ETV Bharat / technology

চাঁদের মাটি ছোঁয়ার এক বছর, জাতীয় মহাকাশ দিবসে মাতোয়ারা দেশ - National Space Day 2024 - NATIONAL SPACE DAY 2024

National Space Day 2024: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সম্প্রতি ঘোষণা করেছেন প্রতি বছর 23 অগস্ট দেশে জুড়ে পালিত হবে 'জাতীয় মহাকাশ দিবস' ৷ চন্দ্রযান 3 চাঁদের মাটিতে সফল অবতরণ উদযাপন করতেই এই দিনটি মহাকাশ দিবস হিসেবে পালিত হবে ৷ চন্দ্রযানের সাফল্য তুলে ধরতে সারাবছরই বিভিন্ন ধরনের অনুষ্ঠানের আয়োজন করা হবে কেন্দ্রর তরফে ৷

National Space Day
চাঁদের মাটি ছোঁয়ার এক বছর পূর্তি (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Tech Team

Published : Aug 23, 2024, 5:30 AM IST

হায়দরাবাদ, 22 অগস্ট: ঠিক এক বছর আগে অগস্ট মাসের 23 তারিখ ইতিহাস সৃষ্টি করেছিলেন ইসরোর বিজ্ঞানীরা ৷ 2023-এর 23 অগস্ট বুধবার ভারতীয় সময় অনুযায়ী বিকেল 6টা বেজে 4 মিনিটে চাঁদের দক্ষিণমেরুতে 'সফট ল্যান্ডিং' করেছিল চন্দ্রযান 3 ৷ কয়েকমিনিটের জন্য দেশবাসীর নজর আটকে গিয়েছিল সামনে থাকা স্ক্রিনে ৷ ঐতিহাসিক সেই দিনের এক বছর ৷ বিশ্বের প্রথম দেশ হিসেবে ভারত প্রথম চাঁদের দক্ষিণ মেরুতে পৌঁছছিল ৷ দিনটিকে স্মরণীয় কর রাখতেই 23 অগস্ট 'জাতীয় মহাকাশ দিবস' হিসেবে ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ চন্দ্রযান 3 সফল অবতরণ উদযাপনে এই বছর প্রথম পালিত হচ্ছে 'জাতীয় মহাকাশ দিবস' ৷

জাতীয় মহাকাশ দিবসের থিম: চন্দ্রযান 3-এর সফল অবতরণকে স্মরণীয় করে রাখতে, এই বছর 'জাতীয় মহাকাশ দিবসে'র থিম হল 'চাঁদ স্পর্শ করার সময় জীবন স্পর্শ করা: ভারতের মহাকাশ সাগা'(India’s Space Saga)। আগামিদিনে মহাকাশ গবেষণা ক্ষেত্রে সমাজকে আরও উদ্বুদ্ধ করতে এই থিম বেছে নেওয়া হয়েছে ৷ এই প্রসঙ্গেই মহাকাশ বিশ্লেষক গিরিশ লিঙ্গান্না বলেন, " চাঁদকে স্পর্শ করার অর্থ জীবনকে ছোঁয়া ৷ স্লোগানের মাধ্যমে বর্তমান প্রজন্মকে উৎসাহ করা হবে মহাকাশ গবেষণার প্রতি ৷ চন্দ্রযানের সফল অবতরণ শুধুমহাকাশ বিজ্ঞানীদের সাফল্য উদযাপন নয়, প্রতিটি দেশবাসীর সাফল্য ৷"

  • চন্দ্রযান 3 মিশন

14 জুলাই 2023, চন্দ্রযান 3 সফলভাবে কক্ষপথে সফল উৎক্ষেপণ হয়। তারপর থেকে দিন গোনা শুরু হয়েছিল ৷ 1 আগস্ট সফলভাবে চাঁদের কক্ষপথে এগিয়ে গিয়েছিল ৷ 5 অগস্ট, চন্দ্রযান 3 সফলভাবে চন্দ্রে কক্ষপথে প্রবেশ করে । 17 আগস্ট, 2023-এ, ল্যান্ডার 'বিক্রিম' 'রোভার' থেকে আলাদা হয়ে যায় ৷ 23 অগস্ট সন্ধ্যা 6:04 মিনিটে, চন্দ্রযান 3 এর ল্যান্ডার বিক্রম চাঁদের দক্ষিণ মেরু থেকে 4.5-কিলোমিটার দূরে অবতরণ 'সফট ল্যান্ডিং' করে ৷ সৃষ্টি হয় নতুন ইতিহাসের ৷ মার্কিন যুক্তরাষ্ট্র, চীন এবং রাশিয়ার পরে ভারত চতুর্থ দেশ সফলভাবে চাঁদের পৃষ্ঠে অবতরণ করেছে। 600 কোটি টাকারও বেশি ব্যয়ে এই মিশনটি শুরু হয়েছিল। শীঘ্রই চাঁদে মানুষকে পাঠানোর পরিকল্পনা করা হচ্ছে বলে জানিয়েছেন ISRO-র চেয়ারম্যান এস সোমনাথন ৷

