ETV Bharat / technology

সাইবার প্রতারণা ঠেকাতে মেটার 'স্ক্যাম সে বাঁচো' কর্মসূচি

ভারত সরকারের সহযোগিতায়, মেটা অনলাইন স্ক্যাম থেকে কীভাবে নিরাপদ থাকতে হয় সে সম্পর্কে নাগরিকদের সচেতন করতে 'স্ক্যাম সে বাঁচো' সুরক্ষা প্রচারাভিযান চালু করেছে ৷

author img

By ETV Bharat Bangla Team

Published : 2 hours ago

SCAM SE BACHO CAMPAIGN
মেটার 'স্ক্যাম সে বাঁচো' প্রচারাভিযান (ইটিভি ভারত)

নয়াদিল্লি: নাগরিক সুরক্ষার্থে এগিয়ে এল মেটা ৷ মেটার ইলেকট্রনিক্স -তথ্য প্রযুক্তি বিভাগ ও কেন্দ্রীয় সরকারের সাইবার ক্রাইম কোঅর্ডিনেশন সেন্টার (I4C) এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রক (MIB) যৌথ উদ্যোগে নাগরিক স্বার্থে 'স্ক্যাম সে বাঁচো' একটি প্রচার অভিযান শুরু করেছে ৷ অনলাইন স্ক্যাম সম্পর্কে দেশবাসীকে সচতেন করতেই এই উদ্যোগ ৷

গুগল ক্রোম ব্যবহার করছেন, তবে তথ্য চুরি থেকে সাবধান !

নাগরিকদের শিক্ষিত হবে: প্রযুক্তির উন্নয়নের সঙ্গে অনলাইন স্ক্যাম এবং সাইবার ক্রাইমের সংখ্যা ক্রমশ বাড়ছে ৷ সাইবার অপরাধ থেকে দেশবাসীকে সচেতন করতেই মেটা বৃহস্পতিবার দিল্লিতে তার দুই মাসের প্রচার পর্ব শুরু করেছে । 9টি ভাষায় প্রচার পর্ব চলবে ৷ কীভাবে অনলাইন স্ক্যাম সনাক্ত করা যায় সেটিও উল্লেখ করা হয়েছে এই প্রচার অভিযানে ৷

নতুন রূপে Google Play Store, আরও সহজ অ্যাপ ইনস্টল

স্ক্যাম সনাক্ত করণ: মেটার এই সচেতনতা মূলক প্রচার অভিযানে বলিউড তারকা আয়ুষ্মান খুরানা অভিনীত একটি শিক্ষামূলক চলচ্চিত্র দেখানো হয়েছে। যেখানে দেখানো হয়েছে ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপে অনেক নিরাপত্তার ফিচার আছে ৷ এই সমস্ত অ্যাপ প্রতিটি ব্য়াবহারকারীর ব্যক্তিগত তথ্য নিরাপদ রাখে ৷ এই অ্যাপগুলি সাবধানতার সঙ্গে ব্যবহার করা দরকার ৷

অনলাইন স্ক্যাম কীভাবে বাঁচবেন: মেটার 'স্ক্যাম সে বাঁচো' একটি প্রচার অভিযানে উল্লেখ করা হয়েছে হোয়াটঅ্যাপ, ইনস্টাগ্রাম, ফেসবুক-এর মতো সোশাল মিডিয়া হ্যান্ডেলগুলিতে 'টু-স্টেপ ভেরিফিকেশেন' অপশন অন রাখার পরমর্শ দেওয়া হয়েছে ৷ সেইসঙ্গে ব্লক, রিপোর্ট ও কিভাবে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট্র গোপনীয়তা বজায় রাখা যায় সেই ব্যাপারেও পরামর্শ দেওয়া হয়েছে ৷ Meta নাগরিক নিরাপত্তা রক্ষায় সর্বদা সচেতন ৷ ইনস্টাগ্রামে সচেতনতা চালানো হচ্ছে বলে উল্লেখ করা হয়েছে মেটার তরফে ৷

