ETV Bharat / technology

সাবধান! অকজো মোবাইলের পরিবর্তে জিনিস কিনছেন, চুরি যেতে পারে তথ্য - Cyber fraud - CYBER FRAUD

New Cyber Scam Uncovered: দীর্ঘদিন ধরে বাড়িতে পড়ে থাকা অকেজো-খারপ হয়ে যাওয়া স্মার্টফোন বা সেলফোন দিয়ে বাসন ও বিভিন্ন জিনিস কিনছেন ৷ জানেন কি স্মার্টফোনে থাকা তথ্য অজান্তেই চলে যেতে পারে হ্যাকারদের কাছে ৷ নিশ্চয় ভাবছেন এ কী করে সম্ভব! বিস্তারিত জানুন প্রতিবেদনে ৷

New Cyber Scam Uncovered
প্রতীকী ছবি (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Tech Team

Published : Sep 14, 2024, 11:44 AM IST

হায়দরাবাদ: তথ্যহাতাতে এবার নয়া ফাঁদ সাইবার প্রতাকরদের ৷ জানা গিয়েছে তেলঙ্গানায় সক্রিয় এক বিশেষ সাইবার প্রতারণা চক্র ৷ যারা পুরনো সেলফোনের পরিবর্তে দিচ্ছে নতুন বাসন ৷ আর আপনার মোবাইলে থাকা তথ্য তুলে দিচ্ছে সাইবার প্রতারকদের হাতে ৷ ইতিমধ্যেই তেলঙ্গানা পুলিশের পক্ষ থেকে সাবধান করা হয়েছে নাগরিকদের ৷ পুরনো স্মার্টফোন ও মোবাইলের পরিবর্তে বাসন নেওয়ার আগে সাবধান হওয়ার পরামর্শ দিয়েছেন তাঁরা ৷ এই সমস্ত সেলফোনে থাকা তথ্য বিক্রি হয়ে যাচ্ছে সাইবার প্রতারকদের কাছে ৷

175 কোটি টাকার সাইবার কেলেঙ্কারি ! হায়দরাবাদ থেকে গ্রেফতার 2

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, বিহার থেকে আসা বেশ কিছু মানুষ ঘুরে বেড়াচ্ছেন ৷ যারা মানুষজনকে সেলফোন পরিবর্তে নতুন রান্নার বাসনের টোপ দিচ্ছেন ৷ এইক্ষেত্রে বাড়ির মহিলাদের বেশি 'টার্গেট' করছেন তারা ৷ তাদের কাছে মোবাইলের পরিবর্তে বাসন নিলেই প্রতারকদের জালে পা দিচ্ছেন ৷ এই সমস্ত মোবাইল সংগ্রহ করে সেগুলি ঝাড়খণ্ডের সাইবার প্রতারণা চক্রের কাছে সরবরাহ করা হচ্ছে ৷ ইতিমধ্যেই এই প্রতারণা চক্রের সঙ্গে জড়িত 4 জনকে গ্রেফতার করেছে পুলিশ ৷ তাদের কাছ থেকে 4 হাজার পুরনো মোবাইল বাজেয়াপ্ত করেছে ৷ ধৃতদের জিজ্ঞাসবাদ চলছে ৷

ইউটিউব চ্যানেল বানানোর টোপ দিয়ে লক্ষ লক্ষ টাকা প্রতারণা, গ্রেফতার 2

সাধারণ মানুষকেও সচেতন হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে পুলিশের তরফে ৷ কোনও সন্দেহজনক মোবাইল সংগ্রহকারীকে চোখে পড়লে পুলিশের সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে ৷ জানানো হয়েছে, স্থানীয় গঙ্গাস্থান, মারুতিনগর, বিনায়কনগর এবং নিজামবাদ জেলাতে ঘুরে বেড়াতে পারে এইসকল ব্যক্তিরা ৷

পুরানো ফোন থেকে কীভাবে তথ্য় সরবারহ হয়: পুরানো ফোনের ডেটা, UPI আইডি, নম্বর এবং ছবি থেকে যায় ৷ সেই সমস্ত তথ্য় চুরি করাই লক্ষ্য সাইবার অপরাধীদের ৷ শুধুমাত্র মোবাইলের মাধ্যমে প্রতারণা নয়, কখনও কখনও ফোন মেরামতির নামেও তথ্য হাতানোর ঘটনা ঘটছে ৷ সিম কার্ড থেকে তথ্য চুরি করছেন অপরাধীরা ৷ মোবাইলের আইএমইআই নম্বরের মাধ্যমে পুলিশের তদন্তের পরই ফোনের মালিকের বিস্তারিত তথ্য প্রকাশ্য়ে আসে। দেখা যায় আসল অপরাধীরা আড়াল হয়ে যায় ৷ সেলফোনের মালিককে সমস্য়ায় পড়তে হয় ৷ বিপদের ঝুঁকি এড়াতে পুরানো ফোন বিক্রি করার সময় সাবধান হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে পুলিশের তরফে ৷

