিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ ৷ মেটার 'স্ক্যাম সে বাঁচো' প্রচারাভিযান খুবই গুরুত্বপূর্ণ ৷ এটি নাগরিকদের অনলাইন স্ক্যাম থেকে বাঁচাতে সময়োপযোগী এবং অত্যন্ত প্রয়োজনীয় পদক্ষেপ।" মেটার এই 'স্ক্যাম সে বাঁচো' সচেতনতা সময়পযোগী উদ্যোগ বলে মনে করেছেন ইন্ডিয়ান সাইবার ক্রাইম কোঅর্ডিনেশন সেন্টারের সিইও রাজেশ কুমার ৷

মানব জাতির প্রভাবে নয়, প্রাকৃতিক কারণে বিশ্ব উষ্ণায়ন

নয়াদিল্লি: নাগরিক সুরক্ষার্থে এগিয়ে এল মেটা ৷ মেটার ইলেকট্রনিক্স -তথ্য প্রযুক্তি বিভাগ ও কেন্দ্রীয় সরকারের সাইবার ক্রাইম কোঅর্ডিনেশন সেন্টার (I4C) এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রক (MIB) যৌথ উদ্যোগে নাগরিক স্বার্থে 'স্ক্যাম সে বাঁচো' একটি প্রচার অভিযান শুরু করেছে ৷ অনলাইন স্ক্যাম সম্পর্কে দেশবাসীকে সচতেন করতেই এই উদ্যোগ ৷

গুগল ক্রোম ব্যবহার করছেন, তবে তথ্য চুরি থেকে সাবধান !

নাগরিকদের শিক্ষিত হবে: প্রযুক্তির উন্নয়নের সঙ্গে অনলাইন স্ক্যাম এবং সাইবার ক্রাইমের সংখ্যা ক্রমশ বাড়ছে ৷ সাইবার অপরাধ থেকে দেশবাসীকে সচেতন করতেই মেটা বৃহস্পতিবার দিল্লিতে তার দুই মাসের প্রচার পর্ব শুরু করেছে । 9টি ভাষায় প্রচার পর্ব চলবে ৷ কীভাবে অনলাইন স্ক্যাম সনাক্ত করা যায় সেটিও উল্লেখ করা হয়েছে এই প্রচার অভিযানে ৷

নতুন রূপে Google Play Store, আরও সহজ অ্যাপ ইনস্টল

স্ক্যাম সনাক্ত করণ: মেটার এই সচেতনতা মূলক প্রচার অভিযানে বলিউড তারকা আয়ুষ্মান খুরানা অভিনীত একটি শিক্ষামূলক চলচ্চিত্র দেখানো হয়েছে। যেখানে দেখানো হয়েছে ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপে অনেক নিরাপত্তার ফিচার আছে ৷ এই সমস্ত অ্যাপ প্রতিটি ব্য়াবহারকারীর ব্যক্তিগত তথ্য নিরাপদ রাখে ৷ এই অ্যাপগুলি সাবধানতার সঙ্গে ব্যবহার করা দরকার ৷

অনলাইন স্ক্যাম কীভাবে বাঁচবেন: মেটার 'স্ক্যাম সে বাঁচো' একটি প্রচার অভিযানে উল্লেখ করা হয়েছে হোয়াটঅ্যাপ, ইনস্টাগ্রাম, ফেসবুক-এর মতো সোশাল মিডিয়া হ্যান্ডেলগুলিতে 'টু-স্টেপ ভেরিফিকেশেন' অপশন অন রাখার পরমর্শ দেওয়া হয়েছে ৷ সেইসঙ্গে ব্লক, রিপোর্ট ও কিভাবে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট্র গোপনীয়তা বজায় রাখা যায় সেই ব্যাপারেও পরামর্শ দেওয়া হয়েছে ৷ Meta নাগরিক নিরাপত্তা রক্ষায় সর্বদা সচেতন ৷ ইনস্টাগ্রামে সচেতনতা চালানো হচ্ছে বলে উল্লেখ করা হয়েছে মেটার তরফে ৷

হোয়াটসঅ্যাপে নতুন ফিচার, ভিডিয়ো কলে ব্যাকগ্রাউন্ড পরিবর্তন থেকে লো লাইট মোড

এই সতচেতনা অভিযানেই কেন্দ্রীয় তথ্য ও প্রযুক্তি মন্ত্রকের সচিব এস. কৃষ্ণান বলেন, "অনলাইন স্ক্যাম এবং জালিয়াতির সমস্যা থেকে দেশেবাসীকে বাঁচাতে Meta-র সঙ্গে যৌথ উদ্যোগে এই সচেতনতা শিবিরের আয়োজন করা হয়েছে ৷ ডিজিটালি এগিয়ে যাচ্ছে এই দেশ ৷ নাগরিকদের নিরাপত্তা ব্যবস্থা সুনিশ্চিত করছে ৷ সাইবার অপরাধীদের হাত থেকে নাগরিকরা যাতে সুরক্ষিত রাখতে এই সচেতনতা কর্মসূচি ৷ আমাদের এই প্রচেষ্টা দেশবাসী নিরাপদে রাখবে বলে ৷"

পাশাপাশি তথ্য ও সম্প্রচার মন্ত্রকের সচিব সঞ্জয় জাজু বলেন, "ভারত 900 মিলিয়নেরও বেশি ইন্টারনেট ব্যবহারকারী ৷ বিশ্বব্যাপী ডিজিটাল বিপ্লবের সঙ্গে পাল্লা দিতে UPI লেনদেনে নজির সৃষ্টি করেছে ৷ নাগরিকদের ডিজিটাল নিরাপত্তা সুনিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ ৷ মেটার 'স্ক্যাম সে বাঁচো' প্রচারাভিযান খুবই গুরুত্বপূর্ণ ৷ এটি নাগরিকদের অনলাইন স্ক্যাম থেকে বাঁচাতে সময়োপযোগী এবং অত্যন্ত প্রয়োজনীয় পদক্ষেপ।" মেটার এই 'স্ক্যাম সে বাঁচো' সচেতনতা সময়পযোগী উদ্যোগ বলে মনে করেছেন ইন্ডিয়ান সাইবার ক্রাইম কোঅর্ডিনেশন সেন্টারের সিইও রাজেশ কুমার ৷

মানব জাতির প্রভাবে নয়, প্রাকৃতিক কারণে বিশ্ব উষ্ণায়ন

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.