হোয়াটসঅ্যাপে নতুন ফিচার, ভিডিয়ো কলে ব্যাকগ্রাউন্ড পরিবর্তন থেকে লো লাইট মোড

এই সতচেতনা অভিযানেই কেন্দ্রীয় তথ্য ও প্রযুক্তি মন্ত্রকের সচিব এস. কৃষ্ণান বলেন, "অনলাইন স্ক্যাম এবং জালিয়াতির সমস্যা থেকে দেশেবাসীকে বাঁচাতে Meta-র সঙ্গে যৌথ উদ্যোগে এই সচেতনতা শিবিরের আয়োজন করা হয়েছে ৷ ডিজিটালি এগিয়ে যাচ্ছে এই দেশ ৷ নাগরিকদের নিরাপত্তা ব্যবস্থা সুনিশ্চিত করছে ৷ সাইবার অপরাধীদের হাত থেকে নাগরিকরা যাতে সুরক্ষিত রাখতে এই সচেতনতা কর্মসূচি ৷ আমাদের এই প্রচেষ্টা দেশবাসী নিরাপদে রাখবে বলে ৷"

পাশাপাশি তথ্য ও সম্প্রচার মন্ত্রকের সচিব সঞ্জয় জাজু বলেন, "ভারত 900 মিলিয়নেরও বেশি ইন্টারনেট ব্যবহারকারী ৷ বিশ্বব্যাপী ডিজিটাল বিপ্লবের সঙ্গে পাল্লা দিতে UPI লেনদেনে নজির সৃষ্টি করেছে ৷ নাগরিকদের ডিজিটাল নিরাপত্তা সুনিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ ৷ মেটার 'স্ক্যাম সে বাঁচো' প্রচারাভিযান খুবই গুরুত্বপূর্ণ ৷ এটি নাগরিকদের অনলাইন স্ক্যাম থেকে বাঁচাতে সময়োপযোগী এবং অত্যন্ত প্রয়োজনীয় পদক্ষেপ।" মেটার এই 'স্ক্যাম সে বাঁচো' সচেতনতা সময়পযোগী উদ্যোগ বলে মনে করেছেন ইন্ডিয়ান সাইবার ক্রাইম কোঅর্ডিনেশন সেন্টারের সিইও রাজেশ কুমার ৷

মানব জাতির প্রভাবে নয়, প্রাকৃতিক কারণে বিশ্ব উষ্ণায়ন

নয়াদিল্লি: নাগরিক সুরক্ষার্থে এগিয়ে এল মেটা ৷ মেটার ইলেকট্রনিক্স -তথ্য প্রযুক্তি বিভাগ ও কেন্দ্রীয় সরকারের সাইবার ক্রাইম কোঅর্ডিনেশন সেন্টার (I4C) এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রক (MIB) যৌথ উদ্যোগে নাগরিক স্বার্থে 'স্ক্যাম সে বাঁচো' একটি প্রচার অভিযান শুরু করেছে ৷ অনলাইন স্ক্যাম সম্পর্কে দেশবাসীকে সচতেন করতেই এই উদ্যোগ ৷

গুগল ক্রোম ব্যবহার করছেন, তবে তথ্য চুরি থেকে সাবধান !

নাগরিকদের শিক্ষিত হবে: প্রযুক্তির উন্নয়নের সঙ্গে অনলাইন স্ক্যাম এবং সাইবার ক্রাইমের সংখ্যা ক্রমশ বাড়ছে ৷ সাইবার অপরাধ থেকে দেশবাসীকে সচেতন করতেই মেটা বৃহস্পতিবার দিল্লিতে তার দুই মাসের প্রচার পর্ব শুরু করেছে । 9টি ভাষায় প্রচার পর্ব চলবে ৷ কীভাবে অনলাইন স্ক্যাম সনাক্ত করা যায় সেটিও উল্লেখ করা হয়েছে এই প্রচার অভিযানে ৷

