ETV Bharat / technology

মেটার পর অ্যাপল আনতে চলেছে স্মার্টগ্লাস, কবে ? - APPLE PLANS TO LAUNCH SMART GLASSES

চলতি বছরে অ্যাপল ভিশন প্রো এআর হেডসেট লঞ্চ করেছে। এবার মেটার মতো স্মার্ট-গ্লাস লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে কোম্পানিটি।

Apple Vision Pro
অ্যাপল ভিশন প্রো এআর (ছবি - অ্যাপল)
author img

By ETV Bharat Tech Team

Published : Oct 16, 2024, 7:23 PM IST

হায়দরাবাদ: টেক জায়ান্ট অ্যাপল এই বছরের শুরুতে লঞ্চ করেছে ভিশন প্রো এআর হেডসেট ৷ যেটি অগমেন্টেড রিয়েলিটি (এআর) বিভাগে প্রথম পদক্ষেপ বলে জানিয়েছে সংস্থাটি । এই হেডসেটট্র বিক্রিও বেশি হয়েছিল সংস্থার প্রত্যাশার থেকে অনেকটাই কম ৷ সময়ের সঙ্গে সঙ্গে Cupertino-ভিত্তিক টেক জায়ান্ট এটির প্রারম্ভিক মূল্য 3,499 মার্কিন ডলার ধার্য করেছিল ৷ যেটি ভারতীয় মুদ্রায় ₹2.94 লক্ষ টাকা ৷

এখনই বাজারে আসছে না অ্যাপলের স্মার্ট রিং

এবার অপেক্ষাকৃত কমদামি পণ্য বাজারে আনার দিকে ঝুঁকছে ৷ কমদামের স্মার্টগ্লাস বাজারে এনে ভিশন প্রো এআর হেডসেট -এর ক্ষতি কিছুটা হলেও মিটবে বলে মনে করছে ৷ এক কাথায় Apple Vision Pro-এর ভিজ্যুয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে আর্থিক ক্ষতি কম করতেই নতুন স্মার্ট গ্লাস বাজারে আনছে ৷ ব্লুমবার্গের মার্ক গুরম্যানের প্রতিবেদন অনুসারে, অ্যাপল মেটার জনপ্রিয় রে-ব্যান স্মার্ট চশমার মতো বিল্ট-ইন ক্যামেরা, স্পিকার এবং মাইক্রোফোন-সহ স্মার্ট চশমা বাজারে আনার পরিকল্পনা করছে ৷

ভিড়ের মাঝে উধাও স্মার্টফোন! ঘাবড়াবেন না পাশে আছে গুগল

অ্যাপলের ভিশন প্রোডাক্টস গ্রুপ, যেটি প্রথম ভিশন প্রো এআর হেডসেট তৈরি করেছে, ক্যামেরা-সহ একটি নতুন আইপড ও আরও চারটি ডিভাইস আনার পরিকল্পনা আছে ৷ এই সমস্ত গ্যাজেটগুলির সাহায্যে ব্যবহারকারীরা ফটো এবং ভিডিয়ো ক্যাপচার করতে, কল করতে এবং রিয়ার ওয়ার্ল্ডের উপর ভিত্তি করে এআর অভিজ্ঞতা সম্মুখীন হতে পারেবেন ৷

নগদ নয়, ডিজিটাল লেনদেনেই ঝোঁক বেশি নাগরিকদের

তবে পণ্যগুলি সবই পরীক্ষার পর্যায়ে আছে ৷ সম্ভবত 2027 সালের মধ্যে বাজারে আসতে পারে অ্যাপলের এই সমস্ত পণ্যগুলি। পাশাপাশি অ্যাপল তার ভিশন প্রো হেডসেটও সাশ্রয়ী মূল্যে বাজারে আনার কাজ শুরু করেছে ৷ এই ডিভাইসটি 2025 সালের প্রথম দিকে লঞ্চ হবে বলে আশা করা হচ্ছে এবং এর দাম $1,500 থেকে $2,500 মার্কিন ডলার হতে পারে বলে মনে করা হচ্ছে ৷ নতুন এই ভারসনটির বিক্রি ভালো হবে বলে মনে করা হচ্ছে ৷ প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে অ্যাপল এই হেডসেটটির বিক্রয় মূল ভিশন প্রো-এর তুলনায় অন্তত দ্বিগুণ হতে পারে ৷

