ETV Bharat / technology

স্পেস স্টেশন হ্যাভেন 1, বিলাসবহুল হোটেল বলেও ভুল হতে পারে - WORLD LUXURY SPACE HOTEL

স্পেস টেক কোম্পানি VAST বিশ্বের প্রথম বাণিজ্যিক মহাকাশ স্টেশন হ্যাভেন-1এর নকশা প্রকাশ্যে আনল ৷ যেখানে রয়েছে জিম থেকে শুরু করে নরম বিছানা ৷

WORLD LUXURY SPACE HOTEL
VAST এর বাণিজ্যিক মহাকাশ স্টেশন হ্যাভেন-1 (ছবি X/@vast)
author img

By ETV Bharat Tech Team

Published : Oct 15, 2024, 4:46 PM IST

হায়দরাবাদ: মহাকাশ স্টেশন মানেই চোখের সামনে ভেসে ওঠে বিভিন্ন ধরনের যন্ত্রপাতি ৷ সেই সঙ্গে চারিদিক থেকে নেমে এসেছে তারের জাল ৷ এই ধারণা একেবারে বদলে দিয়েছে VAST Aerospace Company ৷ সংস্থাটি টুইটারে বাণিজ্যিক মহাকাশ স্টেশন হ্যাভেন-1 এক নকশা প্রকাশ করেছে ৷ একটি ভিডিয়ো পোস্ট করেছে ৷ সেই ভিডিয়োতে দেখা গিয়েছে বাণিজ্যিক মহাকাশ স্টেশন হ্যাভেন-1 দেখতে একেবারে বিলাসবহুল হোটেলের মতো ৷ রয়েছে, বিশ্বমানের সাজসজ্জা, সাদা চাদরে মোড়া নরম বিছানা-বালিশ ৷ এই স্পেস স্টেশনের দেওয়ালও সাদা ৷ প্রথম দেখাতে ভুল হতে পারে বিলাসবহুল হোটেল হিসেবে ৷

স্পেসএক্স ক্যাপসুলে পৌঁছলেন সুনীতা উইলিয়ামসরা, কবে ফিরছেন বাড়ি !

এছাড়াও হ্যাভেন-1 এ রয়েছে অত্যাধুনিক জিম, বিনোদন ও যোগাযোগ ব্যবস্থা ৷ অত্যাধুনিক প্রযুক্তিতে সজ্জিত ব্যক্তিগত ঘর বা কক্ষ রয়েছে এখানে । হ্যাভেন-1 এর কক্ষে চারজন মহাকাশচারীকে থাকতে পারবেন । 2025 সালে স্পেস এক্সের ফ্যালকন রকেটে স্টেশনটি চালু হতে পারে বলে ইঙ্গিত মিলেছে ৷ 2026 সালের মধ্যে সেটি মহাকাশচারীরা ব্যবহার করতে পারবেন বলে মনে করা হয়েছে ৷

হ্যাভেন-1: বিশ্বের প্রথম বাণিজ্যিক মহাকাশ স্টেশন
ঐতিহ্যবাহী মহাকাশ স্টেশন হ্যাভেন-1 একটি আরামদায়ক এবং অত্যাধুনিক ডিজাইনে তৈরি করা হয়েছে ৷ এটি একটি রিসর্টের মতো বললেও ভুল হয় না ৷ এক্স হ্যান্ডেলে পোস্ট করা ভিডিওটি পোস্ট করেছে ৷ দর্শনীয় পরিবেশ থেকে শুরু করে স্পেস সেন্টারের পরীক্ষাগার সবই সাজানো হয়েছে অত্যাধুনিকভাবে ৷

সুনীতারা মহাকাশে! পৃথিবীতে একাই ফিরে এলো স্টারলাইনার, রইল ভিডিয়ো

কোম্পানির প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানিয়েছে, হ্যাভেন-1 এ রয়েছে কাঠের সাজসজ্জা, উচ্চমানের সুযোগ-সুবিধাগুলি সাধারণত বিলাসবহুল হোটেলগুলিতে থাকে । মহাকাশচারীদের ফিটনেস বজায় রাখার জন্য রয়েছে অত্যাধুনিক জিম ৷ মহাকাশচারীরা যাতে পৃথিবীর সঙ্গে যোগাযোগ করতে সেই ব্যবস্থা রয়েছে এই মহাকাশ স্টেশনে ৷ হ্যাভেন-1-এ চারজন নভোচারীর জন্য আরামদায়ক কক্ষ রয়েছে, প্রতিটিতে স্টোরেজ স্পেস, একটি ভ্যানিটি এবং ভালো ঘুমের জন্য বিশেষভাবে ডিজাইন করা কুইন সাইজের বিছানা রয়েছে।

এই প্রসঙ্গেই VAST-এর চিফ ডিজাইন এবং মার্কেটিং অফিসার, হিলারি কো জানান, তাঁদের লক্ষ্য হল এমন কিছু তৈরি করা যেখানে মানুষ পৃথিবীতে এবং মহাকাশে উভয় জায়গাতে সমস্ত সুযোগ সুবিধা পেতে পারে ৷ মহাকাশও যাতে মানবজাতির বসবাস যোগ্য হতে পারে ৷