বিশ্বে আচমকা থমকে গেল উইন্ডোজ, কেন ? ইটিভি ভারতকে জানালেন সাইবার বিশেষজ্ঞ

হায়দরাবাদ: তথ্যহাতাতে এবার নয়া ফাঁদ সাইবার প্রতাকরদের ৷ জানা গিয়েছে তেলঙ্গানায় সক্রিয় এক বিশেষ সাইবার প্রতারণা চক্র ৷ যারা পুরনো সেলফোনের পরিবর্তে দিচ্ছে নতুন বাসন ৷ আর আপনার মোবাইলে থাকা তথ্য তুলে দিচ্ছে সাইবার প্রতারকদের হাতে ৷ ইতিমধ্যেই তেলঙ্গানা পুলিশের পক্ষ থেকে সাবধান করা হয়েছে নাগরিকদের ৷ পুরনো স্মার্টফোন ও মোবাইলের পরিবর্তে বাসন নেওয়ার আগে সাবধান হওয়ার পরামর্শ দিয়েছেন তাঁরা ৷ এই সমস্ত সেলফোনে থাকা তথ্য বিক্রি হয়ে যাচ্ছে সাইবার প্রতারকদের কাছে ৷

175 কোটি টাকার সাইবার কেলেঙ্কারি ! হায়দরাবাদ থেকে গ্রেফতার 2

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, বিহার থেকে আসা বেশ কিছু মানুষ ঘুরে বেড়াচ্ছেন ৷ যারা মানুষজনকে সেলফোন পরিবর্তে নতুন রান্নার বাসনের টোপ দিচ্ছেন ৷ এইক্ষেত্রে বাড়ির মহিলাদের বেশি 'টার্গেট' করছেন তারা ৷ তাদের কাছে মোবাইলের পরিবর্তে বাসন নিলেই প্রতারকদের জালে পা দিচ্ছেন ৷ এই সমস্ত মোবাইল সংগ্রহ করে সেগুলি ঝাড়খণ্ডের সাইবার প্রতারণা চক্রের কাছে সরবরাহ করা হচ্ছে ৷ ইতিমধ্যেই এই প্রতারণা চক্রের সঙ্গে জড়িত 4 জনকে গ্রেফতার করেছে পুলিশ ৷ তাদের কাছ থেকে 4 হাজার পুরনো মোবাইল বাজেয়াপ্ত করেছে ৷ ধৃতদের জিজ্ঞাসবাদ চলছে ৷

ইউটিউব চ্যানেল বানানোর টোপ দিয়ে লক্ষ লক্ষ টাকা প্রতারণা, গ্রেফতার 2

সাধারণ মানুষকেও সচেতন হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে পুলিশের তরফে ৷ কোনও সন্দেহজনক মোবাইল সংগ্রহকারীকে চোখে পড়লে পুলিশের সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে ৷ জানানো হয়েছে, স্থানীয় গঙ্গাস্থান, মারুতিনগর, বিনায়কনগর এবং নিজামবাদ জেলাতে ঘুরে বেড়াতে পারে এইসকল ব্যক্তিরা ৷

পুরানো ফোন থেকে কীভাবে তথ্য় সরবারহ হয়: পুরানো ফোনের ডেটা, UPI আইডি, নম্বর এবং ছবি থেকে যায় ৷ সেই সমস্ত তথ্য় চুরি করাই লক্ষ্য সাইবার অপরাধীদের ৷ শুধুমাত্র মোবাইলের মাধ্যমে প্রতারণা নয়, কখনও কখনও ফোন মেরামতির নামেও তথ্য হাতানোর ঘটনা ঘটছে ৷ সিম কার্ড থেকে তথ্য চুরি করছেন অপরাধীরা ৷ মোবাইলের আইএমইআই নম্বরের মাধ্যমে পুলিশের তদন্তের পরই ফোনের মালিকের বিস্তারিত তথ্য প্রকাশ্য়ে আসে। দেখা যায় আসল অপরাধীরা আড়াল হয়ে যায় ৷ সেলফোনের মালিককে সমস্য়ায় পড়তে হয় ৷ বিপদের ঝুঁকি এড়াতে পুরানো ফোন বিক্রি করার সময় সাবধান হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে পুলিশের তরফে ৷

বিশ্বে আচমকা থমকে গেল উইন্ডোজ, কেন ? ইটিভি ভারতকে জানালেন সাইবার বিশেষজ্ঞ

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.