ETV Bharat / technology

নয়া মিশন ইসরোর, বায়ুসেনার হেলিকপ্টার থেকে সফল অবতরণ 'পুষ্পকে'র - ISRO RLV Vehicle Pushpak - ISRO RLV VEHICLE PUSHPAK

Landing Experiment Of RLV Vehicle 'Pushpak': মহাকাশ থেকে দ্রুতগতিতে ছুটে আসা কোনও যান কীভাবে পৃথিবীতে নেমে আসবে, তা নিয়ে সফল পরীক্ষা করল ইসরো ৷

ETV Bharat
পুষ্পক
author img

By ETV Bharat Bangla Team

Published : Mar 22, 2024, 2:21 PM IST

বেঙ্গালুরু, 22 মার্চ: ফের সাফল্য পেল দেশের মহাকাশ গবেষণা সংস্থা ইসরো ৷ মহাকাশ থেকে কোনও যান দ্রুতগতিতে পৃথিবীর বুকে নেমে আসার সময় কেমনভাবে তা নামবে, সেই নিয়ে পরীক্ষা চালাল ইসরো ৷ সেই মিশনে শুক্রবার সকালে সফলভাবে অবতরণ করে রিইউজেবল লঞ্চ ভেহিকল বা আরএলভি রকেট, যার নাম 'পুষ্পক' ৷ কর্ণাটকের চাল্লাকিরে এরোনটিক্যাল টেস্ট রেঞ্জ করা হয় রকেট পুষ্পক-এর ৷

ইসরো সূত্রে জানা গিয়েছে, আরএলভি এলইএক্স-2 রকেটকে হেলিকপ্টার থেকে একটি নির্দিষ্ট দূরত্বে ছেড়ে দেওয়া হয় ৷ রকেটটি কোনও সমস্যা ছাড়া নিজেই নীচে নেমে আসে ৷ আরএলভি রকেট নিয়ে এটি ইসরোর তৃতীয় মিশন ৷ রামায়ণে বর্ণিত পুষ্পক রথের নামে এর নাম রাখা হয়েছে ৷ এর আগে 2016 সালে এবং গত বছরের এপ্রিলে প্রথম ও দ্বিতীয় মিশনেও সফল হয়েছে ইসরো ৷

বায়ুসেনার হেলিকপ্টার 'পুষ্পক' নামের এই ভারতীয় মহাকাশ যানটিকে 'লিফট' করে বা তুলে নেয় ৷ এরপর 4.5 কিমি উচ্চতা থেকে আরএলভি পুষ্পককে ছেড়ে দেওয়া হয় ৷ পুষ্পক নিজেই রানওয়েতে নেমে আসে ৷ ব্রেক ব্যবহার করে প্যারাশুট ল্যান্ডিং গিয়ার ব্রেক এবং নোজ হুইল স্টিয়ারিং সিস্টেম চালু করে ৷

ইসরো জানিয়েছে, "মহাকাশ থেকে ফেরার পথে আরএলভি রকেট যে দ্রুতগতিতে নামতে পারবে, এই মিশনে তা সফলভাবে প্রমাণিত হল ৷ মহাকাশ থেকে কোনও যান দ্রুত গতিতে অবতরণ করলে, সেক্ষেত্রে নেভিগেশন, কন্ট্রোল সিস্টেম, ল্যান্ডিং গিয়ার এবং ডিক্লারেশন সিস্টেম খুব গুরুত্বপূর্ণ ৷ এই মিশনে ভারতের নিজস্ব প্রযুক্তি ব্যবহার করা হয়েছে ৷"

বিক্রম সারাভাই স্পেস সেন্টার বা ভিএসএসসি-র সঙ্গে লিকুইড প্রোপালশন সিস্টেম সেন্টার এবং ইসরো ইনারশিয়াল সিস্টেমস ইউনিট একসঙ্গে এই মিশনটি পরিচালনা করেছে ৷ এই মিশনে ভারতীয় বায়ু সেনাও অংশগ্রহণ করে ৷

আরও পড়ুন:

