হায়দরাবাদ: ফেসবুকের পাশাপাশি ইন্সটাগ্রামের জনপ্রিয়তাও বেশ বৃদ্ধি পেয়েছে ৷ রিলসে দৌলতে কিশোর-কিশোরীদের মধ্যে ইনস্টাগ্রাম ব্যবহারের প্রবণতা বাড়ছে ৷ 18 বছরের কমবয়সী কিশোর-কিশোরীদের নিরাপত্তার কথা মাথায় রেখে ইনস্টাগ্রামে যোগ হয়েছে নতুন ফিচার ৷ যেটি ইনস্টাগ্রাম 'টিন অ্যাকাউন্ট' নামে পরিচিত ৷ এই বিশেষ অ্যাকাউন্টে ইনস্টাগ্রাম পরিষেবাগুলি একটি ব্যক্তিগত অ্যাকাউন্টের মতোই হবে ৷
18 বছরের কম বয়সীরা এই নতুন অ্যাকাউন্ট খুললে সেটি 'টিন অ্যাকাউন্ট' হিসবে খুলবে ৷ বর্তমানে যে সমস্ত 18 বছরের কমবয়সী তরুণ-তরণীদের অ্যাকাউন্ট আছে, সেগুলি নিজে থেকে 'টিন অ্যাকাউন্টে' পরিণত হবে ৷ অপরিচিত ব্যক্তিরা অনুমতি ছাড়া 'টিন অ্যাকাউন্টগুলি'তে মেসেজ পাঠাতে বা ট্যাগ করা যাবে না ৷ টিন অ্যাকাউন্টের গ্রাহকরা শুধুমাত্র যারা তাদের ফলো করবেন তাদেরকেই দেখতে পাবেন ৷ নতুন পরিবর্তন আগামী সপ্তাহ থেকে কার্যকর হবে। মার্কিন যুক্তরাষ্ট্রে এটি বাস্তবায়নের পর, এটি অন্যান্য দেশে চালু করা হবে।
লোকসভা ভোটের জন্য প্রস্তুত ফেবু-ইনস্টার অভিভাবক মেটা, ভুয়ো পোস্ট রুখতে জরুরি পদক্ষেপ
টিন অ্যাকাউন্টগুলি ব্যবহারের এক ঘণ্টা পরে Instagram ব্যবহার বন্ধ করার বিজ্ঞপ্তি আসবে। অ্যাকাউন্টটি রাতে স্লিপ মোডে যাওয়ার জন্য একটি বিশেষ ফিচার যুক্ত করা হয়েছে। রাত 10টার পর সকাল 7টা পর্যন্ত টিন অ্যাকাউন্টটি স্লিপ মোড সেট করা যাবে । তবে স্পষ্ট নয় যে ইনস্টাগ্রামের নতুন নিয়মে, যা শুধুমাত্র কিশোর-কিশোরীদের জন্ম তারিখের উপর ভিত্তি করে সংশ্লিষ্ট ব্যক্তির বয়স অনুমান করে ৷ সেক্ষেত্রে নুতন ফিচার কতটা কার্যকর হবে তা এথনই অনুমান করা যাচ্ছে না ৷
সম্প্রতি, ইউটিউব শিশুদের জন্য ব্যবহার সীমাবদ্ধ করতে একটি নতুন ফিচার নিয়ে এসেছে। নতুন ফিচারের মাধ্যমে শিশুদের ইউটিউব অ্যাকাউন্টকে অভিভাবকের অ্যাকাউন্টের সঙ্গে লিঙ্ক করা যাবে ৷ ফলে শিশুর কার্যকলাপের উপর নজর রাখতে পারবেন অভিভাবকরা ৷ অভিভাবকরা সঙ্গে সঙ্গে জানতে পারবেন তাদের বাচ্চারা ইউটিউবে কী দেখছে, কী ধরনের ভিডিয়ো আপলোড করেছে, কোন চ্যানেল সাবস্ক্রাইব করেছে, কোন ভিডিয়ো স্ট্রিমিং প্ল্যাটফর্মে পোস্ট এবং মন্তব্য করছে।