ETV Bharat / technology

ফেক কল, সাইবার জালিয়াতি রোধে সতর্কতা জারি; কী কী পরামর্শ কেন্দ্রের ? - Advisory On Impersonated Calls - ADVISORY ON IMPERSONATED CALLS

Advisory To Prevent Cyber Fraud: কেন্দ্রের টেলিকমিউনিকেশন বিভাগ (DoT) শুক্রবার দেশের নাগরিকদের জন্য একটি সতর্কতামূলক পরামর্শ জারি করেছে ৷ এই পরামর্শ মূলত 'ছদ্মবেশী' ফেক কল সম্পর্কে, যেগুলি মানুষের মোবাইল নম্বরের সংযোগ বিচ্ছিন্ন করার হুমকি দেয় ।

Cyber Fraud
ফেক কল, সাইবার জালিয়াতি রোধে সতর্কতা জারি
author img

By ETV Bharat Bangla Team

Published : Mar 29, 2024, 2:23 PM IST

নয়াদিল্লি, 29 মার্চ: কেন্দ্রের যোগাযোগ মন্ত্রকের অধীনস্থ টেলিকমিউনিকেশন বিভাগ (DoT), শুক্রবার নাগরিকদের জন্য একটি পরামর্শ বা অ্যাডভাইজারি জারি করেছে ৷ সেখানে দেশের নাগরিকদের ভুয়ো কল সম্পর্কে সতর্ক করা হয়েছে ৷ সম্প্রতি কেন্দ্রের টেলিকমিউনিকেশন বিভাগের (DoT) নাম করে একদল সাইবার জালিয়াত ফোন করে গ্রাহকদের মোবাইল নম্বরের সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ার হুমকি দিচ্ছে বলে অভিযোগ এসেছে । কিছু অন্যায় উদ্দেশ্যে গ্রাহকদের মোবাইল ফোন নম্বরগুলিকে ব্যবহার করার জন্য এই ফোনগুলি করা হচ্ছে । টেলিকমিউনিকেশন বিভাগ সরকারি আধিকারিকদের নাম করে দেশের জনগণকে প্রতারণা করার জন্য একাধিক বিদেশি মোবাইল নম্বর (যেমন +92-xxxxxxxxxx) থেকে আসা হোয়াটসঅ্যাপ কলের বিষয়েও পরামর্শ জারি করেছে ।

টেলিকমিউনিকেশন বিভাগ (DoT) মোবাইল ফোন ব্যবহারকারীদের সতর্ক করে বলেছে, এই ধরনের ফোন কলের মাধ্যমে সাইবার অপরাধীরা সাইবার-অপরাধ/আর্থিক জালিয়াতি করার জন্য ব্যক্তিগত তথ্য চুরি করার চেষ্টা করে। তারা জানিয়েছে, কেন্দ্র কারওকে এই ধরনের কল করার অনুমতি দেয় না এবং এই ধরনের ফোন কল থেকে মানুষকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে ৷ পাশাপাশি, এই ধরনের কোনও ফোন কল পেলে কোনও রকম তথ্য শেয়ার না করার জন্য পরামর্শ দিয়েছে কেন্দ্রের যোগাযোগ মন্ত্রকের অধীনস্থ টেলিকমিউনিকেশন বিভাগ ।

ডট দেশের নাগরিকদের সঞ্চার সাথী পোর্টালের (www.sancharsaathi.gov.in) ‘চক্ষু-রিপোর্ট সাসপেক্টেড ফ্রড কমিউনিকেশনস’-এ এই ধরনের ভুয়ো ফোন কল সম্পর্কে অভিযোগ জানানোর পরামর্শ দিয়েছে । এই ধরনের অভিযোগ যত দ্রুত জানানো হবে, সাইবার-অপরাধ, আর্থিক জালিয়াতি ইত্যাদির জন্য টেলিকম সংস্থাগুলির অপব্যবহার রোধে ডট তত তাড়াতাড়ি ব্যবস্থা নিতে পারবে ।

এছাড়াও, নাগরিকরা সঞ্চার সাথী পোর্টালের (www.sancharsaathi.gov.in) 'আপনার মোবাইল সংযোগগুলি জানুন' বিকল্পটিতে তাদের নামে কতগুলি মোবাইল সংযোগ রয়েছে, তা পরীক্ষা করে দেখতে পারেন গ্রাহকরা ৷ যদি গ্রাহকের ব্যবহার না করা কোনও মোবাইল নম্বর এখানে দেখতে পান বা প্রয়োজন নেই এমন কোনও মোবাইল নম্বর এই তালিকায় দেখেন, তাহলে তা এখানে জানাতে পারেন ।

কেন্দ্রীয় টেলিকমিউনিকেশন বিভাগ নাগরিকদের সাইবার-ক্রাইম হেল্পলাইন নম্বর 1930-এ বা www.cybercrime.gov.in-এ ইতিমধ্যেই সাইবার অপরাধ বা আর্থিক জালিয়াতির শিকার হওয়ার ক্ষেত্রে অভিযোগ করার পরামর্শ দিয়েছে ।

আরও পড়ুন:

