ETV Bharat / technology

ভারতীয় বাজারে এল সবচেয়ে সস্তার ফোল্ডেবল ফোন Infinix Zero Flip

Infinix Zero Flip ভারতে কোম্পানির প্রথম ফোল্ডেবল ডিভাইস হিসেবে একমাত্র 8GB + 512GB মডেলের জন্য 49,999 টাকায় লঞ্চ করা হয়েছে।

author img

By ETV Bharat Tech Team

Published : 2 hours ago

Infinix Zero Flip
ভারতে লঞ্চ হল Infinix Zero Flip (ছবি ইনফিনিক্স)

হায়দরাবাদ: সদ্য ভারতীয় বাজারে লঞ্চ করেছে ইনফিনিক্স জিরো ফ্লিপ স্মার্টফোন ৷ এই প্রথম কোনও সংস্থা এত কম দামে ফোল্ডেবল মোবাইল লঞ্চ করেছে ৷ এটির ভিতরের ডিসপ্লে 6.9 ইঞ্চি ও LTPO AMOLED ৷ 3.64 ইঞ্চি AMOLED কভার ডিসপ্লে রয়েছে। মিডিয়াটেক ডাইমেনশন 8020 চিপসেট থাকা ফোনটির কার্য ক্ষমতা বেড়েছে ৷ Infinix Zero Flip-এ 50-মেগাপিক্সেলের বাইরের ক্যামেরার সেটআপ রয়েছে। এটি অ্যান্ড্রয়েড 14 সাপোর্ট করে ৷ ইনফিনিক্সের তরফে দাবি এটিতে অ্যান্ড্রয়েড ওএস সংস্করণ আপগ্রেড রয়েছে ৷

ভারতের বাজারে লঞ্চ হল অ্যাপলের নতুন আইপ্যাড মিনি

ইনফিনিক্স জিরো ফ্লিপের স্পেসিফিকেশন এবং ফিচার
অ্যান্ড্রয়েড 14-এ চলে ৷ এতে XOS 14.5 সিস্টেম দেওয়া হয়েছে । হ্যান্ডসেটটিতে UTG অক্ষর, 120Hz রিফ্রেশ রেট এবং 360Hz টাচ স্যাম্পলিং রেট ৷ ভিতরের স্ক্রিন 6.9-ইঞ্চি ফুল-HD+ LTPO AMOLED ৷

বাইরের ডিসপ্লেটি 120Hz রিফ্রেশ রেট, 240Hz টাচ স্যাম্পলিং রেট ৷ গরিলা গ্লাস ভিকটাস 2 ও 3.64-ইঞ্চি AMOLED কভার ডিসপ্লে রয়েছে। Infinix মিডিয়াটেক ডাইমেনশন 8200 প্রসেসর-সহ জিরো ফ্লিপ, যা 8GB LPDDR4X RAM এর সঙ্গে যুক্ত। এটিতে 512GB UFS 3.1 স্টোরেজ রয়েছে ৷ প্রয়োজনে স্টোরেজ বাড়ানো যায় ৷

মাত্র হাজার টাকায় 4G কিপ্যাড স্মার্টফোন

বাইরের স্ক্রিনে রয়েছে ডুয়াল ক্যামেরা সেটআপ ৷ যার মধ্যে রয়েছে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন -এর ফিচার আছে ৷ ছবি তোলার সময় ডিভাইসটি নড়লেও ছবির গুণগতমানে কোনও প্রভাব পড়ে না ৷ একটি 50-মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা এবং 114-ডিগ্রি ফিল্ড-অফ-ভিউ-সহ একটি 50-মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড ক্যামেরা রয়েছে । এটি 4K/30fps এ ভিডিয়ো রেকর্ডিং করতে পারে। সেলফি এবং ভিডিয়ো কলের জন্য একটি 50-মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে ৷

ভারতে Infinix Zero Flip-এর দাম: Infinix Zero Flip এর 8GB + 512GB RAM এবং স্টোরেজ ভেরিয়েন্টটি 54,999 টাকা থেকে শুরু হচ্ছে ৷ লঞ্চিং অফারে 49,999 পাওয়া যাচ্ছে ফোনটি ৷ 24 অক্টোবর থেকে ই-কমার্স প্ল্যাটফর্ম ফ্লিপকার্টের মাধ্যমে ভারতে বিক্রি হবে ৷ ই-কমার্স ওয়েবসাইট থেকে Infinix Zero Flip কেনার সময় গ্রাহকরা SBI ক্রেডিট এবং ডেবিট কার্ড লেনদেনে 5,000 টাকা ছাড় পেতে পারেন ক্রেতারা ৷ সমস্ত ছাড়ের পর এর দাম 44,999 টাকা পড়বে ৷