আর্থ অবজারভেশন স্যাটেলাইট 08-এর সফল উৎক্ষেপণ, ইসরোকে অভিনন্দন প্রধানমন্ত্রীর

  • প্রথম মিশন

ভারতের তৈরি চন্দ্রযান-1 সফলভাবে অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস স্টেন্টার থেকে 22 অক্টোবর, 2008 সফলভাবে ভাবে উৎক্ষেপন হয় ৷ চন্দ্রযান-1 সফলভাবে 10 নভেম্বর চাঁদের কক্ষপথে প্রবেশ করে ৷ 14 নভেম্বর চাঁদের দক্ষিণ মেরুতে শ্যাকলেটন ক্রেটারের কাছে মুন ইমপ্যাক্ট প্রোব (এমআইপি) আঘাত করে ৷ ফলে অরবিটারের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় ৷ 28 আগস্ট 2009 -এ এই অভিযান ব্যর্থ হয় ৷

  • দ্বিতীয় প্রচেষ্টা

22 জুলাই 2019-এ, চন্দ্রযান-2 উৎক্ষেপন হয় ৷ চন্দ্রযান-2 20 অগস্ট চন্দ্রের কক্ষপথে পৌঁছেছে। 6 সেপ্টেম্বর 2019, চাঁদে অবতরণের সময়েই ল্যান্ডারের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় ৷ এই প্রচেষ্টা শেষ পর্যন্ত সাফল্য পায়নি ।

  • তৃতীয় মিশন

14 জুলাই 2023-এ, চন্দ্রযান 3 সফলভাবে LVM3 তে উৎক্ষেপণ করা হয়েছিল ৷ 5 আগস্ট 2023-এ মহাকর্ষীয় প্রভাবের চন্দ্র গোলকের মধ্যে প্রবেশ করে চন্দ্রযান 3 হয়েছিল। 23 আগস্ট 2023-এ, ল্যান্ডার বিক্রম সফলভাবে চন্দ্রের দক্ষিণ মেরু অঞ্চলে সফট ল্যান্ডিং অবতরণ করে। দেশাবাসীর কাছে ঐতিহাসিক দিন হিসেবে চিহ্নিত হয় ৷ এই সাফল্য উদযাপন করতেই আজ নয়াদিল্লিতে দু’দিন ব্যাপী একাধিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে ৷ ভারতের মহাকাশচারী ও বিজ্ঞানীদের সাফল্য তুলে ধরা হবে ৷

ভারতের মহাকাশ শাসনের বছর 2023, চাঁদের দক্ষিণ মেরুতে আলতো ছোঁয়ায় ইতিহাস ইসরোর

হায়দরাবাদ, 22 অগস্ট: ঠিক এক বছর আগে অগস্ট মাসের 23 তারিখ ইতিহাস সৃষ্টি করেছিলেন ইসরোর বিজ্ঞানীরা ৷ 2023-এর 23 অগস্ট বুধবার ভারতীয় সময় অনুযায়ী বিকেল 6টা বেজে 4 মিনিটে চাঁদের দক্ষিণমেরুতে 'সফট ল্যান্ডিং' করেছিল চন্দ্রযান 3 ৷ কয়েকমিনিটের জন্য দেশবাসীর নজর আটকে গিয়েছিল সামনে থাকা স্ক্রিনে ৷ ঐতিহাসিক সেই দিনের এক বছর ৷ বিশ্বের প্রথম দেশ হিসেবে ভারত প্রথম চাঁদের দক্ষিণ মেরুতে পৌঁছছিল ৷ দিনটিকে স্মরণীয় কর রাখতেই 23 অগস্ট 'জাতীয় মহাকাশ দিবস' হিসেবে ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ চন্দ্রযান 3 সফল অবতরণ উদযাপনে এই বছর প্রথম পালিত হচ্ছে 'জাতীয় মহাকাশ দিবস' ৷

জাতীয় মহাকাশ দিবসের থিম: চন্দ্রযান 3-এর সফল অবতরণকে স্মরণীয় করে রাখতে, এই বছর 'জাতীয় মহাকাশ দিবসে'র থিম হল 'চাঁদ স্পর্শ করার সময় জীবন স্পর্শ করা: ভারতের মহাকাশ সাগা'(India’s Space Saga)। আগামিদিনে মহাকাশ গবেষণা ক্ষেত্রে সমাজকে আরও উদ্বুদ্ধ করতে এই থিম বেছে নেওয়া হয়েছে ৷ এই প্রসঙ্গেই মহাকাশ বিশ্লেষক গিরিশ লিঙ্গান্না বলেন, " চাঁদকে স্পর্শ করার অর্থ জীবনকে ছোঁয়া ৷ স্লোগানের মাধ্যমে বর্তমান প্রজন্মকে উৎসাহ করা হবে মহাকাশ গবেষণার প্রতি ৷ চন্দ্রযানের সফল অবতরণ শুধুমহাকাশ বিজ্ঞানীদের সাফল্য উদযাপন নয়, প্রতিটি দেশবাসীর সাফল্য ৷"