  1. গগনযানের জন্য মনোনীত চার মহাকাশচারীর নাম ঘোষণা মোদির, তাঁরা কারা ?
  2. আদিত্য-এল1 উৎক্ষেপণের দিনই ক্যানসার ধরে পড়ে ইসরো প্রধানের, চিকিৎসার পর এখন সুস্থ এস সোমনাথ
  3. কবে থেকে সূর্যকে সরাসরি চিরকালের মতো দেখা শুরু করবে আদিত্য এল 1 ? মাহেন্দ্রক্ষণ ঘোষণা ইসরোর

বেঙ্গালুরু, 22 মার্চ: ফের সাফল্য পেল দেশের মহাকাশ গবেষণা সংস্থা ইসরো ৷ মহাকাশ থেকে কোনও যান দ্রুতগতিতে পৃথিবীর বুকে নেমে আসার সময় কেমনভাবে তা নামবে, সেই নিয়ে পরীক্ষা চালাল ইসরো ৷ সেই মিশনে শুক্রবার সকালে সফলভাবে অবতরণ করে রিইউজেবল লঞ্চ ভেহিকল বা আরএলভি রকেট, যার নাম 'পুষ্পক' ৷ কর্ণাটকের চাল্লাকিরে এরোনটিক্যাল টেস্ট রেঞ্জ করা হয় রকেট পুষ্পক-এর ৷

ইসরো সূত্রে জানা গিয়েছে, আরএলভি এলইএক্স-2 রকেটকে হেলিকপ্টার থেকে একটি নির্দিষ্ট দূরত্বে ছেড়ে দেওয়া হয় ৷ রকেটটি কোনও সমস্যা ছাড়া নিজেই নীচে নেমে আসে ৷ আরএলভি রকেট নিয়ে এটি ইসরোর তৃতীয় মিশন ৷ রামায়ণে বর্ণিত পুষ্পক রথের নামে এর নাম রাখা হয়েছে ৷ এর আগে 2016 সালে এবং গত বছরের এপ্রিলে প্রথম ও দ্বিতীয় মিশনেও সফল হয়েছে ইসরো ৷

বায়ুসেনার হেলিকপ্টার 'পুষ্পক' নামের এই ভারতীয় মহাকাশ যানটিকে 'লিফট' করে বা তুলে নেয় ৷ এরপর 4.5 কিমি উচ্চতা থেকে আরএলভি পুষ্পককে ছেড়ে দেওয়া হয় ৷ পুষ্পক নিজেই রানওয়েতে নেমে আসে ৷ ব্রেক ব্যবহার করে প্যারাশুট ল্যান্ডিং গিয়ার ব্রেক এবং নোজ হুইল স্টিয়ারিং সিস্টেম চালু করে ৷

ইসরো জানিয়েছে, "মহাকাশ থেকে ফেরার পথে আরএলভি রকেট যে দ্রুতগতিতে নামতে পারবে, এই মিশনে তা সফলভাবে প্রমাণিত হল ৷ মহাকাশ থেকে কোনও যান দ্রুত গতিতে অবতরণ করলে, সেক্ষেত্রে নেভিগেশন, কন্ট্রোল সিস্টেম, ল্যান্ডিং গিয়ার এবং ডিক্লারেশন সিস্টেম খুব গুরুত্বপূর্ণ ৷ এই মিশনে ভারতের নিজস্ব প্রযুক্তি ব্যবহার করা হয়েছে ৷"

বিক্রম সারাভাই স্পেস সেন্টার বা ভিএসএসসি-র সঙ্গে লিকুইড প্রোপালশন সিস্টেম সেন্টার এবং ইসরো ইনারশিয়াল সিস্টেমস ইউনিট একসঙ্গে এই মিশনটি পরিচালনা করেছে ৷ এই মিশনে ভারতীয় বায়ু সেনাও অংশগ্রহণ করে ৷

আরও পড়ুন:

  1. গগনযানের জন্য মনোনীত চার মহাকাশচারীর নাম ঘোষণা মোদির, তাঁরা কারা ?
  2. আদিত্য-এল1 উৎক্ষেপণের দিনই ক্যানসার ধরে পড়ে ইসরো প্রধানের, চিকিৎসার পর এখন সুস্থ এস সোমনাথ
  3. কবে থেকে সূর্যকে সরাসরি চিরকালের মতো দেখা শুরু করবে আদিত্য এল 1 ? মাহেন্দ্রক্ষণ ঘোষণা ইসরোর
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.