দিপাবলীর আগেই বাজারে আসছে নতুন বাইক N125

হায়দরাবাদ: সদ্য ভারতীয় বাজারে লঞ্চ করেছে ইনফিনিক্স জিরো ফ্লিপ স্মার্টফোন ৷ এই প্রথম কোনও সংস্থা এত কম দামে ফোল্ডেবল মোবাইল লঞ্চ করেছে ৷ এটির ভিতরের ডিসপ্লে 6.9 ইঞ্চি ও LTPO AMOLED ৷ 3.64 ইঞ্চি AMOLED কভার ডিসপ্লে রয়েছে। মিডিয়াটেক ডাইমেনশন 8020 চিপসেট থাকা ফোনটির কার্য ক্ষমতা বেড়েছে ৷ Infinix Zero Flip-এ 50-মেগাপিক্সেলের বাইরের ক্যামেরার সেটআপ রয়েছে। এটি অ্যান্ড্রয়েড 14 সাপোর্ট করে ৷ ইনফিনিক্সের তরফে দাবি এটিতে অ্যান্ড্রয়েড ওএস সংস্করণ আপগ্রেড রয়েছে ৷

ভারতের বাজারে লঞ্চ হল অ্যাপলের নতুন আইপ্যাড মিনি

ইনফিনিক্স জিরো ফ্লিপের স্পেসিফিকেশন এবং ফিচার
অ্যান্ড্রয়েড 14-এ চলে ৷ এতে XOS 14.5 সিস্টেম দেওয়া হয়েছে । হ্যান্ডসেটটিতে UTG অক্ষর, 120Hz রিফ্রেশ রেট এবং 360Hz টাচ স্যাম্পলিং রেট ৷ ভিতরের স্ক্রিন 6.9-ইঞ্চি ফুল-HD+ LTPO AMOLED ৷

বাইরের ডিসপ্লেটি 120Hz রিফ্রেশ রেট, 240Hz টাচ স্যাম্পলিং রেট ৷ গরিলা গ্লাস ভিকটাস 2 ও 3.64-ইঞ্চি AMOLED কভার ডিসপ্লে রয়েছে। Infinix মিডিয়াটেক ডাইমেনশন 8200 প্রসেসর-সহ জিরো ফ্লিপ, যা 8GB LPDDR4X RAM এর সঙ্গে যুক্ত। এটিতে 512GB UFS 3.1 স্টোরেজ রয়েছে ৷ প্রয়োজনে স্টোরেজ বাড়ানো যায় ৷

মাত্র হাজার টাকায় 4G কিপ্যাড স্মার্টফোন

বাইরের স্ক্রিনে রয়েছে ডুয়াল ক্যামেরা সেটআপ ৷ যার মধ্যে রয়েছে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন -এর ফিচার আছে ৷ ছবি তোলার সময় ডিভাইসটি নড়লেও ছবির গুণগতমানে কোনও প্রভাব পড়ে না ৷ একটি 50-মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা এবং 114-ডিগ্রি ফিল্ড-অফ-ভিউ-সহ একটি 50-মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড ক্যামেরা রয়েছে । এটি 4K/30fps এ ভিডিয়ো রেকর্ডিং করতে পারে। সেলফি এবং ভিডিয়ো কলের জন্য একটি 50-মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে ৷

ভারতে Infinix Zero Flip-এর দাম: Infinix Zero Flip এর 8GB + 512GB RAM এবং স্টোরেজ ভেরিয়েন্টটি 54,999 টাকা থেকে শুরু হচ্ছে ৷ লঞ্চিং অফারে 49,999 পাওয়া যাচ্ছে ফোনটি ৷ 24 অক্টোবর থেকে ই-কমার্স প্ল্যাটফর্ম ফ্লিপকার্টের মাধ্যমে ভারতে বিক্রি হবে ৷ ই-কমার্স ওয়েবসাইট থেকে Infinix Zero Flip কেনার সময় গ্রাহকরা SBI ক্রেডিট এবং ডেবিট কার্ড লেনদেনে 5,000 টাকা ছাড় পেতে পারেন ক্রেতারা ৷ সমস্ত ছাড়ের পর এর দাম 44,999 টাকা পড়বে ৷

দিপাবলীর আগেই বাজারে আসছে নতুন বাইক N125

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.