  • চন্দ্রযান 3 মিশন

14 জুলাই 2023, চন্দ্রযান 3 সফলভাবে কক্ষপথে সফল উৎক্ষেপণ হয়। তারপর থেকে দিন গোনা শুরু হয়েছিল ৷ 1 আগস্ট সফলভাবে চাঁদের কক্ষপথে এগিয়ে গিয়েছিল ৷ 5 অগস্ট, চন্দ্রযান 3 সফলভাবে চন্দ্রে কক্ষপথে প্রবেশ করে । 17 আগস্ট, 2023-এ, ল্যান্ডার 'বিক্রিম' 'রোভার' থেকে আলাদা হয়ে যায় ৷ 23 অগস্ট সন্ধ্যা 6:04 মিনিটে, চন্দ্রযান 3 এর ল্যান্ডার বিক্রম চাঁদের দক্ষিণ মেরু থেকে 4.5-কিলোমিটার দূরে অবতরণ 'সফট ল্যান্ডিং' করে ৷ সৃষ্টি হয় নতুন ইতিহাসের ৷ মার্কিন যুক্তরাষ্ট্র, চীন এবং রাশিয়ার পরে ভারত চতুর্থ দেশ সফলভাবে চাঁদের পৃষ্ঠে অবতরণ করেছে। 600 কোটি টাকারও বেশি ব্যয়ে এই মিশনটি শুরু হয়েছিল। শীঘ্রই চাঁদে মানুষকে পাঠানোর পরিকল্পনা করা হচ্ছে বলে জানিয়েছেন ISRO-র চেয়ারম্যান এস সোমনাথন ৷

আর্থ অবজারভেশন স্যাটেলাইট 08-এর সফল উৎক্ষেপণ, ইসরোকে অভিনন্দন প্রধানমন্ত্রীর

  • প্রথম মিশন

ভারতের তৈরি চন্দ্রযান-1 সফলভাবে অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস স্টেন্টার থেকে 22 অক্টোবর, 2008 সফলভাবে ভাবে উৎক্ষেপন হয় ৷ চন্দ্রযান-1 সফলভাবে 10 নভেম্বর চাঁদের কক্ষপথে প্রবেশ করে ৷ 14 নভেম্বর চাঁদের দক্ষিণ মেরুতে শ্যাকলেটন ক্রেটারের কাছে মুন ইমপ্যাক্ট প্রোব (এমআইপি) আঘাত করে ৷ ফলে অরবিটারের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় ৷ 28 আগস্ট 2009 -এ এই অভিযান ব্যর্থ হয় ৷

  • দ্বিতীয় প্রচেষ্টা

22 জুলাই 2019-এ, চন্দ্রযান-2 উৎক্ষেপন হয় ৷ চন্দ্রযান-2 20 অগস্ট চন্দ্রের কক্ষপথে পৌঁছেছে। 6 সেপ্টেম্বর 2019, চাঁদে অবতরণের সময়েই ল্যান্ডারের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় ৷ এই প্রচেষ্টা শেষ পর্যন্ত সাফল্য পায়নি ।

  • তৃতীয় মিশন

14 জুলাই 2023-এ, চন্দ্রযান 3 সফলভাবে LVM3 তে উৎক্ষেপণ করা হয়েছিল ৷ 5 আগস্ট 2023-এ মহাকর্ষীয় প্রভাবের চন্দ্র গোলকের মধ্যে প্রবেশ করে চন্দ্রযান 3 হয়েছিল। 23 আগস্ট 2023-এ, ল্যান্ডার বিক্রম সফলভাবে চন্দ্রের দক্ষিণ মেরু অঞ্চলে সফট ল্যান্ডিং অবতরণ করে। দেশাবাসীর কাছে ঐতিহাসিক দিন হিসেবে চিহ্নিত হয় ৷ এই সাফল্য উদযাপন করতেই আজ নয়াদিল্লিতে দু’দিন ব্যাপী একাধিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে ৷ ভারতের মহাকাশচারী ও বিজ্ঞানীদের সাফল্য তুলে ধরা হবে ৷

ভারতের মহাকাশ শাসনের বছর 2023, চাঁদের দক্ষিণ মেরুতে আলতো ছোঁয়ায় ইতিহাস ইসরোর

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.