নতুন রূপে Google Play Store, আরও সহজ অ্যাপ ইনস্টল

স্ক্যাম সনাক্ত করণ: মেটার এই সচেতনতা মূলক প্রচার অভিযানে বলিউড তারকা আয়ুষ্মান খুরানা অভিনীত একটি শিক্ষামূলক চলচ্চিত্র দেখানো হয়েছে। যেখানে দেখানো হয়েছে ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপে অনেক নিরাপত্তার ফিচার আছে ৷ এই সমস্ত অ্যাপ প্রতিটি ব্য়াবহারকারীর ব্যক্তিগত তথ্য নিরাপদ রাখে ৷ এই অ্যাপগুলি সাবধানতার সঙ্গে ব্যবহার করা দরকার ৷

অনলাইন স্ক্যাম কীভাবে বাঁচবেন: মেটার 'স্ক্যাম সে বাঁচো' একটি প্রচার অভিযানে উল্লেখ করা হয়েছে হোয়াটঅ্যাপ, ইনস্টাগ্রাম, ফেসবুক-এর মতো সোশাল মিডিয়া হ্যান্ডেলগুলিতে 'টু-স্টেপ ভেরিফিকেশেন' অপশন অন রাখার পরমর্শ দেওয়া হয়েছে ৷ সেইসঙ্গে ব্লক, রিপোর্ট ও কিভাবে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট্র গোপনীয়তা বজায় রাখা যায় সেই ব্যাপারেও পরামর্শ দেওয়া হয়েছে ৷ Meta নাগরিক নিরাপত্তা রক্ষায় সর্বদা সচেতন ৷ ইনস্টাগ্রামে সচেতনতা চালানো হচ্ছে বলে উল্লেখ করা হয়েছে মেটার তরফে ৷

হোয়াটসঅ্যাপে নতুন ফিচার, ভিডিয়ো কলে ব্যাকগ্রাউন্ড পরিবর্তন থেকে লো লাইট মোড

এই সতচেতনা অভিযানেই কেন্দ্রীয় তথ্য ও প্রযুক্তি মন্ত্রকের সচিব এস. কৃষ্ণান বলেন, "অনলাইন স্ক্যাম এবং জালিয়াতির সমস্যা থেকে দেশেবাসীকে বাঁচাতে Meta-র সঙ্গে যৌথ উদ্যোগে এই সচেতনতা শিবিরের আয়োজন করা হয়েছে ৷ ডিজিটালি এগিয়ে যাচ্ছে এই দেশ ৷ নাগরিকদের নিরাপত্তা ব্যবস্থা সুনিশ্চিত করছে ৷ সাইবার অপরাধীদের হাত থেকে নাগরিকরা যাতে সুরক্ষিত রাখতে এই সচেতনতা কর্মসূচি ৷ আমাদের এই প্রচেষ্টা দেশবাসী নিরাপদে রাখবে বলে ৷"

পাশাপাশি তথ্য ও সম্প্রচার মন্ত্রকের সচিব সঞ্জয় জাজু বলেন, "ভারত 900 মিলিয়নেরও বেশি ইন্টারনেট ব্যবহারকারী ৷ বিশ্বব্যাপী ডিজিটাল বিপ্লবের সঙ্গে পাল্লা দিতে UPI লেনদেনে নজির সৃষ্টি করেছে ৷ নাগরিকদের ডিজিটাল নিরাপত্তা সুনিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ ৷ মেটার 'স্ক্যাম সে বাঁচো' প্রচারাভিযান খুবই গুরুত্বপূর্ণ ৷ এটি নাগরিকদের অনলাইন স্ক্যাম থেকে বাঁচাতে সময়োপযোগী এবং অত্যন্ত প্রয়োজনীয় পদক্ষেপ।" মেটার এই 'স্ক্যাম সে বাঁচো' সচেতনতা সময়পযোগী উদ্যোগ বলে মনে করেছেন ইন্ডিয়ান সাইবার ক্রাইম কোঅর্ডিনেশন সেন্টারের সিইও রাজেশ কুমার ৷

মানব জাতির প্রভাবে নয়, প্রাকৃতিক কারণে বিশ্ব উষ্ণায়ন

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.