মেটার স্মার্টগ্লাস, ভিন দেশি বন্ধুকে কাছে আনবে এক লহমায়

হায়দরাবাদ: টেক জায়ান্ট অ্যাপল এই বছরের শুরুতে লঞ্চ করেছে ভিশন প্রো এআর হেডসেট ৷ যেটি অগমেন্টেড রিয়েলিটি (এআর) বিভাগে প্রথম পদক্ষেপ বলে জানিয়েছে সংস্থাটি । এই হেডসেটট্র বিক্রিও বেশি হয়েছিল সংস্থার প্রত্যাশার থেকে অনেকটাই কম ৷ সময়ের সঙ্গে সঙ্গে Cupertino-ভিত্তিক টেক জায়ান্ট এটির প্রারম্ভিক মূল্য 3,499 মার্কিন ডলার ধার্য করেছিল ৷ যেটি ভারতীয় মুদ্রায় ₹2.94 লক্ষ টাকা ৷

এখনই বাজারে আসছে না অ্যাপলের স্মার্ট রিং

এবার অপেক্ষাকৃত কমদামি পণ্য বাজারে আনার দিকে ঝুঁকছে ৷ কমদামের স্মার্টগ্লাস বাজারে এনে ভিশন প্রো এআর হেডসেট -এর ক্ষতি কিছুটা হলেও মিটবে বলে মনে করছে ৷ এক কাথায় Apple Vision Pro-এর ভিজ্যুয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে আর্থিক ক্ষতি কম করতেই নতুন স্মার্ট গ্লাস বাজারে আনছে ৷ ব্লুমবার্গের মার্ক গুরম্যানের প্রতিবেদন অনুসারে, অ্যাপল মেটার জনপ্রিয় রে-ব্যান স্মার্ট চশমার মতো বিল্ট-ইন ক্যামেরা, স্পিকার এবং মাইক্রোফোন-সহ স্মার্ট চশমা বাজারে আনার পরিকল্পনা করছে ৷

ভিড়ের মাঝে উধাও স্মার্টফোন! ঘাবড়াবেন না পাশে আছে গুগল

অ্যাপলের ভিশন প্রোডাক্টস গ্রুপ, যেটি প্রথম ভিশন প্রো এআর হেডসেট তৈরি করেছে, ক্যামেরা-সহ একটি নতুন আইপড ও আরও চারটি ডিভাইস আনার পরিকল্পনা আছে ৷ এই সমস্ত গ্যাজেটগুলির সাহায্যে ব্যবহারকারীরা ফটো এবং ভিডিয়ো ক্যাপচার করতে, কল করতে এবং রিয়ার ওয়ার্ল্ডের উপর ভিত্তি করে এআর অভিজ্ঞতা সম্মুখীন হতে পারেবেন ৷

নগদ নয়, ডিজিটাল লেনদেনেই ঝোঁক বেশি নাগরিকদের

তবে পণ্যগুলি সবই পরীক্ষার পর্যায়ে আছে ৷ সম্ভবত 2027 সালের মধ্যে বাজারে আসতে পারে অ্যাপলের এই সমস্ত পণ্যগুলি। পাশাপাশি অ্যাপল তার ভিশন প্রো হেডসেটও সাশ্রয়ী মূল্যে বাজারে আনার কাজ শুরু করেছে ৷ এই ডিভাইসটি 2025 সালের প্রথম দিকে লঞ্চ হবে বলে আশা করা হচ্ছে এবং এর দাম $1,500 থেকে $2,500 মার্কিন ডলার হতে পারে বলে মনে করা হচ্ছে ৷ নতুন এই ভারসনটির বিক্রি ভালো হবে বলে মনে করা হচ্ছে ৷ প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে অ্যাপল এই হেডসেটটির বিক্রয় মূল ভিশন প্রো-এর তুলনায় অন্তত দ্বিগুণ হতে পারে ৷

মেটার স্মার্টগ্লাস, ভিন দেশি বন্ধুকে কাছে আনবে এক লহমায়

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.