ETV Bharat / technology

দোকানে নয়, ঘরে বসে অ্যাক্টিভেট করা যাবে সিম কার্ড - JIO SIM Card Activation Process - JIO SIM CARD ACTIVATION PROCESS

JIO iActive Service: Jio গ্রাহকদের জন্য নতুন আপডেট। এবার থেকে সিম কার্ড অ্যাক্টিভেশনের জন্য আর কোথাও যেতে হবে না ৷ কয়েকটি পদ্ধতি অবলম্বন করলে ঘরে বসেই অ্যাক্টিভ করতে পারবেন সিম কার্ড ৷

JIO iActive Service
ঘরে বসে অ্যাক্টিভেট জিও সিম কার্ড (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Tech Team

Published : Sep 14, 2024, 2:11 PM IST

হায়দরাবাদ: ট্য়ারিফ চার্জ বাড়ালেও গ্রাহকদের নিত্য নতুন অফার দেয় রিলায়েন্স জিও ৷ কয়েকদিন আগে সংস্থার অষ্টম অ্যানিভার্সারি অফার উপলক্ষ্যে বেশ কয়েকটি রিচার্জের উপর ছাড় দিয়েছে ৷ এবার গ্রাহকদের সুবিধার্থে iActivate পরিষেবা চালু করেছে সংস্থাটি ৷ এবার থেকে জিও সিম কার্ড অ্যাক্টিভেশনের জন্য কোনও জিও অ্যাক্সিকিউটিভের কাছে যাওয়ার প্রয়োজন নেই ৷ এবার জেনে নেওয়া যাক কীভাবে জিও সিম কার্ড অ্যাক্টিভ করবেন ৷

কিভাবে iActivate পরিষেবাগুলি ব্যবহার করবেন?:

  • রিলায়েন্স জিও ইতিমধ্যেই বিনামূল্যে সিম কার্ডের হোম ডেলিভারি শুরু করেছে।
  • সিম কার্ড নেওয়ার পর সেটি iActivate-এর সাহায্যে যেকোনো সময়, যে কোনও জায়গায় আপনার সিম কার্ড অ্যাক্টিভ করতে পারেন ৷
  • অ্যান্ড্রয়েড এবং আইফোন ব্যবহারকারীরা স্মার্টফোনের সাহায্যে সিম কার্ড অ্যাক্টিভ করতে পারবেন।
  • সিম কার্ড অ্যাক্টিভ কারার জন্য প্রথমে স্মার্টফোনে 'My Jio অ্যাপ' ইনস্টল করতে হবে।
  • এরপর অ্যাপটি ওপেন করলে, iActivate ব্যানার আসবে মোবাইলের স্ক্রিনে ।
  • যেসমস্ত তথ্য দেওয়া হবে সেগুলি অনুসরণ করুন ৷ নির্দেশিকী অনুযায়ী প্রথমে নির্দিষ্ট অপশনে ক্লিক করুন ৷ সেখান আপনার নাম, ফোন নম্বর, পিন কোড লিখুন ৷
  • আধার ওটিপি বা ডিজিলকারের সাহায্যে কেওয়াইসি সম্পূর্ণ করতে হবে। সিমটি হাতে পাওয়ার পর সেটিকে মোবাইলের সাহায্যে একটি লাইভ ছবি/ভিডিয়ো তুলতে হবে ৷ নথিগুলির লাইভ আপলোড করতে হবে।
  • এরপর রেজস্ট্রার মোবাইল নম্বরে একটি OTP আসবে ৷ সেটি দেওয়ার পর দু’টি বিকল্প দেখা যাবে ৷ একটা eSIM এবং অন্যটি সাধারণ সিম কার্ড ৷
  • পছন্দসই বিকল্পটি বেছে নিয়ে 'Go for Jio iActivate'-এ ক্লিক করতে হবে ।
  • এইভাবে আপনি এই iActivate পরিষেবাগুলি ব্যবহার করে সিম কার্ড সক্রিয় করতে পারেন।
  • অন্যথায় ডেলিভারি এজেন্টদের সাহায্যে প্রক্রিয়াটি সম্পন্ন করতে পারেন ৷

হায়দরাবাদ: ট্য়ারিফ চার্জ বাড়ালেও গ্রাহকদের নিত্য নতুন অফার দেয় রিলায়েন্স জিও ৷ কয়েকদিন আগে সংস্থার অষ্টম অ্যানিভার্সারি অফার উপলক্ষ্যে বেশ কয়েকটি রিচার্জের উপর ছাড় দিয়েছে ৷ এবার গ্রাহকদের সুবিধার্থে iActivate পরিষেবা চালু করেছে সংস্থাটি ৷ এবার থেকে জিও সিম কার্ড অ্যাক্টিভেশনের জন্য কোনও জিও অ্যাক্সিকিউটিভের কাছে যাওয়ার প্রয়োজন নেই ৷ এবার জেনে নেওয়া যাক কীভাবে জিও সিম কার্ড অ্যাক্টিভ করবেন ৷

কিভাবে iActivate পরিষেবাগুলি ব্যবহার করবেন?:

  • রিলায়েন্স জিও ইতিমধ্যেই বিনামূল্যে সিম কার্ডের হোম ডেলিভারি শুরু করেছে।
  • সিম কার্ড নেওয়ার পর সেটি iActivate-এর সাহায্যে যেকোনো সময়, যে কোনও জায়গায় আপনার সিম কার্ড অ্যাক্টিভ করতে পারেন ৷
  • অ্যান্ড্রয়েড এবং আইফোন ব্যবহারকারীরা স্মার্টফোনের সাহায্যে সিম কার্ড অ্যাক্টিভ করতে পারবেন।
  • সিম কার্ড অ্যাক্টিভ কারার জন্য প্রথমে স্মার্টফোনে 'My Jio অ্যাপ' ইনস্টল করতে হবে।
  • এরপর অ্যাপটি ওপেন করলে, iActivate ব্যানার আসবে মোবাইলের স্ক্রিনে ।
  • যেসমস্ত তথ্য দেওয়া হবে সেগুলি অনুসরণ করুন ৷ নির্দেশিকী অনুযায়ী প্রথমে নির্দিষ্ট অপশনে ক্লিক করুন ৷ সেখান আপনার নাম, ফোন নম্বর, পিন কোড লিখুন ৷
  • আধার ওটিপি বা ডিজিলকারের সাহায্যে কেওয়াইসি সম্পূর্ণ করতে হবে। সিমটি হাতে পাওয়ার পর সেটিকে মোবাইলের সাহায্যে একটি লাইভ ছবি/ভিডিয়ো তুলতে হবে ৷ নথিগুলির লাইভ আপলোড করতে হবে।
  • এরপর রেজস্ট্রার মোবাইল নম্বরে একটি OTP আসবে ৷ সেটি দেওয়ার পর দু’টি বিকল্প দেখা যাবে ৷ একটা eSIM এবং অন্যটি সাধারণ সিম কার্ড ৷
  • পছন্দসই বিকল্পটি বেছে নিয়ে 'Go for Jio iActivate'-এ ক্লিক করতে হবে ।
  • এইভাবে আপনি এই iActivate পরিষেবাগুলি ব্যবহার করে সিম কার্ড সক্রিয় করতে পারেন।
  • অন্যথায় ডেলিভারি এজেন্টদের সাহায্যে প্রক্রিয়াটি সম্পন্ন করতে পারেন ৷
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.