হায়দরাবাদ: গ্যাজেট প্রস্তুতকারক সংস্থা OnePlus অক্টোবর মাসেই OnePlus 13-এর নেক্সট জেনারেশন লঞ্চ করতে চলেছে। যদিও লঞ্চের আগেই নতুন এই মডেল সম্পর্কিত একাধিক তথ্য প্রকাশ্যে এসেছে ৷ সেই সম্পর্কিত বিস্তারিত তথ্য রইল প্রতিবেদনে ৷ কিছুদিন আগেই বাজারে লঞ্চ করেছে Apple iPhone 16, Google Pixel 9 স্মার্টফোনগুলি সম্প্রতি ভারতীয় বাজারে লঞ্চ করা হয়েছে । এগুলির সঙ্গে সহজেই টেক্কা দিতে পারবে ওয়ানপ্লাসের নতুন মডেল ৷
OnePlus 13 ডিসপ্লে:
OnePlus 13:
— Jason Castellano (@JasonsTechNews) October 11, 2024
What We Know?
• 6.82" 2k oledb120 hz ltpo boe x2 micro quad curved display
• snapdragon 8 gen 4
• 50 mp main camera
• 50 mp periscope camera
• 50 mp ultrawide camera
• hasselblad color calibration
• hasselblad master mode
• usb type c 3.2 port
•… pic.twitter.com/LdWM1OK6xd
OnePlus 13 এর পারফরম্যান্স:
Qualcomm Snapdragon 8 Gen 4 প্রসেসর রয়েছে নতুন এই মডেলে ৷ এছাড়াও নেক্সট জেনারেশন স্ন্যাপড্রাগন প্রসেসর থাকায় স্মার্টফোনটি খুব হ্যাং করার সম্ভাবনা কম। এছাড়াও, রিপোর্টগুলি পরামর্শ দেয় যে OnePlus-এর এই মডেলে রয়েছে 24 জিবি ব়্যাম ৷ এই সমস্ত তথ্যের ভিত্তিতে অনায়াসেই বলা যায় OnePlus 13 উন্নত মানের অ্যান্ড্রয়েড স্মার্টফোন হিসাবে বাজারে আসতে চলেছে ৷
OnePlus 13 এর ক্যামেরা: মনে করা হচ্ছে ওয়ানপ্লাসের নতুন মডেলটির ক্যামেরাও আগের থেকে বেশ ভালো মানের ৷ এতে থাকতে পারে 50-মেগাপিক্সেল প্রাথমিক ক্যামেরা ও 50-মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড ক্যামেরা ৷ ক্যামেরার গুণগতমান আগের থেকে ভালো হওয়ায় ছবিও যে ভালো হবে তা বলার অপেক্ষা রাখে না ৷
OnePlus 13 ব্যাটারি: Apple iPhones-এ MagSafe-এর মতো ওয়্যারলেস চার্জিংয়ের সুবিধা থাকতে পারে বলে মনে করা হচ্ছে ৷ Qi2 স্ট্যান্ডার্ড ম্যাগনেটিক রিং এটিতে ইনস্টল করার সুবিধা রয়েছে ৷ এটি নিরাপদে চার্জ করা যেতে পারে। সাধারণত এটি 100W এর গতিতে চার্জ করা যায়। এছাড়াও, ফোনটিতে একটি 6,000mAh ব্যাটারি দেওয়া হবে বলে আশা করা হচ্ছে।
অন্যান্য বিশেষ বৈশিষ্ট্য
- ফিঙ্গারপ্রিন্ট সেন্সর
- ডলবি এটমস স্পিকার
OnePlus 13 এর সম্ভাব্য দাম:
মনে করা হচ্ছে OnePlus 13 ভারতে কবে লঞ্চ হবে সে সম্পর্কে কোনও নির্দিষ্ট তথ্য জানা যায়নি ৷ তবে অনুমান করা হচ্ছে যে OnePlus 13 স্মার্টফোনের দাম 74,999 টাকা থেকে শুরু হতে পারে। OnePlus 13 একটি প্রিমিয়াম স্মার্টফোন হবে বলে আশা করা হচ্ছে ৷