স্পেস স্টেশনে কেমন আছেন সুনীতা, মহাকাশ অভিযান কীভাবে প্রভাবিত করে মহাকাশচারীদের স্বাস্থ্য

হায়দরাবাদ: মহাকাশ স্টেশন মানেই চোখের সামনে ভেসে ওঠে বিভিন্ন ধরনের যন্ত্রপাতি ৷ সেই সঙ্গে চারিদিক থেকে নেমে এসেছে তারের জাল ৷ এই ধারণা একেবারে বদলে দিয়েছে VAST Aerospace Company ৷ সংস্থাটি টুইটারে বাণিজ্যিক মহাকাশ স্টেশন হ্যাভেন-1 এক নকশা প্রকাশ করেছে ৷ একটি ভিডিয়ো পোস্ট করেছে ৷ সেই ভিডিয়োতে দেখা গিয়েছে বাণিজ্যিক মহাকাশ স্টেশন হ্যাভেন-1 দেখতে একেবারে বিলাসবহুল হোটেলের মতো ৷ রয়েছে, বিশ্বমানের সাজসজ্জা, সাদা চাদরে মোড়া নরম বিছানা-বালিশ ৷ এই স্পেস স্টেশনের দেওয়ালও সাদা ৷ প্রথম দেখাতে ভুল হতে পারে বিলাসবহুল হোটেল হিসেবে ৷

স্পেসএক্স ক্যাপসুলে পৌঁছলেন সুনীতা উইলিয়ামসরা, কবে ফিরছেন বাড়ি !

এছাড়াও হ্যাভেন-1 এ রয়েছে অত্যাধুনিক জিম, বিনোদন ও যোগাযোগ ব্যবস্থা ৷ অত্যাধুনিক প্রযুক্তিতে সজ্জিত ব্যক্তিগত ঘর বা কক্ষ রয়েছে এখানে । হ্যাভেন-1 এর কক্ষে চারজন মহাকাশচারীকে থাকতে পারবেন । 2025 সালে স্পেস এক্সের ফ্যালকন রকেটে স্টেশনটি চালু হতে পারে বলে ইঙ্গিত মিলেছে ৷ 2026 সালের মধ্যে সেটি মহাকাশচারীরা ব্যবহার করতে পারবেন বলে মনে করা হয়েছে ৷

হ্যাভেন-1: বিশ্বের প্রথম বাণিজ্যিক মহাকাশ স্টেশন
ঐতিহ্যবাহী মহাকাশ স্টেশন হ্যাভেন-1 একটি আরামদায়ক এবং অত্যাধুনিক ডিজাইনে তৈরি করা হয়েছে ৷ এটি একটি রিসর্টের মতো বললেও ভুল হয় না ৷ এক্স হ্যান্ডেলে পোস্ট করা ভিডিওটি পোস্ট করেছে ৷ দর্শনীয় পরিবেশ থেকে শুরু করে স্পেস সেন্টারের পরীক্ষাগার সবই সাজানো হয়েছে অত্যাধুনিকভাবে ৷

সুনীতারা মহাকাশে! পৃথিবীতে একাই ফিরে এলো স্টারলাইনার, রইল ভিডিয়ো

কোম্পানির প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানিয়েছে, হ্যাভেন-1 এ রয়েছে কাঠের সাজসজ্জা, উচ্চমানের সুযোগ-সুবিধাগুলি সাধারণত বিলাসবহুল হোটেলগুলিতে থাকে । মহাকাশচারীদের ফিটনেস বজায় রাখার জন্য রয়েছে অত্যাধুনিক জিম ৷ মহাকাশচারীরা যাতে পৃথিবীর সঙ্গে যোগাযোগ করতে সেই ব্যবস্থা রয়েছে এই মহাকাশ স্টেশনে ৷ হ্যাভেন-1-এ চারজন নভোচারীর জন্য আরামদায়ক কক্ষ রয়েছে, প্রতিটিতে স্টোরেজ স্পেস, একটি ভ্যানিটি এবং ভালো ঘুমের জন্য বিশেষভাবে ডিজাইন করা কুইন সাইজের বিছানা রয়েছে।

এই প্রসঙ্গেই VAST-এর চিফ ডিজাইন এবং মার্কেটিং অফিসার, হিলারি কো জানান, তাঁদের লক্ষ্য হল এমন কিছু তৈরি করা যেখানে মানুষ পৃথিবীতে এবং মহাকাশে উভয় জায়গাতে সমস্ত সুযোগ সুবিধা পেতে পারে ৷ মহাকাশও যাতে মানবজাতির বসবাস যোগ্য হতে পারে ৷

স্পেস স্টেশনে কেমন আছেন সুনীতা, মহাকাশ অভিযান কীভাবে প্রভাবিত করে মহাকাশচারীদের স্বাস্থ্য

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.