গাড়ি বাজারে 'ডার্ক ডেমন'! বাজারে এল ক্রেটার ফেসলিফট ভার্সন Knight এডিশন - Hyundai Creta Knight - HYUNDAI CRETA KNIGHT
Hyundai Creta Knight Edition: ক্রেতা টানতে উৎসবের মরশুমকেই বেছে নেন গাড়ি প্রস্তুতকারক সংস্থাগুলি ৷ সেপ্টেম্বর মাস জুড়ে শুরু হয়ে যায় উৎসবের মরশুম ৷ গাড়ি প্রস্তুকারক সংস্থাগুলি একাধিক গাড়ি বাজারে আনছে গ্রাহরকদের জন্য ৷ হুন্ডাই ক্রেটা বাজারে এনেছে নাইট এডিশন ৷ এটি ক্রেটার ফেসলিফট ভার্সন ৷
Published : Sep 6, 2024, 11:21 AM IST
হায়দরাবাদ: ভারতীয় বাজরে হুন্ডাই ক্রেটা আনল নতুন ফেসলিফ্ট ভার্সন Creta Knight ৷ ক্রেতাদের জন্য গাড়ি প্রস্তুতকারক সংস্থাগুলি একাধকি নতুন মডেলের বাজারে আনছে প্রয়দিনই ৷ তবে হুন্ডাই ক্রেটার এই মডেল ফেসলিফ্ট ভার্সন ৷ 'ডার্ক ডেমন' চোখ ধাঁধানো ব্ল্যাক লুকসের সঙ্গে Creta -এর ‘Knight’ এডিশন যে গাড়িপ্রেমিদের মন জয় করবে তা বলার অপেক্ষা রাখে না ৷
Hyundai Creta Knight: Hyundai Motor India দেশীয় বাজারে আনুষ্ঠানিকভাবে Creta Knight সংস্করণ চালু করেছে। আকর্ষণীয় কালো রঙের এবং অত্যাধুনিক বৈশিষ্ট্য আছে ৷ SUVটিতে পেট্রল এবং ডিজেল ইঞ্জিনের সুবিধা রয়েছে ৷ Hyundai Creta Night Edition এর শোরুম-এর দাম 14.51 লক্ষ টাকা থেকে শুরু হয়েছে। কিন্তু টপ ভেরিয়েন্ট 20.15 লক্ষ টাকা (এক্স-শোরুম) থেকে শুরু ৷
Creta Knight এর বৈশিষ্ট্য: নাইট এডিশন অর্থাৎ ক্রেটার সম্পূর্ণ কালো সংস্করণ। কোম্পানিটি 21টি নতুন বৈশিষ্ট্য যুক্ত হয়েছে এই ফেসলিফ্ট মডেলে। বাইরে ও ভিতরে দু’টি ক্ষেত্রেই বেশ কিছু পরিবর্তন করা হয়েছে ৷ নতুন ফেসলিফট মডেল সাধারণ হুন্ডাই ক্রেটার থেকে সম্পূর্ণ আলাদা ৷ এই SUV দু’টি ভেরিয়েন্টে পাওয়া যাবে ৷ গ্রাহকরা পেট্রোল এবং ডিজেল ইঞ্জিনের মধ্যে থেকে পছন্দ মতো কোনও একটি ভার্সন বেছে নিতে পারেন।
এটি কেমন দেখাচ্ছে: নতুন Hyundai Creta Night Edition-এর বাইরের অংশের ডিজাইনে পরিবর্তন আনা হয়েছে ৷ সামনে এবং পিছনে রয়েছে ম্যাট কালো Hyundai লোগো, লাল ব্রেক ক্যালিপার-সহ 17-ইঞ্চি অ্যালয় হুইল এবং নাইট সিম্বল ৷ এতে রয়েছে গ্রিল, সামনে এবং পিছনের স্কিড প্লেট, আউট রিয়ার ভিউ মিরর (ORVMs) ৷
পাওয়ার এবং পারফরমেন্স: নতুন Hyundai Creta Night Edition এর ইঞ্জিন মেকানিজমে কোনও পরিবর্তন করা হয়নি। এতে রয়েছে 1.5-লিটার ন্যাচারালি অ্যাসপিরেটেড (NA) পেট্রল ইঞ্জিন এবং একটি 1.5-লিটার ডিজেল ইঞ্জিন। ট্রান্সমিশন বিকল্পগুলির মধ্যে রয়েছে একটি 6-স্পীড ম্যানুয়াল, IVT এবং একটি 6-স্পীড টর্ক কনভার্টার ও স্বয়ংক্রিয় গিয়ারবক্স। বিশেষত্ব হল এই গাড়িটি 'টাইটান গ্রে ম্যাট' এবং ডুয়াল টোন রঙে যথাক্রমে 5,000 এবং 15,000 টাকা বেশি দিয়ে কিনতে পারবেন ৷