হায়দরাবাদ: নতুন বছরের আগেই ভোল বদল বিএসএনএলের ৷ লগো পরিবর্তন থেকে শুরু করে একাধিক নতুন সার্ভিস পরিষেবা শুরু করতে চলেছে সংস্থাটি ৷ ইতিমধ্যেই 4G পরিষেবা চালু করেছে সংস্থা। এবার দেশবাসীরে 5G পরিষেবা প্রদানের কাজ শুরু করেছে ৷ কেন্দ্রীয় মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার ইতিমধ্যেই বিএসএনএলের নতুন লোগো চালু করেছেন। লোগো পরিবর্তনের পাশাপাশি বদলেছে ট্যাগলাইনও ৷
উৎসবে টয়োটা! অতিরিক্ত 20 হাজার দিলেই গাড়ির সঙ্গে অ্যাক্সেসরিজ
নতুন লোগোতে জাতীয় পতাকার তিনটি রঙ প্রতিফলিত হয়েছে ৷ কমলা, সাদা ও সবুজ এই তিন রঙে করা হয়েছে ৷ এছাড়াও, লোগোতে 'কানেক্টিং ইন্ডিয়া' পরিবর্তন করে 'কানেক্টিং ভারত' করা হয়েছে । চলতি বছরে বেসকারি টেলিকম সার্ভিস প্রোভাইডার সংস্থাগুলি রিচার্জ প্ল্যানের দাম বাড়িয়েছিল ৷ তারপরই বিএসএনএল নেটওয়ার্কের প্রতি নাগরিকদের ঝোঁক বেড়েছিল ৷ দ্রুত 5জি পরিষেবা লঞ্চ করতে চলেছে সংস্থাটি ৷ সেইসঙ্গে বেসরকারি সংস্থাগুলির সঙ্গে তাল মেলাতে 7টি নতুন প্ল্যান লঞ্চ করতে চলেছে ৷
ভারতীয় বাজারে এল সবচেয়ে সস্তার ফোল্ডেবল ফোন Infinix Zero Flip
বিএসএনএল-এর 7টি নতুন প্ল্যান
- স্প্যাম কল: নাগরিকদের উন্নতমানের মোবাইল পরিষেবা প্রদানের জন্য, BSNL স্বয়ংক্রিয়ভাবে স্প্যাম কলগুলিকে ব্লক করতে একটি প্রযুক্তি চালু করেছে। ব্যবহারকারীরা এর মাধ্যমে অপ্রয়োজনীয় কল সহজেই এড়াতে পারবেন।
- বিনামূল্যের ওয়াই-ফাই রোমিং পরিষেবা: বিএসএনএল ফাইবার ব্রডব্যান্ড গ্রাহকরা দেশে যেখানেই যান বিনামূল্যে বিএসএনএল হটস্পট পাবেন । সুতরাং, সব সময় মোবাইল ডেটা খরচ না করেলও চলবে ।
- ফাইবার ভিত্তিক টিভি পরিষেবা: ফাইবার ব্রডব্যান্ডের গ্রাহরকরা 500 টিরও বেশি টিভি চ্যানেলে লাইভ দেখতে পারেন। এর মধ্যে সুপার অফার হল BSNL ফাইবার ব্রডব্যান্ড ডেটার খরচ ধরা হবে না ।
- বিএসএনএলের তরফে স্বয়ংক্রিয় কিয়স্ক (KIOSK) স্থাপন করার পরিকল্পনা করা হয়েছে ৷ যাতে দেশবাসী নিজের পছন্দমতো BSNL সিম কার্ড কিনতে পারেন এবং সেটির রিচার্জ করতে পারেন ৷
- BSNL-ও 5G নেটওয়ার্ক পরিষেবা চালু করতে চলেছে ৷ C-DAC নামে একটি কেন্দ্রীয় সংস্থার সঙ্গে যৌথ উদ্যোগে এই পরিষেবা চালু করতে চলেছে ৷ যাতে মাটির নীচেও নেটওয়ার্ক থাকে ৷
- ডিরেক্ট টু ডিভাইস: ভারতের প্রথম ডাইরেক্ট টু ডিভাইস (D2D) সংযোগ চালু করেছে। এটি স্যাটেলাইট এবং মোবাইল নেটওয়ার্ককের মধ্যে যোগোযোগ তৈরি করবে ৷ যেসব এলাকায় আন্তঃ সংযোগ পরিষেবা নেই সেখানেও চালু হবে ৷ ফলে জরুরি কল, ডিজিটাল পরিষেবা পাবেন গ্রাহকরা ৷
- অবশেষে BSNL তাদের গ্রাহকদের জন্য আরও একটি নতুন পরিষেবা চালু করতে চলেছে । গ্রাহকরা পছন্দ মতো মোবাইল নম্বর পেতে পারেন ৷ 9444133233, 94444099099 এর মতো বিশেষ নম্বর কিনতে পারবেন ৷ এই সুবিধা চেন্নাই, উত্তরপ্রদেশ এবং হরিয়ানার মতো রাজ্যে ইতিমধ্যেই চালু হয়ে গিয়েছে ৷