দ্রুত গরম হচ্ছে আইফোন, রিস্টার্ট না রিসেট; কী করবেন জেনে নিন

নির্বাচনী প্রক্রিয়া সুরক্ষিত রাখতে এআই ব্যবহারে ডিজিটাল প্ল্যাটফর্মগুলিকে অনুমতি নেওয়ার নির্দেশ কেন্দ্রের

নয়া মিশন ইসরোর, বায়ুসেনার হেলিকপ্টার থেকে সফল অবতরণ 'পুষ্পকে'র

নয়াদিল্লি, 29 মার্চ: কেন্দ্রের যোগাযোগ মন্ত্রকের অধীনস্থ টেলিকমিউনিকেশন বিভাগ (DoT), শুক্রবার নাগরিকদের জন্য একটি পরামর্শ বা অ্যাডভাইজারি জারি করেছে ৷ সেখানে দেশের নাগরিকদের ভুয়ো কল সম্পর্কে সতর্ক করা হয়েছে ৷ সম্প্রতি কেন্দ্রের টেলিকমিউনিকেশন বিভাগের (DoT) নাম করে একদল সাইবার জালিয়াত ফোন করে গ্রাহকদের মোবাইল নম্বরের সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ার হুমকি দিচ্ছে বলে অভিযোগ এসেছে । কিছু অন্যায় উদ্দেশ্যে গ্রাহকদের মোবাইল ফোন নম্বরগুলিকে ব্যবহার করার জন্য এই ফোনগুলি করা হচ্ছে । টেলিকমিউনিকেশন বিভাগ সরকারি আধিকারিকদের নাম করে দেশের জনগণকে প্রতারণা করার জন্য একাধিক বিদেশি মোবাইল নম্বর (যেমন +92-xxxxxxxxxx) থেকে আসা হোয়াটসঅ্যাপ কলের বিষয়েও পরামর্শ জারি করেছে ।

টেলিকমিউনিকেশন বিভাগ (DoT) মোবাইল ফোন ব্যবহারকারীদের সতর্ক করে বলেছে, এই ধরনের ফোন কলের মাধ্যমে সাইবার অপরাধীরা সাইবার-অপরাধ/আর্থিক জালিয়াতি করার জন্য ব্যক্তিগত তথ্য চুরি করার চেষ্টা করে। তারা জানিয়েছে, কেন্দ্র কারওকে এই ধরনের কল করার অনুমতি দেয় না এবং এই ধরনের ফোন কল থেকে মানুষকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে ৷ পাশাপাশি, এই ধরনের কোনও ফোন কল পেলে কোনও রকম তথ্য শেয়ার না করার জন্য পরামর্শ দিয়েছে কেন্দ্রের যোগাযোগ মন্ত্রকের অধীনস্থ টেলিকমিউনিকেশন বিভাগ ।

ডট দেশের নাগরিকদের সঞ্চার সাথী পোর্টালের (www.sancharsaathi.gov.in) ‘চক্ষু-রিপোর্ট সাসপেক্টেড ফ্রড কমিউনিকেশনস’-এ এই ধরনের ভুয়ো ফোন কল সম্পর্কে অভিযোগ জানানোর পরামর্শ দিয়েছে । এই ধরনের অভিযোগ যত দ্রুত জানানো হবে, সাইবার-অপরাধ, আর্থিক জালিয়াতি ইত্যাদির জন্য টেলিকম সংস্থাগুলির অপব্যবহার রোধে ডট তত তাড়াতাড়ি ব্যবস্থা নিতে পারবে ।

এছাড়াও, নাগরিকরা সঞ্চার সাথী পোর্টালের (www.sancharsaathi.gov.in) 'আপনার মোবাইল সংযোগগুলি জানুন' বিকল্পটিতে তাদের নামে কতগুলি মোবাইল সংযোগ রয়েছে, তা পরীক্ষা করে দেখতে পারেন গ্রাহকরা ৷ যদি গ্রাহকের ব্যবহার না করা কোনও মোবাইল নম্বর এখানে দেখতে পান বা প্রয়োজন নেই এমন কোনও মোবাইল নম্বর এই তালিকায় দেখেন, তাহলে তা এখানে জানাতে পারেন ।

কেন্দ্রীয় টেলিকমিউনিকেশন বিভাগ নাগরিকদের সাইবার-ক্রাইম হেল্পলাইন নম্বর 1930-এ বা www.cybercrime.gov.in-এ ইতিমধ্যেই সাইবার অপরাধ বা আর্থিক জালিয়াতির শিকার হওয়ার ক্ষেত্রে অভিযোগ করার পরামর্শ দিয়েছে ।

আরও পড়ুন:

দ্রুত গরম হচ্ছে আইফোন, রিস্টার্ট না রিসেট; কী করবেন জেনে নিন

নির্বাচনী প্রক্রিয়া সুরক্ষিত রাখতে এআই ব্যবহারে ডিজিটাল প্ল্যাটফর্মগুলিকে অনুমতি নেওয়ার নির্দেশ কেন্দ্রের

নয়া মিশন ইসরোর, বায়ুসেনার হেলিকপ্টার থেকে সফল অবতরণ 'পুষ্পকে'র

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.